৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান | 45th BCS Preliminary Question Solution

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান এবং নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান এবং এই এইসব প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে ধরে নিতে পারেন কেননা এইসব প্রশ্নগুলো প্রাথমিক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই উপকারী। 45th BCS Preliminary Question Solution.

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান:

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার শেষ হয়েছে আমরা আশা করি সবার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে এবং সবার জীবনে বিসিএস এর মতন সব পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয় ।

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯-০৫-২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং এই ৪৫ তম বিসিএস পরীক্ষা ২০০ মার্কের হয়।

  • বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা – ২০০ টি প্রশ্ন থাকবে
  • প্রতিটি প্রশ্নের মার্ক থাকে – ০১ টি
  • অর্থাৎ ২০০ টি প্রশ্নের জন্য মার্ক থাকবে -২০০
  • পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা
  • অর্থাৎ ২ ঘন্টায় ২০০ টি MCQ থাকবে ২০০ টি প্রশ্নের জন্য ২০০ মার্ক থাকবে।

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সব প্রশ্ন থেকে যেকোন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে তাই বলা যায় যারাই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য যেকোন নিয়োগ পরীক্ষা একটু সহজ হয়। একটি কথা মনে রাখবেন যদিও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ না হন তবু ও আপনি আপনারা হতাশ হবেন না আবার দিবেন একবার না পারলে দেখ শতবার।

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসে:

  • ইংরেজি
  • বাংলা
  • গনিত
  • সাধারণ জ্ঞান
  • কম্পিউটার

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান:

  • ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ …… উত্তর : নৈতিক মূল্যবোধ।
  • সুশাসনের পূর্বশর্ত কি? উত্তর … নিরপেক্ষ আইনব্যবস্থা।
  • জ্ঞান হয় পূর্ণ এই উক্তিটি কার ? …… উত্তর : থেলিস ।
  • নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে ?
  • উত্তর : মূল্যবোধ বলে ।
  • মূল্যবোধের উৎস কোনটি ? উত্তর ;
  • সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
  • নোবেল বিজয়ী নারী কয়জন?
  • শর্তহীন আদেশ ধারনাটি প্রর্বতক কে?
  • উত্তর : র্বাট্টান্ড রাসেল ।
  • সুশাসনের মূলভিত্তি কি?
  • উত্তর : মূল্যবোধ ।
  • মনে কর প্রথম দুটি উক্তি সত্য তবে শেষের উক্তিটি ও
  • উত্তর : সত্য
  • Resent ও Reserve এই শব্দগুলো কি ?
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী মনিপুরী কোন জেলায় অবস্থিত?
  • উত্তর : মনিপুরী।
  • বাংলাদেশের ষষ্ট জাতীয় জনশুমারি ও গৃহগননা কোন তারিখে অনুষ্ঠিত হয় ?
  • উত্তর : ১৫ জুন থেকে ২১ জুন ২০২২
  • কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রর্বতিত পুরষ্কারের নাম কি ?
  • উত্তর : বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

Also Read: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বিশেষ আপডেট

সুপ্রিয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী আপনাদের ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান শেয়ার করলাম এছাড়াও আপনারা যারা বিভিন্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এইসব নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা এগুলো পরীক্ষার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বাংলাদেশের সদস্য নয় কোন দেশ ?
  • বাংলাদেশের সদস্য নয় ?
  • উত্তর : NATO
  • ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় ?
  • উত্তর : ১৯৩০ সালে
  • কোন দেশে সমুদ্র বন্দর নেই?
  • উত্তর : নেপাল
  • কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত?
  • উত্তর : তুরস্ক
  • ক্ষুদ্রতম মহাদেশ
  • উত্তর : অষ্ট্রেলিয়া
  • কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
  • ক্ষুদ্রতম মহাদেশ?
  • উত্তর : অষ্ট্রেলিয়া
  • কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
  • ভারত কর্তক সিকিম সংযুক্ত হয় ?
  • চীন ও ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
  • ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • উত্তর : ক্যালিফোর্ণিয়া।
  • কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত?
  • উত্তর : তুরস্ক।
  • ভিক্টোরিয়া ডির্জাট কোথায় অবস্থিত ?
  • উত্তর : অষ্ট্রেলিয়া
  • কোনটি প্রাচীন সভ্যতা ?
  • উত্তর : মেসোপটেমিয়া
  • তিব্বত একটি
  • উত্তর : উপত্যকা
  • Elepant pass অবস্থিত ?
  • উত্তর : শ্রীলংকা
  • কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  • উত্তর : আলজেরিয়া।
  • কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশ?
  • উত্তর : হালদা
  • পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থিত?
  • উত্তর : গ্ৰীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?
  • বাংলাদেশে কখন সিডর আঘাত হানে?
  • বাংলাদেশে অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
  • ২০০ ন্যাটিকেল মাইল

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কয়েকটি মাত্র প্রশ্নের সমাধান দিলাম আরো অনেক টি রয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এই পোস্ট টি থেকে আপনারা অনেকটা জানতে পারবেন কেননা এইসব প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষায় আসে তাই অবহেলা না করে পোস্ট টি অত্যন্ত গুরুত্বের সহিত পড়বেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি শেয়ার করা হয়েছে।

Also Read: ৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button