ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার: সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা লেখাপড়ায় অধ্যয়নরত তাদের জন্য এই ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা যেকোন নিয়োগ পরীক্ষায় এবং সামনে যে নিবন্ধন পরীক্ষা আসছে ইনশাআল্লাহ ৯৯ % এই প্রশ্নগুলো থেকে দু একটা প্রশ্ন থাকবে ।

Table of Contents

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

  • উঃ,ইন্দো ইউরোপীয়।

কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?

  • উঃ,হাইফেন।

কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

  • উঃ সাধু ভাষা।

কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

  • উঃ,কোলন।

বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠ ব্যবহার করেন?

  • উঃ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?

  • উঃ ইশারা বা অঙ্গভঙ্গি।

চলিত ভাষার আর্দশরূপে গৃহীত ভাষাকে বলা হয়?

  • উঃ, প্রমিত ভাষা।

কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি?

  • উঃ, কিছুক্ষণ।

ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় ?

  • উঃ,বিলুপ্ত বর্ণের জন্য।

হরতাল কোন ভাষার শব্দ?

  • উঃ,গুজরাটি।

কোনটি পারিভাষিক শব্দ?

  • উঃ, মন্ত্রিপরিষদ।

উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?

  • উঃ, দুই প্রকার।

ব্যাকরণ কোন ভাষার শব্দ?

  • উঃ,সংস্কৃত।

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন কে করেন?

  • উঃ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বুনো কোন ভাষারীতির শব্দ?

  • উঃ, চলিত ভাষা রীতির শব্দ।

রেস্তোরা কোন ভাষারীতির শব্দ?

  • উ;ফরাসি ভাষারীতির শব্দ

বাংলা ভাষার মূল উৎস কোনটি ?

  • উ: প্রাকৃত ভাষা।

সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন?

  • উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

  • উ:প্রশ্নচিহ্ন।

ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত ভাষা থেকে?

  • উ: গৌড়িয় প্রাকৃত ভাষা থেকে।

বাক্যে এক পদের পর অন্য পদের সোনার ইচ্ছাকে বলে?

  • উ: আকাঙ্ক্ষা।

ভাষার মূল উপকরণ ?

  • উ: বাক্য।

বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

সাধুরীতিতে কোন‌পদটির দীর্ঘরূপ হয়না ?

  1. উ: অব্যয় পদের ।

” যতই পরিশ্রম করবে ততই ফল‌ পাবে?

  • উ: জটিল বাক্য।

‘ হরতাল ‘ কোন ধরনের শব্দ?

  • উ: গুজরাটি শব্দ।

বিরাম ,যতি,বা ছেদ চিহ্ন

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাংলা ভাষায় বিরাম ,যতি ,ছেদ চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।বাংলা ভাষার মাধুর্য বাংলা বাক্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরাম ,যতি,ছেদ চিহ্ন।

যতি চিহ্নের নাম ….. আকৃতি….. বিরাম কাল পরিমাণ।

  • কমা ….. (, ) ……..এক বলতে যে সময়ের প্রয়োজন হয়।
  • সেমিকোলন……..( ; ) …….. এক বলার দিগুন সময়।
  • দাড়ি…..(।) ……এক সেকেন্ড।
  • প্রশ্নবোধক চিহ্ন……( ?) ….এক সেকেন্ড।
  • বিরাম চিহ্ন……..( !) এক সেকেন্ড।
  • কোলন….. (:)……এক সেকেন্ড।
  • কোলন‌ড্যাশ…. (:-)…….এক সেকেন্ড।
  • ডেশ….(-)…..এক সেকেন্ড।
  • হাইফেন…….(-) …….থামার প্রয়োজন নেই।
  • উর্ধকমা…..(‘)……থামার প্রয়োজন নেই।
  • উদ্ধৃতি চিহ্ন….…(‘) ,…এক বলতে যে সময় লাগে।
  • ব্যাকেট ,বন্ধনী ,বিন্দু,ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন,দুই দাড়ি থামার প্রয়োজন নেই।

প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য

  • মোট যতি বা ছেদ চিহ্ন …..১৬ টি।
  • লেখার সময় বা বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন গুলো ব্যবহার করে থাকি তা হল ……বিরাম চিহ্ন।
  • বাক্যের সমন্বয় বুঝাতে যে চিহ্ন ব্যবহার করে থাকি তা হল…..ড্যাস।
  • বন্ধণী ব্যবহ্নত হয়…..ব্যাখায়।
  • বিরাম চিহ্নের অভাবে …..অর্থের বিপর্যয় ঘটে।
  • দুটি পদকে সমাসবদ্ধ করতে পদগুলোর মধ্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়……. হাইফেন।
  • বিরাম চিহ্নের অপর নাম …..ছেদ চিহ্ন।
  • বিরাম চিহ্ন ব্যবহৃত হয় …. বাক্যের অর্থ স্পষ্টকরনের জন্য।
  • সংযোগ চিহ্নের অপর নাম….হাইফেন।
  • দাড়ি চিহ্নের অপর নাম …..পূর্ণচ্ছেদ।
  • হ্নদায়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে ….. বিস্ময়সূচক চিহ্ন।
  • বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ….. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • দাড়ি বা রাস্তার নম্বর এর পাশে ….কমা।
  • এক কথার সাথে অন্য কথার ,এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম ….ড্যাস।
  • কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি থামতে হয়…. দাড়ি।

এই ছিল বাংলা ব্যাকরন এর গুরুত্বপূর্ণ বিষয় যা সবার জন্য শেয়ার করলাম ,যেকোন নিয়োগ পরীক্ষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।সামনে যে নিবন্ধন পরীক্ষা তাতে এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য।

কুমন শিক্ষাক্রম কি? আগামী বছর ৩০০ স্কুলে কুমন শিক্ষাক্রম চালু হবে

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button