অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ | Introducing Sociology suggestion

আজকের আর্টিকেল রয়েছে অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ ( Introducing Sociology suggestion )। মূলত এই বইটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য। তবে আজকে আমরা বই নিয়ে নয় শুধুমাত্র সাজেশন নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে। যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন

অষ্টম শ্রেনীর বার্ষিক পরীক্ষা ও এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা ২০২৩

অনেকেই মনে করে যে সমাজকর্ম ডিপার্টমেন্টের এই বইটি বেশ সহজ শিক্ষার্থীদের জন্য। কিন্তু অনেকের কাছে এ বিষয়টি প্রকৃতপক্ষে বেশ জটিল। যখন পরীক্ষা ঘনিয়ে আসে তখন শিক্ষার্থীদের মনে আরো জটিলতার সৃষ্টি হয়ে থাকে। প্রথম বর্ষের দিনগুলো কিভাবে শেষ হয়ে যায় অনেক শিক্ষার্থী বুঝতে পারে না। যখন পরীক্ষা অতি নিকটে এসে পড়ে তখন বুঝতে পারে তার অনেক পড়াশুনা বাকি রয়েছে।

এ সময় মেধাবী শিক্ষার্থীরা সাজেশন অনুসরণ করে থাকে এবং কমে যাবে শিক্ষার্থীরা শর্ট সিলেবাস দেখতে শুরু করে। আমাদের এই আর্টিকেল রয়েছে সাজেশন এর পাশাপাশি শর্ট সিলেবাসও বটে। কারণ এখান থেকে একজন কমে যাবে শিক্ষার্থী যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকে তাহলে প্রায় পাশ নম্বর সহ তিনি ভালো ফলাফল করতে পারবেন।

তাই দেরি না করে আমাদের এই সাজেশনটি এখনো পড়ে নিন এবং আপনার পরীক্ষার প্রিপারেশনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।

অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ | Introducing Sociology suggestion

ক বিভাগ

  • Who এর পূর্ণরূপ লিখুন।
  • HIV কোন রোগ সৃষ্টি করে থাকে?
  • বিভিন্ন মুখে মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন?
  • সামন্ত সমাজের প্রধান দুটি শ্রেণীর নাম লিখুন।
  • Caste শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  • মার্কসের ধারনা সমাজ বিবর্তনের স্তর কয়টি?
  • সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ বলা হয় কোনটিকে?
  • দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায় কতটি এবং কি কি?
  • CFC এর পূর্ণরূপ লিখুন।
  • অসমতা এবং সামাজিক জৈবিক উপাদান সম্পর্কে কি কি?
  • দুর্যোগ কত প্রকার এবং কি কি?
  • আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়?
  • মেগাসিটি কাকে বলা হয়?
  • সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কি বোঝানো হয়?
  • বিশ্বায়ন বলতে কি বুঝেন?
  • Hegemony শব্দের অর্থ লিখুন।
  • Culture is super structure কথাটি কে বলেছেন?
  • Verstehen শব্দের অর্থ লিখুন।
  • যান্ত্রিক মংহতি প্রত্যয়টি কে প্রদান করেছিলেন?
  • সমাজ বিজ্ঞান সামাজিক আচরণ এবং মানবীয় গোষ্ঠীর নিয়ম তান্ত্রিক পাঠ।‌ কথাটি কার?
  • সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ দিচ্ছি আমরা শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আমরা কোন প্রকার আর্থিক লেনদেন করি না। আপনার বন্ধু-বান্ধব অথবা প্রিয়জনের সাথে এটি শেয়ার করতে পারবেন। দরকার হলে আপনি আমাদের এই সাজেশনটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করেও রাখতে পারেন।

সাজেশনটি তৈরি করা হয়েছে সুনামধন্য সকল প্রফেসরদের দ্বারা। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠদান করে এবং উক্ত বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। তাই শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো একবার হলেও আমাদের এই সাজেশনটি পড়ে নিতে। যাতে করে সে তার পরীক্ষার প্রিপারেশন আরো ভালো করে নিতে পারে। আর ভবিষ্যতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। কেননা আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

খ বিভাগ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

  • সামাজিক সমস্যা বলতে কি বুঝায়?
  • std বলতে কি বুঝানো হয়?
  • বাংলাদেশে স্বাস্থ্য হীনতার পাঁচটি কারণ সংক্ষিপ্তে লিখুন।
  • শাস্তি কাকে বলে?
  • হেজিমনি কি?
  • পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য লিখুন।
  • শ্রেণী এবং জাতি বর্ণের মধ্যে পার্থক্য লিখুন।
  • সামাজিক এবং অসমতা কি?
  • জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝায়?
  • জেন্ডার ও উন্নয়নের ব্যাখ্যা করুন।
  • নারী ক্ষমতায়ন বলতে কি বুঝায়?
  • জেন্ডার কাকে বলে স?
  • নগরায়ন কাকে বলে?
  • অতি নগরায়ন বলতে কি বুঝায়?
  • বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো লিখুন।
  • কর্তৃত্ব কি এবং আধিপত্য কাকে বলা হয়?
  • মূল্যবোধ বলতে কি বুঝেন?
  • আদর্শ নমুনা কাকে বলে?
  • দৃষ্টিবাদ কি?
  • সমাজবিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করুন।
  • সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিন।

গ বিভাগ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

  • এইডস এর কারণ এবং প্রতিরোধের ব্যবস্থা আলোচনা করুন।
  • সামাজিক নিয়ন্ত্রণে বাহনসমূহ সম্পর্কে আলোচনা করুন।
  • পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • সামাজিক এবং অসমতার সংজ্ঞা দিন। এর নির্ধারক সমালোচনা করুন।
  • নগরায়ন এবং শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা গুলো আলোচনা করুন।
  • তৃতীয় বিশ্বের দেশ সমূহের বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আলোচনা করুন।
  • অগ বার্ন প্রদত্ত সংস্কৃতির অসমগ্রগতির তত্ত্বটির পর্যালোচনা করুন।
  • সংস্কৃতির উপাদান আলোচনা করুন।
  • সংস্কৃতির প্রকৃতির সম্পর্কে লিখুন।
  • সমাজ বিজ্ঞান সম্পর্কে লিখুন এবং এর পরিধি বর্ণনা করুন।
  • সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ বর্ণনা করুন।

সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ সারা আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে প্রতিনিয়ত সকল শিক্ষা তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে।

অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button