যোহরের নামাজ পড়ার নিয়ম ও যোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর নামাজ পড়ার নিয়মও জানা ফরক। পূর্বে আমরা ফজরের নামাজের নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজ জোহরের নামজ পড়ার নিয়ম ও রাকাত সংখ্যা নিয়ে আলোচনা করব।
যোহরের নামাজের নিয়ম।
দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তারপর জোহরের নামাজ নামাজ। জোহরের নামাজ ফরজ। প্রত্যেক মুসলমানকে আদায় করতে হয়। জোহর অর্থ মধ্যাহ্ন। আর এ নামাজ সূর্য ঢলে যাবার পর পড়া হয় বলে জোহরের নামাজ বলে।
জোহরের নামাজের সময়।
জোহরের নামাজ বা ওয়াক্ত শুরু হয় সূ্র্য পশ্চিম আকাশে ঢলে যাবার পড়।
আর জোহরের নামাজের শেষ সম কখন? সূর্যের মূল ছায়া ব্যতীত আসলি ছায়া দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়
যোহরের নামাজ কত রাকাত?
পূর্বে জেনেছি ফজরের নামাজ চার রাকাত। ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ। জোহরের নামাজ ১২ (বারো) রাকাত পড়তে হয়।
জোহরের সুন্নত নামজ কত রাকাত।
জোহরের সুন্নত নামাজ ছয় রাকাত। প্রথমে চার রাকাত সুন্নত। তারপর চার রাকাত জোহরের ফরজ। ফরজ পড়ার পর আরো দুই রাকাত সুন্নত পড়তে হয়।
জোহরের নফল নামাজ।
জোহরের নফল নামাজ দুই রাকাত। এই দুই রাকাত সবশেষে পড়া হয়।
জোহরের নামাজ পড়ার নিয়ম।
জোহরের নামাজ 12 রাকাত। এই বারো রাকাত নামাজে ফরজ, সুন্নত ও নফল রয়েছে। জোহরের এই নামাজে পৃথক নিয়ম আছে। নিচে জোহরের নামাজের নিয়ম তুলে ধরা হলো।
জোহরের চার রাকাত সুন্নত পড়ার নিয়ম।
প্রথমে একাকি চার রাকাত নামাজ পড়তে হয়। জোহরের এই চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ।
- প্রথমে জোহরের চার রাকাত সুন্নতের নিয়ত করবেন
- আল্লাহু আকবার বলে কান বরাবর হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন।
- সানা পড়ে সুরা ফাতিহা পড়বেন। তারপর অন্য সুরা মিলিয়ে পড়বেন।
- তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়ে তাকবির বলে সোজা হয়ে দাড়িয়ে সিজাদায় যাবেন।
- প্রথম সিজদাহ করে সোজা হয়ে বসে ২য় সিজদা দিবেন।আর সিজদায় তাসবিহ পড়বেন।
- এভাবে আরো এক রাকাত পড়ে বৈঠকে তাশাহ্হু পড়বেন। তারপর উঠে দাঁড়িয়ে আবার দুই রাকাত পরবেন।
- এই দুই রাকাতে সুরা ফাতিহার পড়ে সুরা পড়বেন। বৈঠকে তাশাহ্হুদ, দরুদ, ও দোয়ে মাছুরা পড়ে সালাম ফিরাবেন।
জোহরের ফরজ নামাজ পড়ে আরো দুই রাকাত নামাজ পড়তে হয়। এই দুই রাকাত ফজরের সুন্নতের মতন। শুধু নিয়ত করবেন জোহরের দুই রাকাত সুন্নত। বাকি নিয়ম একই।
যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম।
জোহরের চার রাকাত ফরজের নিয়ম দুইটি। একাকি পড়লে এক নিয়ম। আর জামাতে অর্থাৎ ইমামের পিছনে পড়লে আরেক নিয়ম।
জামাতে জোহরের নামাজের নিয়ম।
- প্রথমে নিয়ত করবেন। ইমাম সাহেবে অনুসরণ করে কিবলামুখী হয়ে জোহরের চার রকাত নামজ পড়ছি।
- সানা পড়ে চুপ থাকবেন। আর কিছু পড়তে হবে না।
- ইমাম সাহেবের সাথে রুকুতে যাবেন। তাসবিহ পড়বেন।
- সিজদায় তাসবিহ পড়বেন।
- এভাবে চার রাকাত পড়বেন।
- ১ম বৈঠকে শুধু তাশাহ্হুদ। আর শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরুদ ও দোয়ে মাছুরা পড়বেন।
- তারপর ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন।
একাকি জোহরের চার রাকাত নামাজ পড়ার নিয়ম।
- প্রথমে নিয়ত করবেন। আমি জোহরের চার রাকাত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি।
- তারপর সানা পড়ে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ে রুকু ও সিজদা করে দাড়াঁবেন।
- তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠক করবেন।
- বৈঠকে শুধু তাশাহ্হুদ পড়ে আল্লহু আকবর বলে দাড়াবেন।
- তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতেহা পড়ে রুকু সিজদা করবেন।
- চতুর্থ রাকাত ঠিক একই ভাবে। পরে বৈঠকে তাশাহ্হুদ, দুরুদ ও দোয়া পরে সালাম ফিরাবেন।
জোহরের দুই রাকাত নফলের নিয়ম।
- নিয়ত জোহরের নফল নামাজের করবেন।
- বাকি নিয়ম দুই রাকাত সুন্নতের মতন।এভাবে পড়লৈই আদায় হয়ে যাবে।
যোহরের চার রাকাত ফরজের নিয়ত আরবি।
জোহরের চার রাকাত ফরজের আরবি নিয়ত “নাওয়াইতু আন উসাল্লিয়ালিল্লাহি তায়ালা আরবাআ রাকআতি সালাতিয যোহরি ফারদ্বুল্লাহি তায়ালা মুতাওয়ায যিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি “আল্লাহু আকবার”।