ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩ | Development of Philosophy and Sects in Islam

অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩ নিয়ে। এ সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার কাঙ্খিত ফলাফলের চেয়ে আরো ভালো ফলাফল করতে পারবে।

প্রত্যেক শিক্ষার্থীদের জীবনের সাজেশন একটি সহায়ক বই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‌ যেমন একজন মেধাবী শিক্ষার্থীর জন্য তার মেধাকে যাচাই করার জন্য প্রশ্ন ব্যাংক হিসেবে কাজে দেয় এবং একজন কম মেধাবী শিক্ষার্থীর শর্ট সিলেবাস হিসেবে শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim Architecture and Archaeology

ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩ | Development of Philosophy and Sects in Islam

ক বিভাগ

  • ইখওয়ানুস সাফা বলতে কি বুঝেন?
  • নিজামিয়া মাদ্রাসা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে?
  • পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন?
  • মুতাজিলা কারা ছিলেন?
  • জবর বলতে কি বুঝেন?
  • কার মাতিয়ান কারা ছিলেন?
  • মুরজিয়া শব্দের অর্থ কি?
  • যুক্তিবিদ্যার জনক কে ছিলেন?
  • অদৃষ্ট কি?
  • দর্শনের দ্বিতীয় শিক্ষক কে ছিলেন?
  • আল ফারাবি কার দর্শন দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন?
  • কাকে আল মুয়াল্লিম আল সানি বলা হয়?
  • প্রথম মুসলিম দার্শনিক কে ছিলেন?
  • দর্শনের আরবি প্রতিশব্দ কি?
  • মুসলিম দর্শনের উৎস কয়টি?
  • ইমামত মানে কি?
  • খারেজি শব্দের অর্থ কি?
  • সুন্নি পারস্যের শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে?
  • কোন গ্রন্থকে দ্বিতীয় কোরআন বলা হয়?
  • সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি?
  • ইজমা বলতে কি বোঝেন?
  • ফানা শব্দের অর্থ কি?
  • সুফিবাদের জনক কাকে বলা হয়?
  • আল রাজির চিকিৎসা বিষয়ক বিশ্বকোষের নাম কি ছিল?
  • ল্যাটিন ভাষায় ইবনে রুসদকে কি বলা হয়?
  • ইবনে সিনার বিখ্যাত চিকিৎসার গ্রন্থের নাম লিখুন।
  • ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
  • আত্মা বলতে কি বুঝেন?

খ বিভাগ ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩

  • গুপ্ত ঘাতক সম্প্রদায় বলতে কি জানেন?
  • কাদারিয়া সম্প্রদায়ের পরিচয় দিন।
  • কাদারিয়া সম্প্রদায়ের সম্পর্কে লিখুন।
  • নিয়তি সম্পর্কে লিখুন।
  • অদৃষ্ট সম্পর্কে জাবারিয়াদের মতামত আলোচনা করুন।
  • মুরজিয়াদের পরিচয় দিন।
  • সাবিয়া কারা ছিলেন?
  • ইসমাইলিয়া সম্প্রদায়ের সম্পর্কে লিখুন।
  • শিয়াদের উপর একটি টীকা লিখুন।
  • শিয়াদের উৎপত্তির ইতিহাস আলোচনা করুন।
  • খারিজিদের উৎপত্তি ইতিহাস সংক্ষেপে লিখুন।
  • বাংলাদেশের ইসলামের প্রচারক একজন সুফি দরবেশ এর পরিচয় দিন।
  • ভারতের সুফিবাদীদের আগমনের ধারণা দিন।
  • আল্লামা ইকবালের খুদি তত্ত্ব সম্পর্কে লিখুন।
  • মুসলিম দর্শনে আল্লামা ইকবালের অবদান মূল্যায়ন করুন।
  • ইবনে সিনার মতে আত্মার স্তর কয়টি এবং কি কি?
  • ইবনে সিনার পরিচয় দিন।
  • দর্শন শাস্ত্রে আল ফারাবির অবদান মূল্যায়ন করুন।
  • আত্মা সম্পর্কে ধারণা দিন।
  • প্রত্যাদেশ ও প্রজ্ঞা বলতে কি বুঝেন?
  • আল কিন্দির পরিচয় দিন।
  • ফালা সিফাসের পরিচয় দিন।
  • ইজতিহাদ বলতে কি বুঝেন?
  • কিয়াস এবং ইজমা বলতে কি বুঝেন?
  • মুসলিম দর্শনের উৎস কি?
  • মুসলিম দর্শনের সংজ্ঞা দিন।

গ বিভাগ ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩

  • শিয়া সম্প্রদায়ের উৎপত্তি এবং তাদের মতবাদ সমূহ আলোচনা করুন।
  • যুক্তিবাদী সম্প্রদায় হিসেবে কাদেরিয়া ও জাবারিয়ার মতবাদ আলোচনা করুন।
  • খারিজিদের বিবর্তন এবং উত্থান ইতিহাস লিখুন।
  • ইসলাম ইতিহাসের প্রথম রাজনৈতিক সম্প্রদায় খারিজিদের উত্থান ও বিবর্তন লিখুন।
  • ইসলামের বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ ও উদ্ভব লিখুন।
  • মুসলিম দর্শনের আল্লামা ইকবালের অবদান মূল্যায়ন করুন।
  • জালালুদ্দিন রুমির পরিচয় দিন এবং তার মতবাদ প্রকাশ করুন।
  • ইমাম গাজ্জালীর কার্য কারণ তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • ইমাম গাজ্জালীর দার্শনিক মতবাদ সম্পর্কে লিখুন।
  • সুফিবাদ বলতে কি বুঝেন?
  • ধর্মতত্ত্বের ইতিহাস ও মুসলিম দর্শন ইতিহাসে ইখ ওয়ানু সাফার গুরুত্ব আলোচনা করুন।
  • আশারিয়া কারা ছিলেন?
  • ইমাম গাজ্জালীর কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • দার্শনিক হিসেবে ইমাম গাজ্জালীর কর্মকাণ্ডের উপর মন্তব্য করুন। ‌
  • সুফিবাদ কি? এর উৎপত্তি এবং ক্রমবিকাশ বর্ণনা করুন।
  • দর্শন শাস্ত্রে ইবনে হাজমার অবদান মূল্যায়ন করুন। ‌
  • দার্শনিক হিসেবে ইবনে তোফায়েলের অবদান মূল্যায়ন করুন।
  • আত্মা ও স্রষ্টা সম্পর্কে আল রাজি মতবাদ সংক্ষেপে লিখুন।
  • আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবনে রুশদের মতবাদ বর্ণনা করুন।
  • মুসলিম দর্শনে ইবনে রুশদের অবদান মূল্যায়ন করুন।
  • মুসলিম দার্শনিক ইবনে রুশদের প্রধান বৈশিষ্ট্য গুলো উল্লেখ করুন।
  • মুসলিম দর্শনে ইবনে সিনার কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • দর্শন শাস্ত্রে আলকান্দির অবদান লিখুন।
  • মুসলিম দর্শনের সংজ্ঞা দিন। ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ৯০%

Also read

অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩ | Sociology of Environment suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৩ | Foreign Relations of Bangladesh suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button