মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

আজকের আর্টিকেলে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। প্রথম থেকে আমাদের আর্টিকেলটি পড়ুন। তাহলেই আপনি বাসায় বসে নিজে নিজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। একই সঙ্গে আশেপাশের মানুষকে একাউন্ট খুলতে সাহায্য করতে পারবেন।

যারা মোবাইল ব্যাংকিং বিজনেস করে থাকে তাদের জন্য এ আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌নগদ রেফার কোডের মাধ্যমে একাউন্ট খুললে নির্দিষ্ট একটা কমিশন পাওয়া যায়। ‌একেক সময় এই কমিশনের পরিমাণ ভিন্ন হয়ে থাকে।

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জানার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। দেশে অনেক মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। যেমন বিকাশ, রকেট, ইউ ক্যাশ, এম ক্যাশ ইত্যাদি। এমনভাবেই বর্তমানে জনপ্রিয় এবং বহুল ব্যবহারকারীর মধ্যে একটি হচ্ছে নগদ। ‌দেশ ডাক বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ‌যার কারণে শতভাগ নিরাপদে টাকা লেনদেন করে গ্রাহকরা। সরকারের অধীনস্থ হওয়ার কারণে টাকা লেনদেনের জন্য কোন ধরনের রিস্ক থাকে না। তাই এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। আর দেরি না করে নিচে থেকে একাউন্ট খোলার নিয়ম জেনে নেই।

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম দেখুন

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ দুই পদ্ধতিতে রয়েছে। একটি হচ্ছে যে কোন বাটন মোবাইলের সাহায্যে ডায়াল করে খোলা। অন্যটি হচ্ছে নগদ মোবাইল অ্যাপস এর সাহায্যে। তবে আজকে আমরা দুই পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো।

ডায়ালের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম
এ পদ্ধতিতে ভোটার আইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খোলার সম্ভব হয়। ভোটার আইডি কার্ড নেই কিংবা ইতিপূর্বে খোলা হয়ে গেছে তারাও এই পদ্ধতিতে নতুন একাউন্ট খুলতে পারবেন।

  • প্রথমে যে কোন একটি মোবাইল হাতে নিতে হবে।
  • তারপর ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করতে হবে।
  • ডায়াল করার পর চার সংখ্যার একটি পিন কোড বসাতে হবে। অবশ্যই এ পিন কোড করতে গোপন রাখতে হবে।
Creat Nagad Account
  • দুইবার সফলভাবে পিনকোড দিলেই নগদ একাউন্ট খুলে যাবে।

তারপর থেকেই নগদ একাউন্ট এর মাধ্যমে যেকোনো ধরনের ট্রানজেকশন করতে পারবেন। অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদে একাউন্ট খোলা সবচেয়ে সহজ।

নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার পদ্ধতি
মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়মের মধ্যে আরেকটি পদ্ধতি হচ্ছে নগদ অ্যাপস ব্যবহার করে। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত একাউন্ট খোলা যাবে। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো:

  • সর্বপ্রথম একটি ইন্টারনেট যুক্ত মোবাইল নিতে হবে। তারপর প্লে স্টোরে প্রবেশ করুন।
  • প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ বক্সে Nagad Apps লিখে সার্চ করুন এবং অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিন। ‌
  • এরপর অ্যাপটিতে প্রবেশ করার পর রেজিস্টার করুন নামে একটি অপশন পাওয়া যাবে। উক্ত অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী ধাপে মোবাইল নম্বর বসাতে হবে। মোবাইল নম্বর বসানোর পর কোন অপারেটর দিয়ে একাউন্ট খুলতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে। যেমন গ্রামীণ হলে গ্রামীণফোন, রবি হলে রবি অপারেটর সিলেক্ট করুন।
  • এরপর জাতীয় পরিচয় পত্রের উভয় পাশের ছবি তুলে দিতে হবে।
  • পরবর্তী ধাপে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। তারপর পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।
  • পূর্বের ধাপ সম্পন্ন করার পর নিয়ে ব্যবহারকারীর একটি ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে একটি স্বাক্ষর দিতে হবে।
  • স্বাক্ষর দেওয়ার পর একটি পিন কোড দিতে হবে। ‌পিন কোড দেওয়ার পরেই সফলভাবে একাউন্টটি খুলে যাবে।

সফলভাবে খুলে গেলে তারপর থেকেই লেনদেন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে করে পিন অন্য কোন ব্যক্তি না জানতে পারে। ‌

উপরে আমরা মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম দুই পদ্ধতিতেই জানলাম। ‌ এখন আমরা নগদের বেশ কিছু তথ্য সম্পর্কে জানব।

নগদ একাউন্ট প্রবেশের ডায়াল কোড হচ্ছে *167#
নগদ ব্যালেন্স দেখার নিয়ম: *167# ডায়াল করার পর ৭ নম্বর অপশন নির্বাচন করতে হবে। এরপর ১ নম্বর অপশনে Balance inquiry দেখাবে। এই অপশনটিতে প্রবেশ করে পিন নম্বর দিয়ে সাবমিট করাই মাত্র আপনি নগদের ব্যালেন্স দেখতে পারবেন।

নগদ ব্যবহারের সুবিধা

সারা বাংলাদেশ জুড়ে নগদের এজেন্ট রয়েছে। যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে তাদের অধিকাংশই নগদ ব্যবহার করে। সর্বত্র এর ব্যবহার থাকার কারণে লেনদেন অনেক সহজ হয়। সরকারের আওতাধীন থাকা শতভাগ নিরাপদভাবে ট্রানজেকশন করা যায়। এছাড়া ট্রেনের টিকেট, অনলাইন আবেদন, শপিং ইত্যাদিতে নগদ ব্যবহার করে পেমেন্ট করা যায়।

এছাড়াও এর পর অসুবিধা হচ্ছে অন্যান্য ব্যাংকিং এর তুলনায় ক্যাশ আউট চার্জ কম এবং সেন্ড মানি একদম ফ্রি। প্রতিদিন কোন না কোন অফার দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীদের জন্য।

আজকে আপনারা জানলেন মোবাইলে নগদ একাউন্ট খোলার সম্পর্কে। বিকাশ একাউন্ট কিভাবে খুলবেন এ সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button