অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ২য় বর্ষ বাংলা কবিতা ২ সাজেশন ( Bangla Poetry 2 suggestion )। এই সাজেশনটির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা কবিতার বইয়ের পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাচ্ছেন। যার মাধ্যমে এবারের পরীক্ষার প্রশ্নগুলো কমন পেতে পারেন শিক্ষার্থীরা।
খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা। যা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। বাংলা বিষয়টি অনেকের কাছে সহজ মনে হলো বাস্তবে সেটি অনেক কঠিন। বেশিরভাগ শিক্ষার্থীর কোন মার্ক আসে এই বাংলা বিষয় থেকে। তাই শিক্ষার্থীরা সাজেশন খোঁজে থাকে এ বিষয়ের উপর। যে সকল শিক্ষার্থীরা উক্ত বিষয়ের সাজেশন খুঁজে থাকে তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেলটি বেশি গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষ প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ | Oriental Political Though suggestion
কারণ আমাদের এই আর্টিকেলে সাজেশন এর পাশাপাশি তুলে ধরা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিষয়ের প্রশ্ন ব্যাংক এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো। এখান থেকে প্রায় ৮০ শতাংশ নাম্বার কমন করার সম্ভাবনা থেকে যায়। তাই ভালো ফলাফল করতে হলে অবশ্যই আমাদের এই সাজেশনটি একবার হলেও করে নিন।
অনার্স ২য় বর্ষ বাংলা কবিতা ২ সাজেশন | Bangla Poetry 2 suggestion
ক বিভাগ
- “এক গায়ে” কবিতায় উল্লিখিত নদীর নাম কি ছিল?
- মনেরে তাই কহে যে, ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে। কোন কবিতায় উল্লেখিত এটি?
- “সেকাল” কবিতায় কবি কি হতে চান?
- ক্ষণিকা কাঁদবে কোন ঋতুকে প্রাধান্য দেওয়া হয়েছে?
- প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভস্মীভূত হয়?
- উজ্জয়িনী পুরে কবি খুঁজতে গেছেন কাকে?
- চৌর পঞ্চাশিকা বলতে কি বুঝেন?
- ভ্রষ্ট লগ্ন কবিতায় প্রিয়া কোন সময়ে সোনার টিপ পড়েছিলেন?
- কল্পনা কাব্যের প্রথম কবিতা ছিল কোনটি?
- “কি আছে হেথায় চলেছে কিসের অন্বেষণে” উক্তিটি কোন কবিতার?
- “যেতে নাহি দিব” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার ছোট গল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়?
- বর্ষা যাপন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- সোনার তরী কবিতায় ধান কিসের প্রতীক হিসেবে বলা হয়েছে?
- সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?
- “রাহু গ্রাসে হেরি সূর্যে কার নামে বিদরে হৃদয়” – প্রসঙ্গে বলা হয়েছে?
- একাল সমরে, নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমার বাম্ববার। উক্তিটি কার?
- মৈথিলী কে ছিলেন?
- বিভীষণ কে?
- বীরবাহুর মায়ের নাম কি ছিল?
- প্রমিলার সখির নাম কি?
- মেঘনাদবধ কাব্যের অষ্টম স্বর্গের নাম লিখুন।
- শুখাইছে ফুল এবে, নিভেছে দেউটি। উক্তিটি কার?
- মেঘনাথবধ কাব্যের পঞ্চম স্বর্গের নাম লিখুন।
খ বিভাগ অনার্স ২য় বর্ষ বাংলা কবিতা ২ সাজেশন
- আবির্ভাব কবিতার দেবীর কাছে কবির প্রার্থনা কি ছিল?
- কবি তার বয়স সম্পর্কে কি অভিমুক্ত করেছেন? কথাটি আলোচনা করুন।
- উদ্বোধন কবিতায় কবির ভাবনা সম্পর্কে আলোচনা করুন।
- স্পর্ধা কবিতায় বর্ণিত প্রেমিক প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা করুন।
- মদন ভস্মের পূর্বে কবিতার মূলভাব লিখুন।
- দুঃসময় কবিতায় কবি বিহঙ্গকে কি করতে নিষেধ করেছে?
- নিরুদ্দেশ যাত্রা কবিতাটির মূল বিষয় সংক্ষেপে তুলুন।
- দুই পাখি কবিতায় মূলভাব সংক্ষেপে লিখুন।
- দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করুন।
- যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এ কথাটি বলতে কি বুঝানো হয়েছে।
- সোনার তরী কাব্যের ভরসা যাপন কবিতায় ছোট গল্পের যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে তা বর্ণনা করুন।
- লক্ষণ কিভাবে মেঘনাদকে হত্যা করেছিলেন?
- কি সুন্দর মালা আজ পড়িআছে গলে। কে কার সম্পর্কে বলেছেন?
- লঙ্কাপুরীর সৌন্দর্য বর্ণনা করুন।
- সীতার সংক্ষিপ্ত পরিচয় দিন ।
- প্রমীলার পরিচয় দিন।
গ বিভাগ বাংলা কবিতা ২ সাজেশন
- “ক্ষণিকা কাব্যে কবি ভোগের জীবন থেকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন” ব্যাখ্যা করুন।
- ক্ষণিকা কাব্যে ভাব সৌন্দর্য বিশ্লেষণ করুন।
- ক্ষণিকা কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা বিচার করুন।
- কল্পনা কাব্যগ্রন্থ শিল্প মূল্য আলোচনা করুন।
- “কল্পনা কাব্যে প্রধান ভাবে কোভিদ প্রকৃতি ভাবনা এবং ঐতিহ্য চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি বিশ্লেষণ করুন।
- স্বপ্ন কবিতার সার্থকতা বিচার করুন।
- সোনার তরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা কবিতার কাব্য সৌন্দর্য বিচার করুন।
- সোনার তরী কাব্যে সোনার তরী অথবা যেতে নাহি দিব কবিতার মূলভাব ব্যাখ্যা করুন।
- সোনার তরী কাব্যে কবির কাল চেতনা এবং মর্ত্য প্রীতির পরিচয় দিন।
- মেঘনাদবধ কাব্য অবলম্বনে প্রমীলার চরিত্র বিশ্লেষণ করুন।
- “চতুর্থ স্বর্গে কবিতার লিরিক ক্ষমতা অপূর্ব প্রদর্শন করেছেন।” মন্তব্যটির বিচার করুন।
- মেঘনাদবধ কাব্যের প্রধান অবলম্বনে কোন রস বীর রস না করুন রস। কথাটি পর্যালোচনা করুন।
- ট্রাজেডি হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা আলোচনা করুন।
অনার্স ২য় বর্ষ বাংলা কবিতা ২ সাজেশনসহ অর্থনীতি, বাণিজ্য, সমাজবিজ্ঞান বিভাগের সকল ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর মাধ্যমিক শ্রেণীর সকল পিডিএফ ফাইল বইগুলো পেতে আমাদের পিডিএফ ক্যাটাগরিটি দেখুন।