জাতিসংঘের জন্মদিন: জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

জাতিসংঘের জন্ম: জাতিসংঘের জন্ম এই সম্পর্কে একটি পোস্ট আমি শেয়ার করলাম যাতে আমরা আপনারা যারা বিভিন্ন চাকুরীর জন্য নিয়োগ পরীক্ষা দিচ্ছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা এই জাতিসংঘের জন্ম এবং যাবতীয় তথ্য বর্ণনা অনুসারে পড়লে যেকোন প্রশ্নের সম্মুখীন হলে আমরা সেই প্রশ্নের উত্তর solve করতে পারব ।

জাতিসংঘের জন্মদিন: জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

জাতিসংঘের জন্ম এই বিষয়ে জানার আগে আমি জাতিপুঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম:

জাতিপুঞ্জ : জাতিপুঞ্জ বা’ লীগ অব নেশনস’ প্রতিষ্টিত হয় ১৯২০ সালের ১০ ই জানুয়ারি। ১৯১৯ সালের প্যারিস শান্তি প্রেরনার ফলস্বরূপ জাতিপুঞ্জের জন্ম।

  • জাতিপুঞ্জের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
  • জাতিপুঞ্জের সদর দপ্তর ছিলেন জেনেভাতে । পূর্বে ছিল লন্ডনে।
  • উড্রো উইলসন ১৪ দফা পেশ করেছিলেন যার মধ্যে ১৪ নং প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল বিশ্ব শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা।
  • জাতিপুঞ্জের তিনটি অঙ্গসংস্থা ছিল যথা,পরিষদ , কাউন্সিল এবং সচিবালয়।
  • জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ২০ এপ্রিল‌ ১৯৪৬ সালে।

জাতিসংঘের জন্ম: ১৯৩৯ সালে জাপান জার্মানি ও ইতালি এই তিন অক্ষশক্তি ইউরোপ , এশিয়া ও আফ্রিকায় আক্রমনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে ।যুদ্ধে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি বিশ্ব সংস্থা গঠনের লক্ষ্যে ১৯৪১ সাল থেকে আলোচনা শুরু করেন।

১৯৪২ সালের ১লা জানুয়ারি ওয়াশিংটনে আয়োজিত সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট প্রদত্ত’ জাতিসংঘ নামটি গৃহীত হয়। সর্বশেষ ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত সানফ্রান্সিসকোতে দুই মাসব্যাপী আলোচনার পর গৃহীত হয় ‘ জাতিসংঘ সনদ’ ।একই বছরের ২৪ অক্টোবর এ সনদে ৫১ টি রাষ্ট্রের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জন্ম হয়। অর্থাৎ এই পোস্ট টির মধ্যে দিয়ে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে পারেন এবং ঐ প্রশ্নগুলো‌ যেকোন নিয়োগ পরীক্ষায় কিন্তু আসে যেমন,

  • জাতিসংঘের জন্ম হয় রাষ্টসমূহের …… ‘জাতিসংঘ সনদ’ স্বাক্ষরের মাধ্যমে …..১৯৪৫ সালে।
  • ‘জাতিসংঘ সনদ’ এ গ্ৰহ্নিত রয়েছে…….. জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতিসমূহ।
  • ‘জাতিসংঘ সনদ’ এ ধারা ……….১১১ টি।
  • ‘জাতিসংঘ সনদ ‘এ সংশোধনী আনা হয়েছে ….৩ বার (১৯৬৩,১৯৬৫ ও ১৯৭৩ সালে)।
  • সনদ অনুযায়ী জাতিসংঘের মূল উদ্দেশ্য…….৪ টি।
  • সাধারন‌ পরিষদে জাতিসংঘের পতাকা গৃহীত হয়……১৯৪৭ সালের ২০ অক্টোবর।
  • জাতিসংঘের পতাকার নীল রঙটি …….. বিশ্বশান্তির প্রতীক।
  • জাতিসংঘ ৫১ টি রাষ্ট্র নিয়ে মাত্রা শুরু করেন…….১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
  • ১৯৪৫ সালের সানফ্রান্সিসকো সম্মেলন শেষে গৃহীত হয় …….. জাতিসংঘ সনদ।
  • সনদ অনুযায়ী জাতিসংঘের অঙ্গসংস্থা ………৬ টি।
  • জাতিসংঘের অঙ্গসংস্থা গুলো হলো……… সাধারন পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, সামাজিক পরিষদ,অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়।

বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম:

  • জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সর্বপ্রথম বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
  • রোহিঙা শরনার্থীদের পুনর্বাসনে অত্যন্ত সাফল্যের সাথে কাজ করে UNHCR.
  • বাংলাদেশের সার্বিক উন্নয়নে‌ সক্রিয়ভাবে নিয়োজিত আছে জাতিসংঘের ১১ টি সংস্থা। এগুলো হলো: World Bank,IMF,UNHCR,ILO,FAO,WHO, UNICEF,UNFPA,WEPS,UNDP, UNESCO.

সুপ্রিয় পাঠক আমার এই পোস্ট টি শেয়ার করলাম যাতে যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অতি সহজেই এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে তা সহজেই উঃ করতে পারেন। কেননা জাতিসংঘের বিষয়ে বিভিন্ন প্রশ্ন আসে।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button