অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য আজকে আমরা যে সাজেশনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ২০২৩ & Legislative Process suggestion। যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তাদের জন্য এ সাজেশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ বিষয়টি তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের তুলনায় বেশ জটিল। অনেক শিক্ষার্থীরাই এটি নিয়ে বেশ চিন্তিত থাকে পরীক্ষার পড়বে। আর আগামী ১৪ই জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ২০২৩। আর এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। তাই এখন আমাদের সাজেশনটি পড়ে আপনার প্রিপারেশনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন।
Also Read: অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ৪র্থ বর্ষ | Legislative Process suggestion
ক বিভাগ
- গন ভোট বলতে কি বোঝানো হয়?
- PPP এর পূর্ণরূপ লিখুন।
- টেকনোক্র্যাট মন্ত্রী কারা ছিল?
- ছায়া মন্ত্রিসভা বলতে কি বুঝেন?
- বাংলাদেশের জাতীয় সংসদে মোট সংসদীয় কমিটি কতগুলো?
- বাজেট বলতে কী বোঝানো হয়?
- ওয়াক আউট বলতে কি বুঝায়?
- বাংলাদেশের জাতীয় সংসদ আইনে প্রস্তাবিত পাশের জন্য সর্বনিম্ন কয়জন সদস্যের সম্মতি লাগে?
- আইনসভার প্রধান কাজ কি?
- বিল কত প্রকার ও কি কি ?
- অর্থ বছর বলতে কি বোঝানো হয়?
- বাংলাদেশের সংবিধানের সংশোধনের জন্য সংসদের কত ভাগ সংসদ সদস্যের প্রয়োজন হয়?
- অধ্যাদেশ জারি করতে পারেন কে?
- বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে?
- কে জাতীয় সংসদের অধিবেশনে আহবান করেছিল বাংলাদেশের পক্ষ থেকে?
- বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল?
- বাংলাদেশের আইনসভার মেয়াদ কয় বছর?
- বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি?
- জাতীয় সংসদের নেতা কাকে বলা হয়?
- বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
- বাংলাদেশ আইনসভার নাম কি?
- অর্থ বিল বলতে কী বোঝেন?
- বাংলাদেশের প্রথম সংসদের স্পিকার কে ছিলেন?
- বাংলাদেশের সবচেয়ে সংক্ষিপ্ত সংসদের সময় ছিল কোনটি?
- নির্ণায়ক ভোট বলতে কি বুঝানো হয়?
- POP এর পূর্ণরূপ লিখুন।
- ট্রেজারি বেঞ্চ বলতে কী বোঝানো হয়?
- কার্যপ্রণালী বিধি কি?
- বাংলাদেশের খরশা সংবিধানের গণপরিষদ কত তারিখে গৃহীত হয়েছিল?
খ বিভাগ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন
- গন ভোট বলতে কি বোঝানো হয়?
- জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
- ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার ক্ষেত্রে এর লক্ষ্য গুলো তুলে ধরুন।
- আইনসভার জেন্ডার ভারসাম্য বলতে কী বোঝায়?
- সংসদ সচিবালয়ের গঠন লিখুন।
- সংসদ সদস্যের ৫ টি দায়িত্ব লিখুন।
- সংসদ সদস্যের র দায়িত্ব ও কর্তব্য তুলে ধরুন।
- অনাস্থা প্রস্তাব বলতে কি বুঝায়?
- অর্থবিল বলতে কী বোঝানো হয়?
- বিল কি?
- অর্থ আইন কাকে বলা হয়?
- অধ্যাদেশ কাকে বলে?
- জাতিয় সংসদের স্পিকারের মর্যাদা লিখুন।
- সংসদীয় বিতর্ক বলতে কি বুঝানো হয়?
- সাংবাধানিক অনুবিধি কি?
- ন্যায়পাল বলতে কি বোঝানো হয়?
- জাতীয় সংসদ সদস্যের দায় মুক্তি ও বিশেষ অধিকার উল্লেখ করুন।
- আইনসভা কাকে বলা হয়?
- সংসদের সচিবালয় গঠন প্রণালী লিখুন।
- বাংলাদেশের জাতীয় সংসদের সচিবালয় গঠন কি?
- সংসদের পাঁচটি দায়িত্ব লিখুন।
- অনাস্থা প্রস্তাব বলতে কি বুঝানো হয়।
- জাতীয় সংসদের নির্বাচন মূলক কাজ কি?
- সরকারি হিসাব কমিটির কাজ কি?
গ বিভাগ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন
- বাংলাদেশের জাতীয় নারী সংসদের প্রতিনিধির আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করুন।
- জেন্ডার ভারসাম্য কি এবং জেন্ডার ভারসাম্য নিশ্চিত করার উপায় সমালোচনা করুন।।
- সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলীর বিবরণ দিন।
- সংসদ সদস্যের নির্বাচনি দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
- জাতীয় সংসদের তদারকি কর্মকাণ্ডে সংসদীয় কমিটির গুরুত্ব ব্যাখ্যা করুন।
- সংসদীয় কমিটি বলতে কী বোঝানো হয়?
- সংসদীয় কমিটির কার্যাবলী আলোচনা করুন।
- জাতীয় সংসদের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করুন।
- বিল কি এবং বিল পাশের পদ্ধতি সমূহ বর্ণনা করুন।
- জাতীয় সংসদের পদের জন্য যোগ্যতা এবং অযোগ্যতা তুলে ধরুন।
- সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ করুন।
- বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র বিরোধী দলের কার্যাবলী তুলে ধরুন।
- জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয় ব্যাখ্যা করুন।
- বাংলাদেশের আইনসভার বিকাশ ও উৎপত্তির বিবরণ দিন।
- জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা স্পিকারের ভূমিকা দেখান।
- স্পিকারের ক্ষমতা, নির্বাচন ও কার্যাবলী আলোচনা করুন।
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ও অন্যান্য ডিপার্টমেন্টের এবং বই পেতে আর্টিকেলের নিচের লিংক গুলো দেখুন।
অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023
অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ | Comparative Financial system suggestion