অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ | Comparative Financial system suggestion

অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ & Comparative Financial system suggestion নিয়ে আসা হয়েছে আজকের আর্টিকেলে। ‌বিশেষ করে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে ফাইনাল ইয়ারে তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনাল ইয়ারের কোন শিক্ষার্থীর যদি তার পরীক্ষার ফলাফল ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের সাজেশনটি পড়ে যেতে পারেন। ‌

সাজেশন বই হচ্ছে মূলত একটি সহায়ক বই যা শিক্ষার্থীদের মেধাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। এই সাজেশনে রয়েছে বিগত সালের প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো। ‌ যা একজন মেধাবী শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক আকারে পড়তে পারে আর একজন কম মেধাবী শিক্ষার্থী শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারবে।

গুচ্ছ সি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | Gst C unit admission result 2023

তাই সকল শিক্ষার্থীদের অনুরোধ করবো একবার হলেও পরীক্ষার পড়বে আমাদের এই সাজেশনটি পড়ে নিতে। আর আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে উক্ত বিষয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য সকল প্রফেসর দ্বারা। যা শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‌

অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ | Comparative Financial system suggestion

ক বিভাগ

  • আন্তর্জাতিক ব্যাংকিং বলতে কি বুঝেন?
  • ব্যাংকিং কি?
  • BSEC এর পূর্ণরূপ লিখুন।
  • আর্থিক কাঠামো এবং মূলধন কাঠামোর মধ্যে বেসিক পার্থক্য লিখুন। প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে মৌলিক পার্থক্য নির্ণয় করুন।
  • ফিন্যান্সিয়াল রেগুলেশন কি?
  • মুদ্রা বাজারের যেকোনো দুটি হাতিয়ার উল্লেখ করুন।
  • মাধ্যমিক বাজারের উদাহরণগুলো দিন।
  • বিশ্বায়ন বলতে কী বোঝায়?
  • বাংলাদেশে দুইটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নাম লিখুন।
  • BASEL এর পূর্ণরূপ লিখুন।
  • ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
  • আর্থিক ক্রাইসিস বলতে কি বুঝেন?
  • রাশিয়া কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
  • দুইটির নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সেবার নাম লিখুন।
  • IPO এর পূর্ণরূপ লিখুন।
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝেন?
  • মূলধন বাজার কি?
  • মুদ্রা বাজার বলতে কি বোঝেন?
  • আর্থিক কাঠামো কি?
  • মুদ্রা নীতি বলতে কি বুঝেন?
  • কাম্য মূলধন কাঠামো দ্বারা কি বুঝায়?
  • আর্থিক মধ্যস্তাকারী কি?

খ বিভাগ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩

  • দীর্ঘমেয়াদি মূলধন ব্যবস্থা বলতে কি বুঝেন?
  • নন ব্যাংকিং আর্থিক সার্ভিস বলতে কী বোঝানো হয়?
  • মুদ্রা বাজারের চারটি বৈশিষ্ট্য লিখুন বাংলাদেশের প্রেক্ষাপটে।
  • একটি যে কোন দেশের আর্থিক সংকটের চারটি কারণ উল্লেখ করুন।
  • আই এম এফ এর চারটি কার্যাবলী উল্লেখ করুন।
  • বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে মূলধন বাজারে কি ধরনের ভূমিকা পালন করে ব্যাখ্যা করুন।
  • আন্তর্জাতিক ব্যাংকিং বাজারে মূলধন কিরূপ ভূমিকা পালন করে?
  • আন্তর্জাতিক ব্যাংকিং এর কিছু বৈশিষ্ট্য লিখুন।
  • আর্থিক গ্লোবালাইজেশন ও আর্থিক উন্নয়নের মধ্যে সম্পর্ক দেখান।
  • মুদ্রা বাজারে বৈশিষ্ট্যগুলো তুলে ধরুন।
  • আধুনিক আর্থিক ব্যবস্থার কাঠামো উপস্থাপন করুন।
  • একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝানো হয়?
  • আর্থিক রিপ্রসনের চারটি কারণ লিখুন।
  • আর্থিক সিস্টেমের চারটি কার্যাবলী তুলে ধরুন।
  • ব্যাসেল ২ এর তিনটি স্তম্ভ লিখুন।
  • ব্যাংকিং এবং ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখান।
  • দক্ষিণ পূর্ব এশিয়াতে আর্থিক সংকটের চারটি কারণ উল্লেখ করুন।

গ বিভাগ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩

  • চীনের ব্যাংকিং ব্যবস্থা ব্যাখ্যা করুন। ‌
  • একটি নন ইন্টারেস্ট ব্যাংকের ইনকাম পদ্ধতি বিশ্লেষণ করুন।
  • ইসলামিক ব্যাংক বলতে কি বুঝায় তা তুলে ধরুন।
  • বাংলাদেশের মূলধন বাজারের পাঁচটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
  • রাশিয়ার পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের নাম লিখুন।
  • ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান পাঁচটি কারণ উল্লেখ করুন।
  • ব্যাংকের মোট আয় এর ৫টি উপাদান লিখুন।
  • দীর্ঘমেয়াদি মূলধন ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
  • ব্যাংকের উপর সুদহীন আয়ের যে প্রভাব রয়েছে তা ব্যাখ্যা করুন।
  • আর্থিক রিপ্রেশনের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  • ২০০৮ সালে বিশ্বব্যাপী সংগঠিত আর্থিক সংকটের ফলাফল এবং কারণ ব্যাখ্যা করুন।
  • মূলধন বাজার এবং মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লিখুন।
  • রাশিয়া ব্যাংকিং রিফরম সম্পর্কে লিখুন।
  • আধুনিক আর্থিক ব্যবস্থা কার্যাবলী ব্যাখ্যা করুন।
  • ইউরোপিয়ান ঋণ সংকটের পাঁচটি কারণ উল্লেখ করুন।
  • ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার আর্থিক সংকটের পাঁচটি কারণ লিখুন।
  • চীনের ব্যাংকিং সেক্টরের রিফর্ম সম্পর্কে ধারণা দিন।
  • অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে মিল এবং পার্থক্য লিখুন।
  • বাংলাদেশের মুদ্রা বাজার এর পাঁচটি অসুবিধা এবং অসুবিধা লিখুন। ( তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ৯০ % )
  • বাংলাদেশের আর্থিক সিস্টেমের প্রকৃতি ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ | Rural government and development in Bangladesh

অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button