অনার্স ৩য় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ | Cost Accounting suggestion

অনার্স ৩য় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ ( Cost Accounting suggestion ) নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হচ্ছে। আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ে একটি শর্ট সিলেবাস এবং সাজেশন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। যা একজন শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবজেক্টের বিষয় কোড হচ্ছে ‌২৩২৫০৫.

আগামী বেশ কিছুদিন পর অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত বর্ষ পরীক্ষা। এই পরীক্ষার তালিকায় একটি বই রয়েছে সেটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান। যারা ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করে তাদের জন্য এই বইটি হচ্ছে আবশ্যিক বিষয়। বিষয়টি সহজ মনে হলেও বেশ কিছু মানুষের কাছে জটিল। শিক্ষার্থীর যতই মেধাবী হোক না কেন অনেকেই পাঠ্যপুস্তক বইয়ের পাশাপাশি অবশ্যই সাজেশন গুলো দেখে থাকে।

অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ | Science and Extension Suggestion

কারণ সাজেশন পড়লে অন্যদের তুলনায় ফলাফলের দিক থেকে অনেকটা এগিয়ে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন অধ্যায় থেকে কমন প্রশ্নগুলো এবং বিগত সালের প্রশ্ন। যা পরীক্ষায় কমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি। সাজেশনটি তৈরি করা হয়েছে দেশের স্বনামধন্য সকল প্রফেসরদের দ্বারা যারা এ বিষয়ে পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়া আমাদের এই সাজেশন থেকে প্রতিবছর প্রায় অনেক প্রশ্নগুলো প্রমাণ করে থাকে। ভাই দেরি না করে এখনই আমাদের এই সাজেশনটি পড়ে নিন।

অনার্স ৩য় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ | Company Law Suggestion

ক বিভাগ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন

  • ত্রুটিপূর্ণ দ্রব্য কাকে বলে?
  • অপচয় কি?
  • ঠিক কার্য ব্যয় কাকে বলা হয়?
  • ব্যায় যোগ ঠিকা কাকে বলে?
  • সহায়ক বিভাগ কাকে বলা হয়।
  • প্রতিকূল প্রভেদ বলতে কি বুঝেন?
  • পরোক্ষ ব্যায়ের ঊনবলতে কি বুঝেন?
  • উপরি ব্যায় এর পূর্ণনির্ধারিত হার কাকে বলে?
  • প্রতিকূল প্রভেদ বলতে কি বুঝেন?
  • আধা পরিবর্তনশীল উপরে ব্যয় কাকে বলা হয়?
  • মুনাফা কেন্দ্র বলতে কি বুঝেন?
  • উপরি খরচ কি?
  • জব কার্ড কাকে বলা হয়?
  • ফরমায়েশ ব্যয় কি?
  • মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কি?
  • পরিচালনা ব্যায় কাকে বলা হয়?
  • আধা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?
  • ডুবন্তব্যয় কাকে বলা হয়?
  • প্রাসঙ্গিক ব্যয় বলতে কি বুঝেন?
  • আরোপিত ব্যয় কাকে বলে?
  • পণ্য ব্যয় কাকে বলে?
  • একক ব্যয় কাকে বলে?
  • মুখ্য ব্যয় বলতে কি বুঝেন?
  • ব্যয় এবং খরচের মধ্যে মূল পার্থক্য দেখান।
  • মুখ্য ব্যায়ের উপাদান গুলো লিখুন।

খ বিভাগ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন

  • জব ব্যয় এবং প্রক্রিয়া ব্যয়ের মধ্যে পার্থক্য লিখুন।
  • জব ব্যায়ের এবং ব্যচ ব্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • দীর্ঘকালীন সকল ব্যয় পরিবর্তনশীল। কথাটি ব্যাখ্যা করুন।
  • উৎসাহ প্রদ মজুরি কি?
  • মিত ব্যায়ী ফরমায়েশের পরিমাণ লিখুন।
  • বিন কার্ড ও মাল খতিয়ানের পার্থক্য নির্ণয় করুন।
  • পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য দেখান।
  • খরচ এবং ব্যয়ের মধ্যে পার্থক্য লিখুন।
  • উৎপাদন হিসাব চক্রের ধারাগুলো লিখুন।
  • উৎপাদন ব্যয় চক্রের বিভিন্ন ধাপ আলোচনা করুন।
  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখুন।
  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য গুলো তুলে ধরুন।

অনার্স ৩য় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ কেন শিক্ষার্থীরা? এই বইটি পড়বেন কারণ এখানে রয়েছে উক্ত বিষয়ের সকল ধরনের প্রশ্নগুলো। শিক্ষার্থী যদি পাঠ্যপুস্তক বই সম্পন্ন ভাবে শেষ করতে চায় তাহলে তাদের অনেক সময় লাগিয়ে যাবে। তারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে ফেলছে অথবা যেগুলো পরীক্ষা আসে না এমন প্রশ্নগুলো তারা পড়ে নিচ্ছে। প্রত্যেক প্রশ্ন করা শিক্ষার্থীর আবশ্যিক বিষয়।

পরীক্ষার পূর্বে সবসময় সকল প্রশ্নগুলো পারা সম্ভব হয় না। এ সময় হয় অতি সংক্ষিপ্ত এবং সকল রিভিশন দেওয়ার প্রয়োজন হয়। তাই একজন শিক্ষার্থীর যদি সাজেশন পড়ে তাহলে তার এই রিভিশন দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। পুরো বই থেকে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়। একজন শিক্ষার্থীর জন্য খুবই দরকার পরীক্ষার পূর্ব মুহূর্তে হয়।

আমাদের ওয়েবসাইটে অনার্স ৩য় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ ( Cost Accounting suggestion) ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের বইগুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকল ধরনের বই পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Honours‌ 4th year Continental Literature suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button