অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ | Public finance suggestion 2023

প্রতিবারের মতো আমরা এবার নিয়ে এসেছি অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ ( Public finance suggestion 2023 ) নিয়ে। এই সাজেশনটি শুধুমাত্র যারা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বোর্ডের আওতাধীন অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছে তাদের জন্য। এই বিষয়ের বিষয়ক হচ্ছে ২৩২২১১।

প্রত্যেক শিক্ষার্থীর ইচ্ছে থাকে তার পরীক্ষার ফলাফল যেন তুলনামূলকভাবে আরও ভালো হয়। ‌এজন্য শিক্ষার্থীরা কঠোর ভাবে নিজেকে প্রিপারেশন করে তোলে। তাদের পাঠ্যপুস্তক বইয়ের পাশাপাশি সাজেশন করলে এই ফলাফল আরো ভালো হতে পারে। একটি সাজেশন বই মূলত একটি শিক্ষার্থীর সহায়ক হিসেবে কাজ করে থাকে। ‌

অর্থাৎ তার মূল বই পড়া শেষে সে যদি সাজেশনটি অনুসরণ করে তাহলে পরীক্ষার প্রশ্নের ব্যাপারে অনেকটা বুঝতে সুবিধা হয়। আর আমাদের এই সাজেশন থেকে প্রতিবছর প্রশ্ন গুলো কমন পড়ে থাকে। ‌সুতরাং যাদের পরীক্ষায় ভালো ফলাফল করার ইচ্ছে রয়েছে তারা অবশ্যই একবার হলে আমাদের সাজেশনটি পড়ে নিবেন।

অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ | Public finance suggestion 2023

ক বিভাগ

  • সরকারি ঋণ বলতে কি বুঝেন?
  • মূল্য অনুপাতিক কর কাকে বলে?
  • ETIN এর পূর্ণরূপ লিখুন।
  • স্বেচ্ছাকৃত ঋণ কাকে বলে?
  • বাধ্যতামূলক ঋণ কি?
  • আয়কর বলতে কি বুঝেন?
  • একক কর কি?
  • করেন অতিরিক্ত ভার বলতে কি বুঝেন?
  • করের প্রান্তিক হার কি?
  • অধো গতিশীল কর কি?
  • বিক্রয় কর কি?
  • বাণিজ্য শুল্ক বলতে কি বুঝেন?
  • করের প্রকৃত ভার বলতে কি বুঝেন?
  • কর বহন ক্ষমতা কাকে বলে?
  • সম্পদ কর কি?
  • অনুদান কত প্রকার তা লিখুন?
  • ব্যয় কর কি?
  • দান বলতে কি বুঝেন?
  • ই-স্বাস্থ্য কর্মসূচি বলতে কি বুঝেন?
  • কোন কর অপসারন করা যায় কি?
  • রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি?
  • মূল্য সংযোজন কর পরোক্ষ কর কি?
  • প্রথম কোন অর্থমন্ত্রী মূসক প্রয়োগ করেন ?
  • করের নীতি মালা বলতে কি বুঝেন?
  • ঘাটতি অর্থ সংস্থান কাকে বলা হয়?
  • মিশ্র দ্রব্য বলতে কি বুঝেন?
  • কর্পোরেট আয়কর বলতে কি বুঝেন?
  • ফ্রি রাইডার সমস্যা বলতে কি বুঝেন?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩

  • পরের আনুভূমিক সমতা ও উল্লদ্বমুখী সমতার পার্থক্য লিখুন।
  • কর প্রদান ক্ষমতা বলতে কি বুঝায়?
  • উপকার তত্ত্ব কি এবং সামাজিক সমতা ও ন্যায় বিচারের পরিপন্থি লিখুন।
  • করের কারণগুলো লিখুন।
  • সরকারি ব্যয়ের যৌক্তিকতা কি?
  • করেন উলম্ব মুখী সমতা কাকে বলা হয়?
  • করের ন্যায়পরায়ণতা কি?
  • করের উপকার তত্ত্বের প্রয়োগশীলতা ব্যাখ্যা করুন।
  • করা আদায়ের অনুভূমিক সমতা লিখুন।
  • সরকারি অর্থ ব্যবস্থার সংজ্ঞা দিন।
  • বেসরকারি ও সরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য লিখুন।
  • গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্যের মধ্যে পার্থক্য লিখুন।
  • বাংলাদেশ সরকারের ধরন গুলো লিখুন।
  • বাজার ব্যর্থতা কি?
  • অনুউৎপাদশ শীল ও উৎপাদনশীল সরকারি ব্যাংকের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • বাংলাদেশ সরকারের ধরন গুলো লিখুন।
  • কোন কোন খাতে বাংলাদেশ সরকারের ব্যয় বাড়ানো দরকার?
  • মিশ্র অর্থনীতি ব্যবস্থা সরকারি অর্থ ব্যবস্থাপনার ভূমিকা লিখুন।
  • ফ্রি রাইডার সমস্যা বলতে কি বুঝেন?
  • অবিশুদ্ধ ও বিশুদ্ধ গণ দ্রব্যের মধ্যে পার্থক্য লিখুন।
  • গণ দ্রব্যের বৈশিষ্ট্য লিখুন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩

  • একচেটিয়া বাজারে একক কর এবং মূল্য আনুপাতিক করের পার্থক্য দেখান।
  • করের মুক্ত ভার ক্ষতি কি এবং পরোক্ষ কর মৃত সৃষ্টি করে তা দেখান।
  • প্রগতিশীল করের বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • বাংলাদেশ অর্থনীতিতে করের উপকার তত্ত্বের প্রয়োগ যোগ্যতা ব্যাখ্যা করুন।
  • কর প্রদানের সামর্থ্য নীতি আলোচনা করুন।
  • সামর্থ্য নীতি এবং উপকার তত্ত্বের তুলনা করুন।
  • কর ভার বন্টন স্বেচ্ছা বিনিময় তত্ত্বটি আলোচনা করুন।
  • সরকারি ব্যায়ের প্রধান খাত সমূহ উল্লেখ করুন।
  • সাম্প্রতিক সরকারি ব্যয়ের বৃদ্ধির কারণসমূহ লিখুন।
  • উন্নত এবং উন্নয়নশীল দেশের সরকারের ধরনের পার্থক্য তুলনা করুন।
  • সরকারি ব্যয় কিভাবে আয় বৃদ্ধি করে তা লিখুন।
  • সরকারি অর্থ ব্যবস্থাপনা বলতে কি বোঝেন এবং সরকারি অর্থ ব্যবস্থার লক্ষ্য, উদ্দেশ্য লিখুন
  • বাংলাদেশের উন্নয়ন অর্থায়নের উৎস গুলো আলোচনা করুন।
  • বাজার প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ব্যক্তিগত দ্রব্য বন্টন করা হয়?
  • সরকারি হস্তক্ষেপ কিভাবে সমাজ কল্যাণ বৃদ্ধি করে থাকে? ( অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ 90%)
  • সরকারি অর্থ ব্যবস্থাপনা কি? সরকারি অর্থ ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা করুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button