আইএলটিএস রেজাল্ট চেক করার নিয়ম | IELTS Result Check 2023

আইএলটিএস রেজাল্ট চেক করার নিয়ম: উচ্চশিক্ষা আমাদের দেশের সব শিক্ষার্থীর স্বপ্ন।   আর এই স্বপ্নপূরণের প্রধান এবং মূল অস্ত্র IELTSপরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করা। IELTS  হলো একটি আন্তর্জাতিক পরীক্ষা  যার মাধ্যমে ভালো নাম্বার পেয়ে পাশ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত  বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।  IELTS একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষা।  IELTS বিশ্ববিদ্যালয়ের জন্য গৃহীত সর্বাধিক জনপ্রিয় দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং  কানাডা।

ELTS Result Check Step by Step Guide 2023

IELTS রেজাল্ট দুটি পদ্ধতিতে চেক করা যায়-

  • IDP পদ্ধতি 
  • British Counsil পদ্ধতি 

IDP পদ্ধতি আইএলটিএস রেজাল্ট চেক করার নিয়ম:

১) প্রথমে আপনার ল্যাপটপ বা মোবাইলের যেকোন ব্রাউজার ওপেন করবেন।

২) তারপরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন IDP IELTS রেজাল্ট লিখে।

৩) সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েব সাইট দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন।

৪) সেখানে গিয়ে আপনার নাম,আপনার ফেমিলি নাম, পাসপোর্ট নাম্বার, জন্মতারিখ,বসাতে হবে।

৫)  সবগুলো শব্দ বড় হাতের অক্ষরে লিখতে হব   

৬) এরপর আপনাকে ক্যাপচা পূরণ করে সার্চ বারে গিয়ে ক্লিক করতে হবে।

৭) আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে সেখানে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলে আপনি আপনার রেজাল্ট  দেখতে পারবেন।

IELTS পরীক্ষা কি এবং কীভাবে নিবো আইইএলটিএস এর প্রস্তুতি?

ব্রিটিশ কাউন্সিল পদ্ধতি আইএলটিএস রেজাল্ট চেক করার নিয়ম :

১) এই পদ্ধতিতে প্রথমে আপনাকে আপনার ডিভাইসের যেকোনো  ব্রাউজারে ঢুকতে হবে।

২) এরপর সার্চ বারে british council IELTS result check লিখে সার্চ করতে হবে।

৩) এরপর  আপনি প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাবেন ঐখানে ক্লিক করতে হবে 

৪) পরের পেজে আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে।করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাওয়া হবে।

৫)প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করলে আবার লগ ইন অপশন দেখাবে।

৬)এরপর আপনাকে  ইমেইল এবং পাসওয়ার্ড বসাতে হবে। (অবশ্যই IELTS পরীক্ষায় যে ইমেইল ব্যবহার করছেন ঐটা)

 ৭) এরপর আপনার ডিটেল পেয়ে যাবেন। পাওয়ার পর আপনাকে টেস্ট  তারিখ নিবার্চন করতে হবে। 

তারিখ এবং লোকেশন নিবার্চন করলে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন।

How to Check IELTS Result in 2023 (English)

এরকম আরো আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আইএলটিএস কেন করবেন? IELTS Preparation কিভাবে নিবেন

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button