৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ২০২৩ (এডমিট কার্ড ডাউনলোড)

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ২০২৩। অনুষ্ঠিত হবে মার্চের শেষের দিকে: প্রিয় বিসিএস পরীক্ষার্থী আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বিসিএস পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট । আপনারা সবাই নিশ্চয় জানেন ৪৫ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চের শেষার্ধে । ইতিমধ্যে ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ও হয়েছে।

৪৫ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা মার্চের শেষের দিকে।

সুপ্রিয় বিসিএস এর পরীক্ষার্থী আপনারা যারা ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ৪৫ তম বিসিএস এর প্রবেশপত্র ও রেডি ডাউনলোড করতে পারবেন। আমরা আশা করি আমাদের প্রানপ্রিয় বিসিএস শিক্ষার্থী বন্ধুরা অনেক প্রস্তুতি নিচ্ছেন কেননা সব গুলো চাকরির পরীক্ষা থেকে বিসিএস পরীক্ষার জন্য অনেক অনেক প্রস্তুতি নিতে হবে ।কেবল অবহেলা করে এলে মেলে করে পড়লে বিসিএস প্রস্তুতি নেয়া যায়না । অনেক পরিশ্রম করতে হবে ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য MCQ থাকবে ২০০ টি তাই অনেক বেশি পড়তে হবে এককথায় বইয়ের পোকা হতে হবে।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ন বিষয় যেমন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ২০০ নম্বর কিভাবে মানবন্টন করা হবে।

বাংলা ভাষা ও সাহিত্য মান থাকবে ৩৫।

English language and Literature

মান …৩৫

বিসিএস সাধারণ জ্ঞান ।

সাধারন জ্ঞান এর জন্য মান বন্টন করা হয়েছে ৩০+২০ ।

Also Read: ৪৫ তম বিসিএস সিলেবাস ও মানবন্টন

বাংলাদেশ বিষয়াবলী ৩০।

আন্তর্জাতিক বিষয়াবলী ২০।

বিসিএস গনিত প্রিলিমিনারি পরীক্ষা ।

গনিত বিসিএস মান : ১৫+১৫।

বিসিএস মান , সাধারণ বিজ্ঞান ।

সাধারন বিজ্ঞান মান :১৫।

বিসিএস মান কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি মান ১৫।

বিসিএস ভূগোল ,পরিবেশ,ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে।

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিসিএস মান ১০।

এছাড়াও নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পড়বেন এবং এগুলো থেকে ও প্রশ্ন থাকবে।

নৈতিকতা , মূল্যবোধ ও সুশাসন বিসিএস মান ১০।

নৈতিকতা , মূল্যবোধ ও সুশাসন এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ :

  • দুর্নীতি প্রতিরোধক সহায়ক হিসেবে কাজ করে…. সুশাসন।
  • আইনের ইংরেজি প্রতিশব্দ Law যা টিউটোনিক মূল শব্দ lag থেকে এসেছে।
  • সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো … নিয়মিত কর প্রদান করা।
  • আইনের দৃষ্টিতে সবাই সমান উক্তিটি করেন – ব্রিটিশ জুরি ও সংবিধান বিষয়ক তাত্ত্বিক অধ্যাপক ডাইসি।
  • ‘ ই গর্ভনেন্স ‘ নিশ্চত করে – ত্রিমুখী যোগাযোগ।
  • জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের দলিলে ধারা রয়েছে – ৩০ টি।
  • মৌলিক অধিকারের রক্ষক – সংবিধান।
  • বাংলাদেশে তথ্য অধিকার আইন : ২০০৯ পাশ হয় – ২০০৯ সালের ৬ এপ্রিল।
  • ‘A Manual of Ethics গ্ৰহ্নের রচয়িতা =…. জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
  • ‘Virtue is Knowledge ‘ কথাটি বলেছেন… সক্রেটিস।

শ্রদ্ধেয় ৪৫ তম বিসিএস পরীক্ষার্থীগন আপনাদের ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনাদেরকে সিলেবাস অনুযায়ী সবগুলো topics সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং আমরা সব সময় কামনা করি আপনাদের পরীক্ষা ভালো হোক এবং আপনাদের লক্ষ্য যেন পূরন হোক ।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button