বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ৪র্থ বর্ষ | Legislative Process suggestion 2023

মাহফুজুর রহমান
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ৪র্থ বর্ষ | Legislative Process suggestion

অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য আজকে আমরা যে সাজেশনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ২০২৩ & Legislative Process suggestion। ‌যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তাদের জন্য এ সাজেশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এ বিষয়টি তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের তুলনায় বেশ জটিল। অনেক শিক্ষার্থীরাই এটি নিয়ে বেশ চিন্তিত থাকে পরীক্ষার পড়বে। ‌ আর আগামী ১৪ই জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ২০২৩। ‌ আর এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। তাই এখন আমাদের সাজেশনটি পড়ে আপনার প্রিপারেশনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন।

Also Read: অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন

বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ৪র্থ বর্ষ | Legislative Process suggestion

ক বিভাগ

  • গন ভোট বলতে কি বোঝানো হয়?
  • PPP এর পূর্ণরূপ লিখুন। ‌
  • টেকনোক্র্যাট মন্ত্রী কারা ছিল?
  • ছায়া মন্ত্রিসভা বলতে কি বুঝেন?
  • বাংলাদেশের জাতীয় সংসদে মোট সংসদীয় কমিটি কতগুলো?
  • বাজেট বলতে কী বোঝানো হয়?
  • ওয়াক আউট বলতে কি বুঝায়?
  • বাংলাদেশের জাতীয় সংসদ আইনে প্রস্তাবিত পাশের জন্য সর্বনিম্ন কয়জন সদস্যের সম্মতি লাগে?
  • আইনসভার প্রধান কাজ কি?
  • বিল কত প্রকার ও কি কি ?
  • অর্থ বছর বলতে কি বোঝানো হয়?
  • বাংলাদেশের সংবিধানের সংশোধনের জন্য সংসদের কত ভাগ সংসদ সদস্যের প্রয়োজন হয়?
  • অধ্যাদেশ জারি করতে পারেন কে?
  • বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে?
  • কে জাতীয় সংসদের অধিবেশনে আহবান করেছিল বাংলাদেশের পক্ষ থেকে?
  • বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল?
  • বাংলাদেশের আইনসভার মেয়াদ কয় বছর?
  • বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি?
  • জাতীয় সংসদের নেতা কাকে বলা হয়?
  • বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
  • বাংলাদেশ আইনসভার নাম কি?
  • অর্থ বিল বলতে কী বোঝেন?
  • বাংলাদেশের প্রথম সংসদের স্পিকার কে ছিলেন?
  • বাংলাদেশের সবচেয়ে সংক্ষিপ্ত সংসদের সময় ছিল কোনটি?
  • নির্ণায়ক ভোট বলতে কি বুঝানো হয়?
  • POP এর পূর্ণরূপ লিখুন। ‌
  • ট্রেজারি বেঞ্চ বলতে কী বোঝানো হয়?
  • কার্যপ্রণালী বিধি কি?
  • বাংলাদেশের খরশা সংবিধানের গণপরিষদ কত তারিখে গৃহীত হয়েছিল?

খ বিভাগ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন

  • গন ভোট বলতে কি বোঝানো হয়?
  • জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
  • ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার ক্ষেত্রে এর লক্ষ্য গুলো তুলে ধরুন।
  • আইনসভার জেন্ডার ভারসাম্য বলতে কী বোঝায়?
  • সংসদ সচিবালয়ের গঠন লিখুন।
  • সংসদ সদস্যের ৫ টি দায়িত্ব লিখুন।
  • সংসদ সদস্যের র দায়িত্ব ও কর্তব্য তুলে ধরুন।
  • অনাস্থা প্রস্তাব বলতে কি বুঝায়?
  • অর্থবিল বলতে কী বোঝানো হয়?
  • বিল কি?
  • অর্থ আইন কাকে বলা হয়?
  • অধ্যাদেশ কাকে বলে?
  • জাতিয় সংসদের স্পিকারের মর্যাদা লিখুন।
  • সংসদীয় বিতর্ক বলতে কি বুঝানো হয়?
  • সাংবাধানিক অনুবিধি কি?
  • ন্যায়পাল বলতে কি বোঝানো হয়?
  • জাতীয় সংসদ সদস্যের দায় মুক্তি ও বিশেষ অধিকার উল্লেখ করুন।
  • আইনসভা কাকে বলা হয়?
  • সংসদের সচিবালয় গঠন প্রণালী লিখুন।
  • বাংলাদেশের জাতীয় সংসদের সচিবালয় গঠন কি?
  • সংসদের পাঁচটি দায়িত্ব লিখুন।
  • অনাস্থা প্রস্তাব বলতে কি বুঝানো হয়।
  • জাতীয় সংসদের নির্বাচন মূলক কাজ কি?
  • সরকারি হিসাব কমিটির কাজ কি?

গ বিভাগ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন

  • বাংলাদেশের জাতীয় নারী সংসদের প্রতিনিধির আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করুন। ‌
  • জেন্ডার ভারসাম্য কি এবং জেন্ডার ভারসাম্য নিশ্চিত করার উপায় সমালোচনা করুন।।
  • সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলীর বিবরণ দিন।
  • সংসদ সদস্যের নির্বাচনি দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
  • জাতীয় সংসদের তদারকি কর্মকাণ্ডে সংসদীয় কমিটির গুরুত্ব ব্যাখ্যা করুন।
  • সংসদীয় কমিটি বলতে কী বোঝানো হয়?
  • সংসদীয় কমিটির কার্যাবলী আলোচনা করুন।
  • জাতীয় সংসদের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করুন।
  • বিল কি এবং বিল পাশের পদ্ধতি সমূহ বর্ণনা করুন। ‌
  • জাতীয় সংসদের পদের জন্য যোগ্যতা এবং অযোগ্যতা তুলে ধরুন। ‌
  • সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ করুন। ‌
  • বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র বিরোধী দলের কার্যাবলী তুলে ধরুন।‌
  • জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয় ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের আইনসভার বিকাশ ও উৎপত্তির বিবরণ দিন।
  • জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা স্পিকারের ভূমিকা দেখান।
  • স্পিকারের ক্ষমতা, নির্বাচন ও কার্যাবলী আলোচনা করুন।

বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ও অন্যান্য ডিপার্টমেন্টের এবং বই পেতে আর্টিকেলের নিচের লিংক গুলো দেখুন।

অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023

অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ | Comparative Financial system suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।