আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ৪র্থ বর্ষ মনোদর্শন সাজেশন ২০২৩ ( Honours Physchophilosophy suggestion 2023 )নিয়ে এসেছি আজকের আর্টিকেলে। আমাদের এই সাজেশনটি পাচ্ছে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্য। যারা সাজেশনটি নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিন।
ইসলামে দর্শন ও ধর্মীয় সম্প্রদায় সাজেশন ২০২৩ | Development of Philosophy and Sects in Islam
এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের পিডিএফ বই গুলো আপলোড করা হয়ে থাকে। এ পিডিএফ ফাইল গুলোও শিক্ষার্থীরা পাচ্ছে ফ্রিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
ক বিভাগ
- চেতনার কর্তা বলা হয় কাকে?
- অহং কাকে বলা হয়?
- চেতনা কাকে বলা হয়?
- মনের বৃত্তি কয়টি এবং কি কি?
- মনোদর্শন বলতে কি বুঝেন?
- অভিন্নতা তত্ত্ব কাকে বলে?
- সম্পাদন মূলক তত্ত্বের কথা বলেছিলেন কে?
- সম্পাদন মূলক তত্ত্বের সমর্থক কারা?
- ব্যক্তি অভিন্নতা তথ্য কাকে বলা হয়?
- রুপ বিদ্যা বলতে কি বুঝেন?
- কাজ কি?
- উপ ঘটনাবাদ বলতে কি বুঝেন?
- সমান্তরালবাদের প্রবক্তা কে?
- ডেকার্টের মতের ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় সংঘটিত হয়?
- দ্বৈতবাদ বলতে কি বুঝেন?
- মনোযোগ কাকে বলা হয়?
- মন সম্পর্ক আচরণবাদী এই মতবাদের প্রবক্তা কে?
- টেলিপ্যাথি বলতে কি বুঝেন?
- ফ্রয়েডের ব্যক্তিত্ব গঠনের উপাদান গুলো লিখুন।
- ব্যক্তিত্বের তিনটি শ্রেণীর নাম লিখুন।
- ব্যক্তিত্ব কাকে বলা হয়?
- পুরুষ এবং ব্যক্তিত্ব কাকে বলে?
- আচরণবাদ বলতে কি বুঝেন?
- উত্তম পুরুষ এর বিবরণ কি?
- রাইল এর একটি বিখ্যাত গ্রন্থ এর নাম লিখুন।
- মানসিক প্রক্রিয়ার শ্রেণীবিভাগ গুলো লিখুন।
- প্রবণতা মূলক শব্দ কি?
- শ্রেণী বিভ্রান্তি বলতে কি বুঝেন?
- সংবেদন কি?
- অন্তদর্শন বলতে কি বুঝেন?
- ব্যক্তি বলতে কি বোঝানো হয়?
- ঐচ্ছিক ক্রিয়া কাকে বলা হয়?
- রাইলের মতবাদ সম্পর্কে লিখুন।
- দার্শনিক মিথ কি?
অনার্স ৪র্থ বর্ষ মনোদর্শন সাজেশন ২০২৩ | Honours Physchophilosophy suggestion 2023
অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩ | Sociology of Environment suggestion 2023
খ বিভাগ
- বিস্মৃতি প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- পর্যবেক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য লিখুন।
- প্রত্যেকক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য লিখুন।
- সম্পাদন মূলক তথ্যটি ব্যাখ্যা করুন।
- অভিন্নতা তত্ত্বটি আলোচনা করুন।
- মনের সম্পর্ক ও দ্বৈতবাদ সন্তোষজনকভাবে দেখা করুন।
- আচরণবাদ বলতে কি বুঝেন?
- উপঘটনা বাদ কি ব্যাখ্যা করুন?
- অভিপ্রায় তত্ত্ব বলতে কি বোঝেন?
- ঘটনা ও প্রবণতার মধ্যে পার্থক্য লিখুন।
- যান্ত্রিক জুজু বলতে রাইল কি বুঝিয়েছেন?
- মানুষ যন্ত্রণায় এমনকি ভূত শাসিত যন্ত্র নয়। এই উক্তিটি ব্যাখ্যা করুন।
- স্বীকৃত মতবাদ বলতে রাইফেল কি বুঝিয়েছিলেন?
- মনোদর্শনের বৈশিষ্ট্য লিখুন।
- সমান্তরাল বাদ ব্যাখ্যা করুন।
- পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলতে কি বুঝেন?
- ধীরশক্তি উপকথা কি?
- সংবেদন হয় মস্তিষ্ক প্রক্রিয়া। আলোচনা করুন।
- অনুভূতি ও আবেগের মধ্যে পার্থক্য লিখুন।
গ বিভাগ
- মনোদর্শন কাজ বলতে কি বুঝায়? এর কাজের বিবরণ দিন।
- অভিন্নতা তত্ত্বটি মূল্যায়ন করুন এবং ব্যাখ্যা করুন।
- শেফার অনুসরণে অভিনেতার তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- নাম পুরুষের বিবরণ দিন এবং আচরণবাদ কিভাবে নাম পুরুষের বিবরণের সাথে সম্পৃক্ত হয়।
- চেতনা বলতে কি বুঝেন এবং সেফার চেতনা মনদর্শনের কেন্দ্রীয় প্রত্যয় সংজ্ঞায়িত করেছে তা ব্যাখ্যা করুন।
- অভিপ্রায় কি? অভিপ্রায় এর একটি অতি কথা রাইলের মতটি ব্যাখ্যা করুন এবং মূল্যায়ন করুন।
- রাইলের প্রবণতা ও ঘটনার মধ্যে পার্থক্য লিখুন।
- প্রবণতা মূলক শব্দ কি এবং প্রবণতা মূলক শব্দের যুক্তিগুলো কিভাবে করেছেন রাইলের মতামত অনুসারে ব্যাখ্যা করুন।
- প্রবণতা মূলক শব্দ কি এবং প্রবণতা মূলক শব্দের যুক্তিগুলো লিখুন। অনার্স ৪র্থ বর্ষ মনোদর্শন সাজেশন ২০২৩ ৯০%
- ধীর শক্তি রূপকথা কি? এই উপকথাটি মিথ্যা প্রমাণ করার জন্য রাইলের যুক্তি উপস্থাপন করুন।
- কি জানা ও কিভাবে জানার মধ্যে পার্থক্য লিখুন।
- মন সম্পর্কে রাইলের মতবাদ সমালোচনা করুন।
- মনদর্শন বলতে কি বুঝেন তা ব্যাখ্যা করুন।
মনোদর্শন সাজেশন ব্যতীত আরও ভর্তি ফলাফল সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে স্কলার্শমির সঙ্গে থাকুন।
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩ | Bangladesh National Culture and Heritage