অনার্স ১ম বর্ষ কম্পিউটার পরিচিতি সাজেশন ২০২৩ ( Introduction to Computer suggestion ) নিয়ে আজকের হাজির হয়েছি আপনাদের সামনে। অর্থাৎ আজকের আর্টিকেলের মাধ্যমে একজন ব শিক্ষার্থী কম্পিউটার পরিচিতি সাজেশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। যার বিষয় কোড হচ্ছে ২১২৩০৯।
যে সকল শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে একবার হলেও আমাদের এই সাজেশনটি পড়ে নেওয়া উচিত। কারণ এই বইটির মাধ্যমে একজন শিক্ষার্থী কম্পিউটার বিষয়ক বেসিক জ্ঞান জানতে পারবে এবং ইন্টারনেট সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন। একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ।
বর্তমানে কম্পিউটার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি আবশ্যিক বিষয়। প্রায় প্রতিটি ক্ষেত্রে এখন কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। তাই আমার মনে করে সবার ক্ষেত্রে একবার হলেও এই বইটি পড়ে নেওয়া উচিত। যাতে করে শিক্ষার্থীরা এ বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পায় এবং ভবিষ্যতে তার কর্ম ক্ষেত্রে সঠিক শিক্ষা ব্যবহার করতে পারে।
অনার্স ১ম বর্ষ কম্পিউটার পরিচিতি সাজেশন | Introduction to Computer suggestion
ক বিভাগ
- সোয়াপিং বলতে কি বোঝেন?
- LAM এবং WAN কি?
- ফায়ারওয়াল বলতে কি বুঝেন?
- আইপি অ্যাড্রেস কি?
- অ্যান্টিভাইরাস কাকে বলা হয়?
- কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝেন?
- Virus এর পূর্ণরূপ লিখুন।
- সাইবার ক্রাইম বলতে কি বুঝায়?
- কম্পিউটার অপারাধ কি?
- কম্পিউটার নৈতিকতা বলতে কি বুঝেন?
- কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে?
- লোকাল এরিয়ার নেটওয়ার্ক বলা হয় কাকে?
- TPS এর পূর্ণরূপ লিখুন।
- তথ্যপ্রযুক্তি কাকে বলা হয়?
- DSS বলতে কি বুঝায়?
- ডাটা কত প্রকার এবং কি কি?
- উপাত্ত কাকে বলা হয়?
- ভার্চুয়াল বলতে কি বুঝায়?
- ম্যাক্রো শব্দের অর্থ কি?
- যান্ত্রিক ভাষা কাকে বলে?
- এসেম্বলার বলতে কি বুঝেন?
- প্যাকেজ প্রোগ্রাম কি?
- স্ক্যানার কাকে বলা হয়?
- ALU এর পূর্ণরূপ লিখুন।
- ক্যাশ মেমোরি কাকে বলে?
- কম্পিউটার মেমোরি কি?
- কম্পিউটার মেমোরি বলতে কি বুঝায়?
- মাইক্রোপ্রসেসর কি?
- LED এর পূর্ণরূপ লিখুন।
- Ai কি?
- OCR এবং OMR বলতে কি বুঝেন?
- BIOS এর পূর্ণরূপ লিখুন।
অনার্স ১ম বর্ষ কম্পিউটার পরিচিতি সাজেশন শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে। কারণ এই আর্টিকেলটির মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাচ্ছে। এ বিষয়টি অনেকের কাছে বেশ জটিল মনে হয়ে থাকে কারণ এটি তথ্যপ্রযুক্তির একটি বিষয়। যার কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রাইভেট এবং বিভিন্ন ধরনের গাইড ফলো করে থাকে।
কিন্তু আপনি যদি সহজে এর সমাধান এবং ভালো ফলাফল করতে চান তাহলে আমাদের সাজেশনটি অবশ্যই পড়ে নিবেন। কেননা অভিজ্ঞতা সম্পন্ন তথ্যপ্রযুক্তি শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আর সাজেশনটিতে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো। ফাইনাল পরীক্ষার জন্য একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খ বিভাগ কম্পিউটার পরিচিতি সাজেশন
- ইমেইল গঠন বর্ণনা করুন।
- Wifi এবং WiMax এর মধ্যে পার্থক্য দেখান।
- জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন।
- ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন।
- কম্পিউটার হ্যাকিং কাকে বলে?
- কম্পিউটার সঠিক ভাবে নিরাপদে রাখার জন্য কি কি করনীয় প্রয়োজন?
- কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণ গুলো লিখুন।
- একটি কম্পিউটার প্রফেসর ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা দরকার?
- কম্পিউটার ব্যবহার কিভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা ব্যাখ্যা করুন।
- ব্যবসায় ক্ষতিকারক বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম-আলোচনা করুন।
- ম্যানুয়াল ডাটা প্রসেসিং এবং ইলেকট্রনিক ডাটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য দেখান।
- ফার্মওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে পার্থক্য লিখুন।
- প্যাকেজ সফটওয়্যার কাকে বলা হয়?
- রিয়েল টাইম সিস্টেম সম্পর্কে আলোচনা করুন।
- অপারেটিং সিস্টেমের গুরুত্ব তুলে ধরুন।
- অপারেটিং সিস্টেমের কার্যাবলী আলোচনা করুন।
- সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশের বর্ণনা দিন।
- বার কোড এবং বারকোড রিডার কি?
- ইনপুট এবং আউটপুট ডিভাইস বলতে কি বুঝায়?
- ক্যাশ মেমোরি সম্পর্কে আলোচনা করুন।
- RAM এবং ROM এর মধ্যে পার্থক্য আলোচনা করুন।
- প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরির মধ্যে পার্থক্য দেখান।
- কম্পিউটার মেমোরি কি?
- কম্পিউটার হার্ডওয়ার বলতে কি বুঝেন?
- কম্পিউটার বাস কাকে বলে?
- কম্পিউটার সিস্টেম এর উপাদান গুলো লিখুন।
- ডাটা বাসের বর্ণনা দিন।
- এনালগ এবং ডিজিটাল কম্পিউটার মধ্যে পার্থক্য আলোচনা করুন।
- কম্পিউটার কাকে বলে?
গ বিভাগ কম্পিউটার পরিচিতি সাজেশন
- একটি স্প্রেডশিট প্রোগ্রামের ফর্মুলা এবং ফাংশন লেখার নিয়মাবলী লিখুন।
- ইমেইল ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সমূহ লিখুন।
- বিভিন্ন প্রকার ডাটা সিকিউরিটি সম্পর্কে বর্ণনা করুন।
- সাইবার ক্রাইম কি এবং ব্যবসার ক্ষেত্রে এর প্রভাব লিখুন
- কম্পিউটার অপরাধ কি এবং কম্পিউটার অপরাধ গুলো কি ধরনের হতে পারে তা বর্ণনা করুন।
- সাইবার অপরাধ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন?
- ইনফরমেশন সিস্টেমে একজন ব্যবস্থাপক কিভাবে সাহায্য পেয়ে থাকে?
- অনলাইন ইনফরমেশন এক্সেস বলতে কি বুঝেন?
- ব্যবসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা লিখুন।
- চিত্র ভিত্তিক এবং বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেমের বর্ণনা দিন।
- ছকের সাহায্যে অপারেটিং সিস্টেমের সংগঠন দেখান।
- কম্পিউটার কিভাবে ডাটাকে প্রকাশ করে থাকে?
- সংক্ষেপে বিভিন্ন ধরনের মেমোরির বর্ণনা দিন।
- বিভিন্ন প্রকার বাসের বর্ণনা দিন।
- কম্পিউটারের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন।
- চিত্রসহ কম্পিউটার সংগঠন আলোচনা করুন।
- ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্পর্কে লিখুন।
অনার্স ১ম বর্ষ কম্পিউটার পরিচিতি সাজেশন ( Introduction to Computer suggestion ) ছাড়াও আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে নিয়মিত সকল ধরনের সাজেশন এবং পিডিএফ ফাইলগুলো আপলোড করা হয়ে থাকে
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন | Problems of Philosophy suggestion