অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Political Sociology Suggestion

অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ ( Honors 3rd Year Political Sociology Suggestion) এসেছি অনার্স ৩য় বর্ষ শিক্ষার্থীদের জন্য। এ আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী তার মূল পাঠ্য বইয়ের সাজেশন পাচ্ছেন। ‌এ বইটি পড়লে উক্ত শিক্ষার্থী তুলনামূলক ভাবে ভালো ফলাফল পেতে পারেন।

আপনি হয়তো অনলাইনে বিভিন্ন ধরনের সাজেশন পেয়ে থাকবেন। তবে অনলাইনেও সাজেশনের তুলনায় আমাদের সাজেশন থেকে প্রতিবছর ভালো পরিমান প্রশ্ন কমন পড়ে থাকে। আমাদের এই সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কমন প্রশ্নগুলো। যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরীক্ষার প্রিপারেশনকে আরো একধাপ এগিয়ে নিতে পারেন।

আপনি যদি রাজনৈতিক সমাজবিজ্ঞান পরীক্ষাতে ভালোও ফলাফল পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এ বইটি পড়ে নিন। আর আমাদের এই সাজেশন পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। ‌ সুতরাং পরীক্ষার পূর্বে একবার হলেও এটি ফলো করতে পারেন। ‌

অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honors 3rd Year Political Sociology Suggestion 2023

ক বিভাগ

  • জন লোকের একটি গ্রন্থের নাম লিখুন।
  • ফ্লয়েড হাল্টার কি?
  • সামাজিক মূল্যবোধ কি?
  • বাংলাদেশে কোন সমাজের অন্তর্ভুক্ত?
  • আদিবাসী সমাজ বলতে কি বুঝেন?
  • democracy গ্রন্থের লেখক কে ছিলেন?
  • সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি?
  • আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি কার?
  • Colore শব্দের অর্থ কি?
  • সামাজিকীরণ কোন ধরনের প্রক্রিয়া?
  • ডেবিউ ইস্টনের বিখ্যাত গ্রন্থের নাম লিখুন।
  • গণতন্ত্র রাজনৈতিক দলের সাফল্য এর তিনটি শর্ত লিখুন।
  • রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান?
  • কাল মার্কস কে ছিলেন?
  • Polis শব্দের অর্থ কি?
  • Lasswell এর মতে অভিজাত কারা ছিল?
  • রাজনৈতিক সমাজতন্ত্রের জনক কে ছিলেন?
  • political order in changing societies গ্রন্থটি‌ কে রচনা করেছেন?
  • G.A Almond সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছিলেন?
  • সমাজের সবচেয়ে কোন সংগঠনটি শক্তিশালী?
  • এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
  • প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দিন?
  • Society শব্দের উৎস কোথা থেকে?
  • ক্ষমতার ভিত্তিতে এলিটকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • এলিট কাদেরকে বলা হয়?
  • Political parties গ্রন্থ কে রচনা করেছেন?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩

  • সংস্কৃতির উপাদান সমূহ লিখুন।
  • রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দল এর সম্পর্ক লিখুন।
  • সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করুন।
  • প্রাতিষ্ঠানিক গোষ্ঠী কাকে বলা হয়?
  • গণমাধ্যম বলতে কি বুঝেন?
  • উদ্বৃত্ত মূল্য কি?
  • সংস্কৃতির উপাদানসমূহ লিখুন।
  • গণমাধ্যম কি?
  • রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝেন?
  • রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ধারণা লিখুন।
  • আসাবিয়া কি?
  • গোষ্ঠী তন্ত্রের লৌহবিধি কি?
  • কল্যাণ রাষ্ট্র কাকে বলা হয়?
  • এলিট এর প্রকারভেদ লিখুন?
  • কল্যাণ রাষ্ট্র কাকে বলা হয়?
  • এলিট বলতে কি বুঝেন?
  • সনাতন সমাজের বৈশিষ্ট্য শুনো লিখুন।
  • সমাজের মূল উদ্দেশ্য গুলো লিখুন।
  • সমাজের বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  • কৃষি সমাজের বৈশিষ্ট্য তুলে ধরুন।
  • আচরণবাদ বলতে কি বুঝেন।
  • রাজনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলা হয়?
  • সমাজের মূল উদ্দেশ্যগুলো তুলে ধরুন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩

  • বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করুন।
  • অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ – উক্তিটি ব্যাখ্যা করুন।
  • ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • রাজনীতি বিশ্লেষণ গুষ্টি তত্ত্বের গুরুত্ব আলোচনা করুন।
  • আমলাতন্ত্র কি এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা লিখুন।
  • সামাজিক স্তর বিন্যাস কি এবং সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
  • বাংলাদেশের রাজনীতি সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশ গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস এর ধরন সমূহ আলোচনা করুন।
  • রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কস এর ধারণা আলোচনা করুন।
  • রাজনৈতিক সামাজিকীকরণের উপাদানসমূহ বর্ণনা করুন।
  • এলিট কি এবং এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা করুন।
  • এলিটের সংজ্ঞা দিন এবং উন্নয়নশীল দেশগুলোতে এলিটের ভূমিকা দেখান।
  • উত্তর আধুনিক সমাজ কি এবং উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • রাজনৈতিক সমাজবিজ্ঞান ক্রমবিকাশ ও উদ্ভব বর্ণনা করুন।
  • রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করুন? (অনার্স ৩য় বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন 99% )
  • পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা করুন।

Read more

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button