NexusPay নেক্সাস পে সুবিধা কি ও কিভাবে নেক্সাস পে রেজিস্ট্রেশন করবেন

NexusPay একটি ডাচ বাংলা ব্যাংকের অনলাইন সেবা। এই অ্যাপে ডাচ বাংলা ব্যাংকের যত ধরণের সেবা আছে তা ভোগ করা যায়। ডাচ বাংলা ব্যাংকের সব ধরণের কার্ড এই নেক্সাস পে তে কানেক্ট করতে পারবেন। বর্তমান সময়ে নেক্সাস পে অ্যাপের ব্যাবহার দিনদিন বেড়ে চলছে।

নেক্সাস পে কি?

নেক্সাস পে কি? NexusPay Dutch Bangla Bank Ltd এর সাথে সম্পর্কিত। বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক ডাচ বাংলা। DBBL এর অন্যতম জনপ্রিয় সার্ভিস হল NexusPay. নেক্সাস পে একটি অ্যাপ। ডাচ বাংলা ব্যাংকের সকল ধরণের কার্ড রাখা যায় NexusPay অ্যাপে। নেক্সাস পে থেকে যে কোনে সেবা গ্রহন করা যায়। যেমন

  • Send money,
  • Money request,
  • Online payment,
  • Balance check and Mini statement.

NexusPay অ্যাপ এর সুবিধা

NexusPay অ্যাপের অনেক সুবিধা আছে। নিচে কিছু সুবিধা তোলে ধরা হল।

  1. দুই বা ততোধিক কার্ড একত্রে যুক্ত করা যায়।
  2. ১০,০০০ বা তারচেয়ে অনলাইন শপিং প্লাটফর্মে নেক্সাস পে গ্রহণযোগ্য।
  3. 20% পর্যন্ত cashback পাওয়া যায় NexusPay দিয়ে পেমেন্ট করলে।
  4. আর নিজ নাম্বারে মোবাইল রিচার্জ করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যায়।
  5. অনলাইন পেমেন্ট করার জন্য আলাদা ভেরিফাই করার প্রয়োজন পড়ে না। ভার্চুয়াল নম্বর দেওয়া হয়।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

Nexuspay Dbbl একাউন্ট খোলার নিয়ম।

  1. সর্ব প্রথমে গুগুল প্লে স্টোর থেকে Nexuspay অ্যাপটি ডাউনলোড করুন। Nexuspay লিখে সারচ করলেই পেয়ে যাবেন।
  2. অ্যাপে ডুকে Register এ ক্লিক করবেন। রেজিস্ট্রার বাটন নিচে থাকবে।
  3. তারপর Mobile Operator Select করবেন। মোবাইল নম্বর দিবেন।
  4. তারপর PIN দিয়ে Register এ ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি OTP কোড যাবে। কোড দিলে পরবর্তী ধাপে এগুতে পারবেন।
  5. নেক্সাস পে একাউন্ট খোলার জন্য আরেকটি ধাপ আছে। আপনাকে রেজিস্টেশন করার সময়ে তাদের হটলাইনে নম্বর ১৬২১৬ এ কল করতে হবে।
  6. তারা কল রিসিভ হওয়ার পর বাংলায় কথা বলার জন্য 1 বাটনে ক্লিক করবেন। এজেন্টের সাথে কথা বলার সময় বলবেন —আপনার নেক্সাস পে এপ্রুভাল লাগবে।
  7. তখন তারা ভেরিফাই করে আপনাকে বলবে “চেক স্ট্যাটাস” এ ক্লিক করুন। আপনি অ্যাপ থেকে চেক স্ট্যাটাসে ক্লিক করার সাথেসাথেই আপনার একাউন্টটি সচল হয়ে যাবে।

ব্যাংক লোন পাওয়ার উপায়

নেক্সাস পে কার্ড এড করার নিয়ম।
NexusPay card add.

  1. প্রথমে অ্যাপে প্রবেশ করে থ্রী ডটে ক্লিক করে এড কার্ড এ ক্লিক করবেন।
  2. তারপর যে ধরনের কার্ড এড করতে চান, সেটা সিলেক্ট করবেন। পরে Next এ ক্লিক করুন।
  3. তারপরে চারটি অপশনে আসবে সেগুলো পূরণ করতে হবে।
    যার নামে একাউন্ট/কার্ড তার পুরো নাম
    কার্ড নম্বর
    কার্ডের পিন
    রেজিস্টার ফোন নম্বর যেটায় ওটিপি যাবে
  4. তারপরে কার্ড হোল্ডার নাম ,কার্ড নস্বর। আর সবশেষে পিন দিন।
  5. তারপর Next এ ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি কেড যাবে। সেটা বসালে কার্ড এড হয়ে যাবে।
  6. কার্ড এডে করলে ১ টাকা কেটে নিবে। তাই এড করার সময় ৫- ১০ টাকা ব্যালেন্স রাখতে হবে। NexusPay ব্যালেন্স চেক।

NexusPay ব্যালেন্স চেক

নেক্সাস পে ব্যালেন্স চেক কিভাবে করবেন। তা আমরা নিচে তুলে ধরব।

  1. প্রথমে NexusPay app এ প্রবেশ করে থ্রি ডটে ক্লিক করুন।
  2. তারপর balance inquiry আসবে। আপনি সেখানে ক্লিক করুন।
  3. তারপর tap on a card select এ ক্লিক করে যে কার্ডের ব্যালেস জানতে চান, সেটা দেন।
  4. আপনি আপনার কার্ডের ব্যালেস দেখতে পাবেন।

NexusPay send money.

NexusPay দিয়ে কিভাবে টাকা সেন্ড করা হয়, সে নিয়ম আমরা নিচে উল্লেখ করেছি।

  1. প্রথমে আমরা যে কার্ড থেকে টাকা পাঠাব, সেটা সিলেক্ট করব।
  2. তার থ্রি ডটে ক্লিক করে send money সিলেক্ট করুন।
  3. আপনি যদি আপনার অন্য কোন একাউন্টে নেক্সাস পে দিয়ে টাকা ট্রান্সফার করতে চান, তা সিলেক্ট করুন।
  4. তারপর এমাউন্ট দিয়ে। পিন দিন। হয়ে যাবে।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button