Job Experience Letter লেখার নিয়ম | অভিজ্ঞতার সনদপত্র লেখার নিয়ম

Job Experience Letter লেখার নিয়ম খুজতেছেন পিডিএফ ফরমেটে? তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই আর্টিকেলটি পড়লে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি অভিজ্ঞতার সনদপত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের অভিজ্ঞতা সনদপত্রগুলো লেখার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এই অভিজ্ঞতার সনদপত্র কিভাবে লিখতে হয় তা প্রথমদিকে অনেকেরই জানা থাকে না। বিশেষ করে যারা এইচ আর ডিপার্টমেন্ট অর্থাৎ মানবসম্পদ যারা চাকরি করেন তাদের এ বিষয়টি জানা আবশ্যিক। কেননা অভিজ্ঞতা সার্টিফিকেটগুলো দেওয়া হয়ে থাকে একটি কোম্পানির মানবসম্পদ বিভাগ থেকে।

এছাড়াও যে কোন প্রতিষ্ঠানে মান-সম্পদ বিভাগ নেই সেই প্রতিষ্ঠান থেকে কোনো কর্মকর্তা এটি লিখে দিতে পারে শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা তারা স্বাক্ষর করলেই চলে। কিন্তু ইনস্ট্যান্ট কিভাবে লিখতে হয় অথবা লেখার নিয়ম সম্পর্কে অনেকেরই জানা থাকে না। আসুন আমরা এই লেখার নিয়ম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি।

Job Experience Letter‌ কিভাবে লিখতে হয়?

এখন বর্তমান সময়ে সবাই উচ্চ শিক্ষিত এবং কর্মক্ষেত্রের যোগদান করে থাকেন। সে ক্ষেত্রে সবারই এখন এ বিষয়টি জানা দরকার যেমনটা জানা দরকার সিভিল লেখার নিয়ম সম্পর্কে। আর হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে CV লেখার নিয়ম। যারা এই আর্টিকেলটি পড়তে চান তারা উপরের লিংকে প্রবেশ করুন। কারণ একজন প্রার্থী যখন কোন চাকরির জন্য আবেদন করেন অথবা অন্য কোন কিছুর জন্য নিজের জীবন বৃত্তান্ত তুলে ধরতে হয় তখন এই নিয়ম জানা দরকার।

আসল কথা না বাড়ি এখন মূল প্রশংকে চলে যায়। আপনাদের এখন দেখাবো Job Experience Certificat Letter লেখার নিয়ম সম্পর্কে।

চাকরির অভিজ্ঞতা সনদপত্র লেখার নিয়ম

আপনি যদি এই ধরনের সার্টিফিকেট লিখতে চান তাহলে আপনার বেশ কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তারপর লিখতে হবে। কেননা প্রত্যেক জিনিসেরই নির্দিষ্ট নিয়ম এবং ফরমেট। এগুলো মেনে চললে আপনার ডকুমেন্টটি দেখতে অনেক আকর্ষণীয় লাগবে।

আপনাকে লিখতে হবে অভিজ্ঞতা সনদপত্র / আর যদি ইংরেজিতে লিখেন তাহলে সে ক্ষেত্রে Job Experience Certificat ।

কোম্পানির নাম ও ঠিকানা: Job Experience Letter লেখার নিয়ম এর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে‌ কোম্পানির নাম ও ঠিকানা লিখতে হবে উপরের অংশে। অর্থাৎ কোন কোম্পানি থেকে অভিজ্ঞতা গ্রহণ করছে এবং সেই কোম্পানির ঠিকানা।

কাকে সনদপত্র দেওয়া হচ্ছে: উপরে কোম্পানির নামও ঠিকানা দেওয়ার পরে সেখানে বসাতে হবে আপনি কাকে এই সনদপত্র দিতে চাচ্ছেন। তার নাম স্পষ্ট ভাবে উল্লেখ করে দিতে হবে।

মূল ভাব: এখানে আপনাকে দিতে হবে কি জন্য এবং কাকে কোন দক্ষতার উপর এই অভিজ্ঞতা সনদপত্র দিচ্ছেন সে বিষয়টি। আর একই সঙ্গে সংযুক্ত করে দিতে হবে সে কত তারিখ থেকে কত তারিখে কর্মক্ষেত্রে যোগদান করেছে অথবা অভিজ্ঞতা সনদপত্রটি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সনদপত্র সম্পর্কে যাবতীয় তথ্য এবং অভিবাদন এখানে তুলে ধরা হবে।

সর্বশেষ ধাপ: এই ধাপে যার অধীনে তিনি কর্মরত ছিলেন অথবা যার কাছ থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন তার নাম সহ সাক্ষর প্রদান করতে হবে। তাহলে সম্পন্ন হবে এটি।

Job Experience Letter format Download

যারা উপরের নিয়ম দেখে অভিজ্ঞতা সনদপত্র গুলো লেখার ধারণা পাননি তারা নিজে থেকে ফরমেট গুলো দেখে লিখে নিতে পারবেন। তাহলে আপনি খুব সহজেই একটি আধুনিক এবং স্মার্ট অভিজ্ঞতা সনদপত্রটি লিখতে পারবেন।

বাংলা অভিজ্ঞতা সনপত্র লেখার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই বাংলায় টাইপিং করতে সমস্যা বোধ করেন তাই জন্য রেডি একটি সনদপত্র খুঁজে থাকে। এই সনদপত্র কপি করে সরাসরি আপনার অফিসও ওয়ার্ডে সেভ করে তারপর এডিট করে দিতে পারবেন। খুব দ্রুত আপনারা এই Job Experience Letter লিখতে পারবেন।

অভিজ্ঞতা সার্টিফিকেট

জাহিদ হাসানের জন্য প্রযোজ্য

প্রত্যয়ন করা যাইতেছে যে মোঃ ,জাহিদ হাসানের পিতা- ইদ্রিস ইসলাম, মাতা- সালেহা বেগম, গ্রাম- মুসুল্লি পাড়া, সদর টাঙ্গাইল , বাংলাদেশ, তিনি এ কোম্পানিতে ০১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ০১ ই মার্চ ২০২০ ইং তারিখ পর্যন্ত , “এক্সিকিউটিভ” হিসেবে কাজ করছেন। তিনি আন্তরিক এবং কঠোর পরিশ্রমী।

তিনি কোম্পানির শৃঙ্খলা বিরোধী এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেন নি। তিনি একটি ভাল এবং নৈতিক চরিত্রের অধিকারী। তিনি একজন শারীরিক তরুণ, এবং আন্তরিক, একজন চরিত্রবান।

আমি তার জীবনের প্রতিটি সাফল্য কামনা করি।

মোঃ আকরিম হাসনাত
পরিচালন অধিকর্তা

Job Experience Letter ছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্ট দেখার জন্য বা লেখার নিয়ম সম্পর্কে জানতে আমাদের হোম পেজ দেখুন। সেখানে প্রতিনিয়ত অফিশিয়াল কাজের তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে।

Also Read: How to Write a Cover Letter 

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button