সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ MCQ যেকোন নিয়োগ পরীক্ষার জন্য খুবই important কেননা প্রতিটি চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকে । আমাদের ব্লগে অনেক অনেক সাধারণ জ্ঞান শেয়ার করা হয়েছে আজকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান বা MCQ আলোচনা করা হলো ।

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ MCQ

বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা , মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এছাড়াও ব্যাংক ইত্যাদি নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি বা MCQ ।

প্রশ্ন ..………..………….?? উত্তর ।

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রর্বতন করা হয় কোন সনে ?

  • উত্তর : ১৯৭৩ সনে ।

মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?

  • উত্তর : মেহেরপুর ।

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যের ও প্রস্থের অনুপাত ?

  • উত্তর : ১০:৬ ।

সাগর কন্যা কোন জেলার ভৌগলিক নাম?

  • উত্তর : পটুয়াখালী ।

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?

  • উত্তর : লুই আইক্যান।

বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?

  • উত্তর : মেসোপটেমিয়া।

বাস্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ?

  • উত্তর : জেমস ওয়াট ।

Also Read: সাধারণ জ্ঞান ২০২৩: চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

NATO এর সদস্য সংখ্যা কত ?

  • উত্তর : ২৮

চাকরি হচ্ছে সোনার হরিণ আর সোনার হরিণকে সহজেই ধরা যায়না প্রচুর পরিশ্রম ও অনেক সাধনার মাধ্যমে ধরতে হয় তাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই অনেক অনেক জানতে হবে শিখতে হবে পড়তে হবে ।

ইনসুলিন এর অভাবে কি রোগ হয় ?

  • উত্তর :ডায়বেটিস ।

বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে ?

  • উত্তর :১৯৭৪ সালে ।

নিশীত সূর্যের দেশ কোনটি ?

  • উত্তর : নরওয়ে।

পেনসিলিন আবিষ্কার করেন কে ?

  • উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং ।

কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ?

  • উত্তর : CFC .

সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিন এর অভাবে ?

  • উত্তর : ভিটামিন সি ।

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?

  • উত্তর : পলাশী যুদ্ধে।

Bkash কোন ব্যাংকের জয়েন্ট হিসেবে কাজ করে ?

  • উত্তর : ব্রাক ব্যাংক ।

সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?

  • উত্তর : হাইড্রোজেন ।

দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ?

  • উত্তর : ৪৯১ টি ।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলাদেশের জনসংখ্যা নিয়ে .

বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা …….. জনসংখ্যা সমস্যা ।

সাধারণ জ্ঞান ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩

  • জনসংখ্যার ঘনত্ব সর্বাপেক্ষা বেশি …. ‌‌বাংলাদেশ।
  • জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান …. ‌‌‌চতুর্থ ।
  • জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা …… ঢাকা।
  • জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা .….… বান্দরবান ।
  • বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে …….. পাঁচটি ….. ১৯৭৪,১৯৮১,১৯৯১,২০০১,২০১১.
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ……. ১৯৭৪ ।
  • NIPORT …….. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ।
  • NIPORT প্রতিষ্টিত হয় ……. ১৯৭৭ সালে ।
  • উপজাতিদের মধ্যে বাংলাদেশে বেশি বাস করে …. চাকমা ।
  • বাংলাদেশের মার্তৃতান্ত্রিক উপজাতি …….. গারো ,খাসিয়া, সাঁওতাল ।
  • বাংলাদেশের পির্তৃপ্রধান উপজাতি …… মারমা ও হাজং।
  • খাসিয়া ও মনিপুরী উপজাতি বাস করে ….. সিলেটে ।
  • বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম ……. মাওরি ।
  • বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের …… সিলেটে ।
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি …… সাঁওতাল।

General knowledge is very important in your job life . কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন এই সব সাধারণ জ্ঞান গুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিগত নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করলাম এছাড়াও আমাদের ব্লগে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোউত্তর ও সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিভিন্ন আপডেট রয়েছে আপনারা সেগুলো পড়বেন দেখবেন ইনশাআল্লাহ চাকরির প্রতীটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন ।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button