অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন ২০২৩ | Nondontottyo suggestion 2023

৪র্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন ২০২৩ ( Nondontottyo suggestion 2023 )। এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশনে রয়েছে উক্ত বিষয়ের সকল কমন প্রশ্নগুলো।

বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩ | Bangladesh National Culture and Heritage

এ প্রশ্নগুলো সম্পূর্ণভাবে পড়লে পরীক্ষায় ভালো পরিমাণ মার্ক শিক্ষার্থীরা কমন পাবে। প্রতিবছর আমাদের সাজেশন থেকে প্রায় ষাট শতাংশ প্রশ্নগুলো কমেন্ট পড়ে।। যে সকল শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল করতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাজেশন নিন।

অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন ২০২৩ | Nondontottyo suggestion 2023

ক বিভাগ

  • স্বামী বিবেকানন্দের দৃষ্টি শিল্প কি?
  • স্বামী বিবেকানন্দের দৃষ্টি শিল্প সম্পর্ক লিখুন।
  • স্বামী বিবেকানন্দ এর প্রকৃত নাম কি ছিল?
  • অবনীন্দ্রনাথ কে ছিলেন?
  • অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম লিখুন।
  • অবনীন্দ্রনাথ ঠাকুরের ২৯ টি বক্তৃতা কোন গ্রন্থে রয়েছে?
  • বাংলা ভাষার কে প্রথম নন্দন তত্ত্বের ব্যবহার করেন?
  • অলংকার শাস্ত্র এবং সৌন্দর্য দর্শন গ্রন্থটি রচনা কে করেন?
  • বাংলা ভাষার নন্দনতত্ত্বের প্রথম ব্যবহার করেন কে?
  • Art for life sake এর অর্থ কি?
  • শিল্প কথাটির অর্থ লিখুন।
  • সুন্দর বস্তুগত নয় আত্মাগত?
  • শিল্প কাকে বলা হয়?
  • নন্দন তত্ত্বটি কোন ধরনের বিজ্ঞান?
  • Aesthetic judgement শব্দের অর্থ কি?
  • ইংরেজি Aesthetic শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  • প্রাচীন যুগের দুইজন নন্দন তাত্ত্বিকের নাম লিখুন।
  • নন্দন তত্ত্ব দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়?
  • সৌন্দর্যের শ্রেণীবিভাগ গুলো লিখুন।
  • Imitation of imitation কথাটি কে বলেছেন?
  • কাকে শিল্পা চার্য বলা হয়ে থাকে।
  • তিনটি চারু শিল্পের নাম লিখুন।
  • গ্রিক শিল্পের কয়টি ধারা এবং কি কি?
  • শিল্পীও উদ্দেশ্য বলতে কি বুঝেন?
  • শিল্প কি?
  • শিল্প কথার অর্থ লিখুন।

খ বিভাগ

খ বিভাগের প্রশ্নগুলোর সাধারণত জটিল হয়ে থাকে। এগুলো প্রশ্ন অতি সংক্ষিপ্ত দেওয়া যায় না আবার বিস্তারিতভাবেও দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ এটি দিতে হয় অনুধাবনমূলকভাবে। ‌সঠিক উত্তরটি দিতে হবে এবং এর সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে হবে। অনেকেই এ প্রশ্ন নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকে। ‌ তাই খ বিভাগের প্রশ্নগুলো কমেন্ট পেতে অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন ২০২৩ পড়ে নিন এখনই।

  • অবীন্দ্রনাথের দৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করুন।
  • মার্কসীয় নন্দন তত্ত্বের প্রেক্ষাপটের রূপরেখা দেখান।
  • শিল্পের মনস্তাত্ত্বিক মূল্যায়ন ব্যাখ্যা করুন।
  • শিল্পের বাস্তবতা ভূমিকা মূল্যায়ন করুন।
  • বাস্তবতা ও সংক্ষেপ শিল্পের আলোচনা করুন।
  • শিল্পকলা ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।
  • কান্ট কিভাবে শিল্পের শ্রেণী বিভাগ করেন?
  • শিল্পের জন্য শিল্প এই তত্ত্ব ব্যাখ্যা করুন।
  • শিল্পের সুন্দরের ধারণা ব্যাখ্যা করুন। ‌
  • শিল্প বাস্তবতার ভূমিকা কি?
  • নন্দন তত্ত্বের সাথে নীতির দর্শনের সম্পর্ক কি?
  • নন্দন তত্ত্বের দুটি প্রধান সমস্যা আলোচনা করুন।
  • নন্দনতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন ২০২৩ | Social work Field Work Education suggestion 2023

গ বিভাগ অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন

  • সত্য, সুন্দর এবং মালের ধারণার অনুসারে স্বামী বিবেকানন্দ এর নান্দনিক অদ্বৈতবাদ ব্যাখ্যা করুন।
  • শিল্প সমাজ বিচ্ছিন্ন কিছু নয়। ‌অবনীন্দ্রনাথের শিল্পকর্ম সত্যতা মতবাদ পর্যালোচনা করেন।
  • অবনীন্দ্রনাথের শিল্পচিন্তার সত্য, শুভ এবং সুন্দরের ব্যাখা কি সন্তোষজনক?
  • রবীন্দ্রনাথের দর্শনে সৌন্দর্য, শিল্প এবং সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করুন।
  • ব্রজেন্দ্রনাথ শীল কিভাবে শিল্পকলার শ্রেণীবিন্যাস সম্পর্কে মতামত দিয়েছেন তা সমালোচনা করুন।
  • মার্কস বাদীরা কিভাবে শিল্পের জন্য শিল্প তত্ত্বটি খন্ডন করেন।
  • মার্কসীয় শিল্প তত্ত্বের রূপরেখা দেখান।
  • শিল্প বিচার কি? ভাস্কর্য এবং স্থাপত্যের প্রকৃতি ব্যাখ্যা করূন।
  • শিল্পকলার সাংস্কৃতিক এবং সামাজিক মূল্য ব্যাখ্যা করুন।
  • শিল্পের মনস্তাত্ত্বিক এবং সামাজিক মূল্যায়ন আলোচনা করুন।
  • শিল্পকলার সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে পার্থক্য লিখুন।
  • নন্দন তথ্যের পেরিপ্রেক্ষিতে অনুকৃতি বাদের মূল্যায়ন ব্যাখ্যা করুন।
  • শিল্পের আকারগত তত্ত্বটি বলতে কি বুঝেন?
  • নন্দন তত্ত্ব বলতে কি বোঝেন এবং নন্দন তত্ত্বের বিষয়বস্তু আলোচনা করুন।

অনার্স ফাইনাল ইয়ার নন্দনতত্ত্ব সাজেশন ২০২৩ আরো অন্যান্য বর্ষ এবং ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সাজেশন ক্যাটাগরি দেখুন। ‌আর আমাদের ওয়েবসাইটে সর্বশেষ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি ফলাফল এবং সর্বশেষ শিক্ষা খবরগুলো আপডেট দেওয়া হয়ে থাকে‌।

ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩ | Development of Philosophy and Sects in Islam

অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩ | Sociology of Environment suggestion 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button