অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌ | Audit And Assurance Suggestion

অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌ & Audit And Assurance Suggestion এসেছি অনার্স ৩য় বর্ষ শিক্ষার্থীদের জন্য। এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী আশানারুপ ভালো ফলাফল পেতে পারেন। তাই যে সকল শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা এখনই সাজেশনটি পড়ে নিন। ‌

মূলত সাজেশন হচ্ছে একটি সহায়ক বই। ‌যার মাধ্যমে একজন মেধাবির শিক্ষার্থী তার মেধাকে যাচাই করার সুযোগ পায়।‌ আর অন্যদিকে দুর্বল শিক্ষার্থীরা এটি শর্ট সিলেবাস হিসেবে ব্যবহার করে ভালো পরিমাণ মার্ক পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। অর্থাৎ সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য সাজেশন একটি গুরুত্বপূর্ণ বই।

সুতরাং পরীক্ষার পূর্বে একবার হলেও এই সাজেশনটি পড়ে নেবেন। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে এই সাজেশনটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্য। চাইলে আমাদের এই সাজেশনটি আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন।

অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌ | Audit And Assurance Suggestion

ক বিভাগ

  • নিরীক্ষা কর্মসূচি কি?
  • নিরীক্ষা প্রণালী বলতে কি বুঝায়?
  • অভ্যন্তরীন নিরীক্ষা কি?
  • নিরীক্ষা প্রক্রিয়া কি?
  • অভ্যন্তরীন নিয়ন্ত্রণ কি?
  • সম্পত্তির অস্তিত্ব যাচাই বলতে কি বুঝেন?
  • অডিট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • বিধি বদ্ধ নিরীক্ষা বলতে কি বুঝেন?
  • অন্তবর্তী কালীন নিরীক্ষা কি?
  • অডিট শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে?
  • Gass এর পূর্ণরূপ লিখুন?
  • BSA পূর্ণরূপ লিখুন।
  • LASAB পূর্ণরূপ লিখুন।
  • পেশাগত নৈতিকতা কি?
  • সত্যায়ন বলতে কি বুঝেন?
  • AICPA এর পূর্ণরূপ লিখুন।
  • নিরীক্ষা মান কি?
  • IFRS এর পূর্ণরূপ লিখুন।
  • শর্ত হীন নিরীক্ষা প্রতিবেদন কি?
  • সম্ভাব্য দায় কাকে বলা হয়?
  • পরিপূরক ভুল কি?
  • ভুল বলতে কি বুঝেন?
  • টিমিং এবং ল্যাডিং কি?
  • প্রামাণ্য দলিল কাকে বলা হয়?
  • ভাচিং কি?
  • সম্পত্তির অস্তিত্ব যাচাই বলতে কি বুঝেন?

খ‌ বিভাগ অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌

  • সম্ভাব্য দায়ের সংজ্ঞা দিন।
  • আর্থিক বিবরণীতে সম্ভাব্যতার প্রভাব লিখুন।
  • অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য লিখুন।
  • একটি উত্তম নিরীক্ষা পরিকল্পনা উপাদান সমূহ কি কি?
  • নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ পদ্ধতি আলোচনা করুন।
  • বিভিন্ন প্রকার ভুলের শ্রেণী বিভাগ আলোচনা করুন।
  • হিসাবের কারচুপি ও আত্মসাতের মধ্যে পার্থক্য লিখুন।
  • ভুলের সংজ্ঞা প্রদান করুন।
  • লেনদেনের সত্যতা যাচাই করনে নিরীক্ষার সারবস্তু ব্যাখ্যা করুন।
  • নিরীক্ষা প্রতিবেদন এর প্রকার বর্ণনা করুন।
  • নিরীক্ষকের ফৌজদারি সম্পর্কে লিখুন।
  • নিরক্ষক কোন শর্তসাপেক্ষে প্রতিবেদন তৈরি করেন।
  • BSCE এর প্রধান কাজ বর্ণনা করুন।
  • আন্তর্জাতিক নিরীক্ষাণ বলতে কি বুঝেন। ‌
  • নিরীক্ষার সংজ্ঞা দিন।
  • নিরীক্ষক বীমা কারী নন ব্যাখ্যা করেন।
  • নিরীক্ষক হিসাব রক্ষক নন ব্যাখ্যা করুন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌

  • নিরীক্ষা নোট এবং নিরীক্ষা কর্মসূচির মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • লেনদেনের সত্যতা যাচাই করনে সারবস্তু ব্যাখ্যা করুন।
  • অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার সুবিধা বর্ণনা করুন।
  • নিরীক্ষা কার্যপত্রের উদ্দেশ্য গুলো আলোচনা করুন।
  • অভ্যন্তরীণ নিবারণ বলতে কি বুঝেন তা ব্যাখ্যা করুন।
  • অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কি বুঝেন এবং অভ্যন্তরী নিরীক্ষার উদ্দেশ্য বর্ণনা করুন।
  • কোম্পানির নিরক্ষকের নিয়োগ প্রক্রিয়া লিখুন।
  • কোম্পানি নিরপকের নিয়োগ কিভাবে হয় তা ব্যাখ্যা করুন।
  • নিরক্ষকের কার্যপত্রের উদ্দেশ্য গুলি আলোচনা করুন।
  • নিরক্ষকের সামাজিক উদ্দেশ্য বর্ণনা করুন।
  • কোম্পানি নিরীক্ষকের অধিকার বর্ণনা করুন।
  • নিরীক্ষা পেশায় বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা আলোচনা করুন।
  • হিসাববিজ্ঞানের কাজ যেখানে শেষ নিরক্ষার কাজ সেখানে শুরু তা ব্যাখ্যা করুন।
  • নিরীক্ষার প্রতিবেদন বিষয়বস্ত বর্ণনা করুন।
  • নিরক্ষকের ফৌজদারি দায় এবং দেওয়ানি দায় এর পার্থক্য বর্ণনা করুন।
  • জুয়াচরি ও ভুল এর জন্য বিভাগসমূহ আলোচনা করুন ‌। ( অনার্স ৩য় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৩‌ 95%)

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button