গ্ৰিন হাউজ কি? গ্ৰিন হাউজ প্রতিক্রিয়া কি? Greenhouse Effect for Every Students

Greenhouse Effect: গ্ৰিন হাউস কি এবং গ্ৰিন হাউস প্রতিক্রিয়া কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতিটি শিক্ষার্থীর জন্য। আমি অনেক সহজ ভাষায় গ্ৰিন হাউস ও গ্ৰিন হাউস প্রতিক্রিয়া শেয়ার করলাম। শিক্ষার্থীরা যেন অনেক সহজেই বুঝতে পারে সেরকম সহজ ভাষায় শেয়ার করলাম গ্ৰিন হাউস ও গ্ৰিন হাউস প্রতিক্রিয়া।

গ্ৰিন হাউস এর সংজ্ঞা

গ্ৰিন হাউস হলো কাঁচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে । অর্থাৎ তাপ ধরে রেখে শাক সবজি ,ফুল ফল উৎপাদনের জন্য তৈরি কাঁচের ঘরকে গ্ৰিন হাউজ বলে । সাধারণত গ্ৰিন হাউজে কাঁচের তৈরি ঘরে সূর্যের তাপ আটকে থাকে ।

গ্ৰিন হাউস গ্যাস কি?

যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী সে সব গ্যাসকে গ্ৰিন হাউজ গ্যাস বলে ।

প্রিয় শিক্ষার্থী অনেক অনেক সহজ ভাষায় আজকে গ্ৰিন হাউস প্রতিক্রিয়া কি শেয়ার করলাম প্রথমে বিষয়টি বুঝবে ধীরে ধীরে পড়ে তারপর মুখস্থ করবেন।

গ্ৰিন হাউজ প্রতিক্রিয়া কি?

পৃথিবীর নানাবিধ কাজের কারনে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস নিংসৃত হয় । যেমন, যানবাহন কলকারখানা, বিদুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে নিংসৃত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড ,মিথেন, প্রভৃতি বিভিন্ন প্রকারের অ্যারোসল কনা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং এসব গ্যাস বায়ুমণ্ডলে অধিক তাপ ধরে রেখেছে। দিনের বেলা সূর্যের আলো বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয় কিন্তু কিছু তাপ সেই বায়ুমণ্ডলের গ্যাসগুলোর কারনে আটকা পড়ে ফলে রাতেও পৃথিবী উষ্ণ থাকে যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়াকে গ্ৰিন হাউজ প্রতিক্রিয়া বলে ।

গ্ৰিন হাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা দিয়েছে বৃষ্টি পাতের ধরন ও বদলে যাচ্ছে। এছাড়াও পরিবেশের আরো ও নানা রদ বদল দেখা যাচ্ছে।

আরো একটু সহজ ভাষায় গ্ৰিন হাউজ ,ষষ্ট শ্রেনির ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এরকম সাজানো উত্তর সহজ ভাষায় আশা করি প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভালো হবে । এছাড়াও আমাদের ব্লগে প্রাথমিক বিজ্ঞান এর অনেক গুলো বিষয় শেয়ার করেছি সকল ছাত্র-ছাত্রীদের জন্য ।

আবার এভাবে বলা যাবে, গ্ৰিন হাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমন্ডলীয় গ্ৰিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিক্রিত হয় । এই বিকীর্ণ তাপ ভু- পৃষ্ঠের উপস্থিতে ও বায়ুমণ্ডলের নিম্মস্থরে ফিরে আসে এবং বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি করে ।

সাধারণ জ্ঞান

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যদি ভালো লাগে এবং বুজতে সুবিধা হয় তাহলে আমরা আরো শেয়ার করব বেশি বেশি করে যাতে অতি সহজেই যেকোন বিষয় প্রশ্ন উত্তর গুলো সহজেই বুঝতে পারো এছাড়াও আরো শেয়ার করলাম উদ্ভিদের জীবনে সালোকসংশ্লেষনের ভূমিকা মেরুদন্ডীয় প্রানী ও অমেরুদন্ডীয় প্রানীর বৈশিষ্ট্য ইত্যাদি..

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button