বাংলা সাহিত্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বাংলা সাহিত্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: আসন্ন বছরে এবং এই বছরের শেষের দিকে বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে যেমন ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু বাংলা সাহিত্য নিয়ে অনেক প্রশ্নে আসে বাংলা সাহিত্যের জনক , বাংলা গদ্যের জনক ইত্যাদি অনেক অনেক প্রশ্ন থাকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় । বিশেষ করে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় must be এগুলো প্রশ্ন আসে আজ সেগুলো শেয়ার করলাম।

বাংলা আমাদের জাতীয় ভাষা ,বাংলা আমাদের মায়ের ভাষা,বাংলা ভাষায় আমরা কথা বলতে শিখি ,হাঁটতে শিখি বসতে শিখি মায়ের এই মধুর ভাষা তুলনা নেই আর এই ভাষায় অনেক গদ্য , সাহিত্য ,নাটক , উপন্যাস ইত্যাদি রয়েছে । বিভিন্ন কবি , উপন্যাসিক মনের মাধুরী মিশিয়ে কবিতা লিখেন গল্প লিখেন ,উপন্যাস লিখেন ।আর সেগুলো থেকে প্রাইমারি নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পর্যন্ত বিভিন্ন নিয়োগ তথা পরীক্ষায় প্রশ্ন থাকে ।

  • বাংলা গদ্য ছন্দের জনক……..বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
  • বাংলা ছোটগল্পের জনক………. বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
  • বাংলা সনেটের জনক………মাইকেল মধুসূদন দত্ত।
  • বাংলা কবিতার জনক…………..মাইকেল মধুসূদন দত্ত।
  • আধুনিক বাংলা নাটকের জনক………মাইকেল মধুসূদন দত্ত।
  • আধুনিক বাংলা কবিতার জনক………..সৈয়দ আলী আহসান।
  • বাংলা চলচ্চিত্রের জনক………. হীরালাল সেন।
  • বাংলাদেশ চলচ্চিত্রের জনক………. আব্দুল জব্বার খান।
  • বাংলা গদ্য সাহিত্যের জনক……….. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • বাংলা উপন্যাসের জনক………. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • বাংলা নাটকের জনক………… দীনবন্ধু মিত্র।
  • বাংলা মুক্ত ছন্দের জনক……….. কাজী নজরুল ইসলাম।
  • বাংলা গজলের জনক……… কাজী নজরুল ইসলাম।
  • বাংলা টম্পাগানের জনক……..নিশু বাবু।
  • চর্যাপদের ছন্দ গুলো টিকার মাধ্যমে ব্যাখা করেন…….মুনিদত্ত।

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ডিসেম্ভর মাসে তাই যারাই আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রার্থী তাদের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা বিষয়ে যে ২৫ টি MCQ থাকে তাদের মধ্যে দুই তিনটা অবশ্যই বাংলা সাহিত্য উপন্যাস ,কাব্যগ্ৰহ্নের জনক ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে এমনকি যেকোন চাকরির নিয়োগ পরীক্ষায় এই সব বিষয় নিয়ে প্রশ্ন আসে

  • বাংলা যতি চিহ্নের জনক……. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • মহাকাব্যের জনক.……..…মাইকেল মধুসূদন দত্ত।
  • সার্থক উপন্যাসের জনক……… বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • সার্থক নাটকের জনক…….মাইকেল মধুসূদন দত্ত।
  • পত্রকাব্যের জনক……….মাইকেল মধুসূদন দত্ত।
  • পত্র উপন্যাসের জনক…….কাজী নজরুল ইসলাম।
  • অমিত্রাক্ষর ছন্দের জনক………মাইকেল মধুসূদন দত্ত।
  • মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস ……….১৯৩৬ সালে প্রকাশিত হয়।

এইছিল আমার আজকের পোস্ট টি প্লিজ যারাই এবার বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে পড়বেন বেশী তো নয় এইরকম ছোট পোষ্ট গুলো কাজের ফাঁকে ফাঁকে ফোন হাতে নিয়ে কাজ করে করে পড়বেন দেখবেন জীবনের লক্ষ্যে পৌঁছতে কষ্ট হবেনা।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button