সাধারণ জ্ঞান ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ MCQ চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবার জন্য রইল শুভ কামনা । আজকের এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিগত পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম । বিসিএস পরীক্ষা , প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩

প্রশ্ন …………………. উত্তর

ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টি ?

  • উত্তর: ৫৪ টি ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি?

  • উত্তর : নাথান কমিশন ।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয় ?

  • উত্তর : ৬৭৬ জনকে ।

বীরশ্রেষ্ঠ কয়জন ?

  • উত্তর : ৭ জন ।

বীর উত্তম কয়জন ?

  • উত্তর : ৬৮ জন ।

বীর বিক্রম কয়জন ?

  • উত্তর : ১৭৫ জন ।

বীর প্রতীক কয়জন ?

  • উত্তর :৪২৬ জন ।

টুইটার কি?

  • উত্তর : এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং ।

কোনটি পানিতে দ্রবীভূত হয়না ?

  • উত্তর :ক্যালসিয়াম কার্বনেট ।

কোন হরমোনের অভাবে শিশু বামন হয় ?

  • উত্তর : থাইরক্সিন ।

ভবদহ বিল অবস্থিত ?

  • উত্তর : যশোহরে ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় ?

  • উত্তর : ১০ ডিসেম্বর ।

নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?

  • উত্তর : বিজয় ।

শান্ত সাগর কোথায় অবস্থিত ?

  • উত্তর : চাঁদে ।

আগস্ট মাসেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তাই অবহেলা না করে পড়ুন হাতের নাগালে পেয়ে যাচ্ছেন সহজ সহজ সমাধান ।জীবনের কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন এই সব ছোট ছোট পোষ্ট যেগুলোর মধ্যে নিহিত রয়েছে আপনার জীবনের স্বপ্ন।

বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম ?

  • উত্তর : BTCL .

” ফেয়ার ফ্যাক্স” কি ?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ।

বাংলা বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি ?

  • উত্তর : পরকীয়।

‘ তেজি ‘ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  • উত্তর : নিস্তেজ ।

শক্রকে দমন করে যে এককথায় প্রকাশ ?

উত্তর : অরিন্দম ।

ভাষার মুল উপাদান কি ?

  • উত্তর : ধ্বনি ।

‘ নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?

  • উত্তর : ক্ষুদ্রার্থে ।
  • It is health : (which) is wealth.
  • The boy is ( too dull to ) answer the question .
  • সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ……It has been raining cats and dogs since morning.
  • আমি তাকে পড়তে শুনলাম ……I heard him reading.
  • The colour of her eyes is blue
  • সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান ……. লেখ্য।
  • ভাষার মৌলিক অংশ কয়টি ……. তিনটি ।
  • কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ….তুলসী বনের বাঘ ।
  • চুক্ষদান করা বাগধারাটির অর্থ …… তুলসী বনের বাঘ ।
  • নিচের কোন বাক্যটি শুদ্ধ …… বিবিধ জিনিস কিনলাম ।
  • অনুবাদ পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল ……অভ্যাসের।
  • কোনটি নিত্য সমাস …….জলমাত্র ।
  • মরদ এর বিপরীত লিঙ কোনটি …… জেনানা ।
  • খাতক এর সমার্থক শব্দ কোনটি ……. মহাজন ।
  • হাতি এর সমার্থক শব্দ কোনটি ……. করি ।

সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমাদের আয়োজন যেন বৃথা না যায় আপনারা পড়বেন দেখবেন ইনশাআল্লাহ সবগুলো বিষয় কমন পড়বে কেননা বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করার হলো ঘুরে ফিরে এগুলো আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বিষয়াদি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button