অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৩ | Foreign Relations of Bangladesh suggestion

অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৩ ( Foreign Relations of Bangladesh suggestion ) প্রকাশিত করা হচ্ছে আজকের আর্টিকেলে।‌ এই সাজেশনটি হচ্ছে মূলত তাদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। তাই যারা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই সাজেশনটির পাশাপাশি আরো অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশন করুন আমাদের হোমপেজ থেকে। ‌

অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023

এই সাজেশনটি রয়েছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক এবং প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ী সকল ক্যাটাগরির প্রশ্ন।‌ একজন ফাইনাল ইয়ারের শিক্ষার্থী এ সাজেশন থেকে পরিপূর্ণ উক্ত বিষয়ের ধারণা পাবে। ‌ এছাড়াও যে কেউ এটি শেয়ার করে নিতে পারবে। ‌

অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৩ | Foreign Relations of Bangladesh suggestion

ক বিভাগ

  • SAGQ বলতে কি বুঝেন?
  • D – 8 কত সালে প্রতিষ্ঠা করা হয়?
  • BIMSTEC এর পূর্ণরূপ লিখুন।
  • OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • বাংলাদেশ কত সনে OIC পদ লাভ করেন?
  • সার্কের অষ্টম রাষ্ট্র কোনটি?
  • বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • IMF কত সালে প্রতিষ্ঠা করা হয়?
  • ইন্ডিয়া ডকট্রিনের প্রবক্তা কে ছিলেন?
  • কত সনে সোভিয়েত ইউনিয়নের পতন হয়?
  • কত সনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  • কত সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করেন?
  • সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এ উক্তিটি কার ছিল?
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূল কথা কি?
  • বাংলাদেশের মুক্তিযোদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  • পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক লিখুন।
  • পররাষ্ট্রনীতি বলতে কি বুঝেন?
  • আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম লিখুন।
  • ভেটো শব্দের অর্থ কি?
  • জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
  • ব্লু হেলমেট বলতে কি বুঝেন?
  • CTBT এর পূর্ণরূপ লিখুন।
  • MDG কি?
  • কোন আরব রাষ্ট্র প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
  • NAM এর পূর্ণরূপ লিখুন।
  • ভারতের কোন রাজ্যে টিপাই মুখবাধ অবস্থিত?
  • জিএসপি বলতে কি বুঝায়?
  • IMF বলতে কি বুঝেন?

খ বিভাগ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন

  • জি ৮ কি?
  • ওআইসির উদ্দেশ্য এবং লক্ষ্য কি ?
  • সার্কের সমস্যা গুলো লিখুন।
  • ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে সংক্ষেপে লিখুন।
  • পি এল ৪৮০ বলতে কি বুঝায়?
  • নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করুন।
  • বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল গুলো তুলে ধরুন।
  • ভু রাজনীতি বলতে কি বুঝেন?
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলনীতি কি?
  • ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো লিখুন। ‌
  • বাংলাদেশ এর মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লিখুন।
  • জাতীয়তাবাদ এর উপাদান সমূহ কি?
  • জনমত কিভাবে পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে তোলে?
  • পূর্বমুখী পররাষ্ট্রনীতি বলতে কি বুঝেন?
  • পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ লিখুন।
  • পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিন।
  • নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন।
  • জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝানো হয়?
  • তৃতীয় বিশ্বের সংজ্ঞা দিন।
  • রোহিঙ্গা উদ্বাস্তু আমাদের দেশে কি কি সমস্যা সৃষ্টি করেছে?
  • ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি সমস্যা তুলে ধরুন।
  • চীন বাংলাদেশ সম্পর্ক মূল্যায়ন করুন।
  • পরা শক্তি বলতে কি বোঝানো হয়?

গ বিভাগ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন

  • দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে BIMSTEC এর ভূমিকা তুলে ধরুন।
  • আপনি কি মনে করেন সার্ক তার উদ্দেশ্যে পূরণের সফল হয়েছে?
  • ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। ‌
  • সাইকেল সম্ভাবনা ও সার্কের সমস্যা আলোচনা করুন। ‌
  • ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। ‌
  • অনুন্নত দেশের উন্নয়ন ক্ষেত্রে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন করুন।
  • আন্তর্জাতিক অর্থ তহবিলের এবং অনুন্নত দেশের উন্নয়ন বিশ্ব ব্যাংক।
  • পরবর্তীতে বিশ্ব পরিস্থিতির ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হওয়া উচিত তা ব্যাখ্যা করুন। ‌
  • জাতিসংঘের শান্তিরক্ষা ক্ষেত্রে মিশনের অন্যতম অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে ধরুন। ‌
  • জাতিসংঘের শান্তি রক্ষার কার্যক্রমে বাংলাদেশের কার্যক্রম মূল্যায়ন করুন।
  • জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আলোচনা করুন। ‌
  • তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থনৈতিক মুক্তির উপায় আলোচনা করুন।
  • টেকসই উন্নয়নের শর্তাবলী ব্যাখ্যা করুন। ‌
  • পররাষ্ট্রনীতি নির্ধারণের ভূরাজনীতির গুরুত্ব আলোচনা করুন।
  • ভু রাজনীতি কি? এর প্রভাবক গুরুত্ব তুলে ধরুন।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতা দেখান।
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যাবলী এবং লক্ষ্য আলোচনা করুন।
  • একটি ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জগুলো আলোচনা করুন।
  • সোভিয়েত ইউনিয়নের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা মূল্যায়ন করুন।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাশক্তির ভূমিকা তুলে ধরুন।
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলি এবং লক্ষ্য ব্যাখ্যা করুন।

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন এবং আরো অন্যান্য রিলেটেড আর্টিকেল পড়ুন।‌

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ | Rural government and development in Bangladesh

অনার্স ৪বর্ষ তুলনামূলক আর্থিক পদ্ধতি সাজেশন ২০২৩ | Comparative Financial system suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button