১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, বক্তব্য, স্ট্যাটাস ২০২২

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা: আজ আমি শেয়ার করলাম বিজয় দিবসের শুভেচ্ছা এই পোস্ট টি ।প্রথমে এটাই বলতে চাই এই বিজয় আমাদের অহংকার এই বিজয় আমাদের গৌরব এই বিজয় আমাদের স্বাধীন পথ চলার ।এই বিজয় কে আমাদের কাছে লাগাতে হবে ঐক্য ,শান্তি , সমৃদ্ধি এবং সহর্মমিতায়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা: ” লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও”

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রথমে আমি শুরু করলাম আমার প্রিয় সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

কেননা এই বিজয় কেবল আমার মায়ের ভাষা রক্ষার জন্য মায়ের আঁচলে যে কত ভালোবাসা তা ভাষায় প্রকাশ করা যাবেনা।

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি”

১৯৭১ সালে পাক হানাদারদের চুরমার করে দীর্ঘ নয় মাসের যে,লড়াইয়ের অবসান হয়েছিল সে লড়াই কোন সাধারণ লড়াই নয় ।

  • বাংলার বুকে বয়েছিল যে রক্তের বন্যা সে রক্তক্ষয়ী বন্যা কোন সাধারণ বন্যা নয় ,কতপ্রান নিয়েছিল সেই রক্তক্ষয়ী বন্যায় অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ।এই বিজয় এই কাক্ষিত দিনের জানাই শুভেচ্ছা।
  • ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস । এ দিবসটি জাতীয় জীবনে শুভক্ষন হয়ে আছে ।এ দিবসটির চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের দেশ গড়ার শপথ নিতে হবে –

” আমার কষ্টে তুমি ধ্বনি – অক্ষরে সুধাবর্ণমালা

তোমারি ইং বুলিতে স্বর্গ – আখরে থাকতে শিখেছি মা!

চির স্বদেশ আমার মা – মার্তভুমি প্রিয় বাংলাদেশ _

মাগো তোমার কোলে জীবন মতন স্বপ্ন অনিঃশেষ।

16 December bangladesh victory day:

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা: বিজয় দিবসের শুভেচ্ছাক্ষনে স্মরন করছি আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে , আমাদের এই বিজয়ের অন্যতম শ্রদ্ধাভাজন বাংলার মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাই বাংলার মুক্তিযুদ্ধা তথা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল ছেলেদের আরো জানাই শুভেচ্ছা বীরাঙ্গনা নারীদের।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা:

বিজয় দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলার মানুষের আত্মত্যাগ এর বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিজয় এই বিজয় ভুলার নয় যতক্ষন দেহে আছে প্রাণ ততক্ষন থাকবে বিজয় তোমার মান।

  • লক্ষ শহীদের প্রানের বিনিময়ে পেয়েছি যে বিজয় নিশান তার মান রাখতে প্রয়োজনে দিব আবার ও লাখো প্রান।
  • আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
  • ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে লুকিয়ে আছে সকল দেশের সেরা আমার এই প্রিয় বাংলাদেশ।
  • বাঙালি ভুলবেন না তাদের কথা নাম না জানা কত মা বোনদের ব্যাথা।যাদের সম্ভ্রম এর ত্যাগে আমাদের এই বিজয় । শুভেচ্ছা ও মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয়ের নিশান।
  • বিজয় আমাকে পথ চিনিয়েছে দিয়েছে কত আশা বিজয় আমাকে দিয়েছে স্বাধীনতা দিয়েছে কত ভালোবাসা বিজয় দিবসের শুভেচ্ছা।
  • লাল‌ সবুজের এই বিজয় নিশান উড়ছে উড়বে উড়েছিল যতক্ষন থাকবে এই পৃথিবীর‌ প্রান‌ ততক্ষন বিজয় তোমার রাখব সম্মান।
  • প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই বিজয় আমার গৌরব আমার প্রিয় বাংলাদেশের।
  • শুধু ইতিহাসের পাতায় নয় এই বিজয় থাকবে বাঙালির মনে আজীবন গাঁথা।বিজয়ের শুভেচ্ছা।
  • কোমল‌ তোমার হৃদয় ,কোমল তোমার প্রান ,পূর্ণ হোক তোমার জীবন ,রঙীন হোক এই ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের দিন।
  • এই পদ্মা ,এই মেঘনা এই যমুনা যতদিন বহমান লিখবো তোমার কথা ,গাইবো তোমার গান ততদিন হে বিজয় তুমিই একমাত্র ১৬ ই ডিসেম্বর ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস সবাইকে আবারও অগ্ৰীম শুভেচ্ছা জানাই আবারো বলতে চাই এই বিজয় দিবস এর মান রক্ষার্থে দিব মোদের প্রান ।সব ঐক্য মত্য ভেদাভেদ দূর করতে হবে এই বিজয়ের মান অক্ষুন্ন রাখতে ।গড়তে হবে সোনার বাংলা যেখানে থাকবেনা কোন অনাহারি কোন অনাদর থাকবেনা কোন বিশৃঙ্খলা থাকবে শুধু সুখ আর শান্তি । পরিশেষে বলি ” স্বাধীনতার স্থপতি স্বাধীন বাংলাদেশের অগ্ৰদূত বিজয়ের একমাত্র ত্যাগী ব্যক্তি,””

যতদিন থাকবে পদ্মা , মেঘনা যমুনা গৌরি বহমান ততদিন থাকবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান “

বিজয় দিবসের আবারো অনেক অনেক শুভেচ্ছা।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button