বাংলাদেশের বিজয় দিবসের উক্তি (১৬ ই ডিসেম্বর বিজয় দিবস)

সাহেদা জান্নাত
বাংলাদেশের বিজয় দিবসের উক্তি

বাংলাদেশের বিজয় দিবসের উক্তি: প্রিয় পাঠক ডিসেম্বর মাস বিজয়ের মাস ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ।১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ।এই দিনে বাঙালি বিজয় অর্জন করেছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমাদের এই কাঙ্ক্ষিত সাফল্য আমাদের এ বিজয় ।

প্রতি বছর আমরা বিজয় দিবস উদযাপন ক রি এবং এই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বাঙালির এক আনন্দময় দিন আমাদের এই বিজয়।

বাংলাদেশের বিজয় দিবসের উক্তি

বিজয় দিবস উপলক্ষে কয়েকটি উক্তি আমি শেয়ার করলাম । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

আসলে এই গৌরবের বিজয় এর উক্তি বলে শেষ করা যাবে না ।এই বিজয়ের আসীম মহীমা আমাদের বাঙালি জাতির জীবনে।

  • “বিজয় সবসময় ই বিটসুইট”……. নাদিয়া স্ক্রিভা
  • “ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বুসুন্দরা”…….।
  • “বীর ছেলেদের সালাম জানাই ,জানাই আরো প্রীতি ,সারাজীবন করব স্মরণ আমরা তাদের স্মৃতি”
  • ” মায়ের ভাষা প্রাণের ভাষা রক্ত দিয়ৈ কেনা,মিষ্টি মধুর বাংলা ভাষা অতি চিরচেনা”।
  • ” বিজয় আমার সুখের পাখি,শাপলা ,গোলাপ ফুল বিজয় তুমি কাটিয়ে দ্বিধা ভাঙাও মনের ভুল”।
  • সমবেদনা আত্মাকে তার সত্যিকারের বিজয় দেয়”।
  • “যে ব্যাক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয়”।
  • ” বিজয় সবচেয়ে ধর্যশীল”।
  • ” বিজয় কেবল তাদের তৈরীর জন্য আসে এবং এটি গ্ৰহনের জন্য”।
  • “সব কটি জানালা খুলে দাও না ,আমরা আসবে….।
  • “প্রতিটি পদক্ষেপ ছিল বিজয় এবং তাকে এটা গ্ৰহন করতে হবে”।
  • ” বিজয় আমার বর্ণমালা স্রোতের যাওয়া আসা ,বিজয় আমার শিমুল পলাশ ভাইয়ের ভালোবাসা”।
  • ” বিজয় আমার পদ্মা মেঘনা ভাটিয়ালি গান”।
  • ” ভাষার জন্য রক্ত দিলো জীবন করলো দান, তাঁদের স্মৃতি ইতিহাসে থাকবে বহমান”।
  • ” সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই মাটিকে ভালোবাসে সুখি আছি বেশ”।
  • বিজয় আমার মায়ের মুখের শিখানো প্রথম বুলি বিজয় আমার বর্ণমালায় ভোলানোর রঙের তুলি”।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য

১৬ ই ডিসেম্বর ১৯৭১ এর ইতিহাস | বিজয় দিবসের ইতিহাস ২০২২

সবশেষে বলতে চাই ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস আমাদের এক জয়দিপ্ত দিন , গৌরবের দিন এই দিনের কথা কাগজে কলমে মনের মাধুরী মিশিয়ে লিখলেও শেষ হবেনা ।বিজয়ের এই দিনটি জাতীয় জীবনের এক গৌরবান্বিত ও ঐতিহাসিক দিন ।১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আবারো অসীম শ্রদ্ধা নিবেদন করি আমাদের প্রিয় মুক্তিযোদ্ধাদের ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । আমাদের এই ব্লগে বিজয় দিবস উপলক্ষে অনেক গুলো পোস্ট আছে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ।বিজয়ের আনন্দ ছড়িয়ে দিবেন সারা বিশ্বে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, বক্তব্য, স্ট্যাটাস ২০২২

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।