ফ্রি গ্রাফিক্স ডিজাইন ওয়ার্কসপ ফর বেগিনার্স

ফ্রি গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক সপ ফর বেগিনার্স ফ্রি ডিজাইন এলিমেন্ট: যারা সৃজনশীল চিন্তা করতে পারে, আর্ট সম্পর্কে ভালো ধারণা আছে তাদের জন্য গ্রাফিক ডিজাইন একটি উপযুক্ত ক্যারিয়ার হতে পারে। বর্তমানে সব ধরনের কর্মক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনার এর প্রয়োজনীয়তা রয়েছে। নিজেদের চাকরি/পড়ালেখার পাশাপাশি গ্রাফিক ডিজাইন কে অনেকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। একটি গ্রাফিক ডিজাইন কোর্স যথেষ্ট ব্যয়সাধ্য যেটা অনেকর পক্ষে বহন করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স এর সন্ধান-

গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক সপ ফর বেগিনার্স ফ্রি ডিজাইন এলিমেন্ট (Graphic Design Workshop For Beginners. Free Design Elements.)

এই কোর্সটি করার পর আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এ প্রজেক্ট করতে শিখবেন প্যাকেজিং এবং লোগো ডিজাইনের বেপারে জানবেন ফন্ট সাইকোলজি এবং কম্পোজিশন তৈরির ব্যাপারে ধারনা পাবেন।

Udemy তে কোর্সটির রেটিং রয়েছে ৪.২। আপনি পেয়ে যাবেন ১ ঘন্টা ৫৭ মিনিট এর ভিডিও সম্পূর্ণ ফ্রি। কোর্সের ভাষা হল ইংলিশ।

কোর্স শিক্ষক: তার নাম Nidia Sahjara। তিনি দ্য ইউনিভার্সিটি অফ ডার্বিং এ কম্পিউটার সাইন্স সাবজেক্টে অধ্যায়নরত রয়েছেন। তিনি ২০২১ সালে কিংস কলেজ লন্ডন এ স্নাতকোত্তর করতে ভর্তি হয়েছেন।

ফ্রি গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স: Learn Graphic Design in Projects

এই কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন:

#) এই কোর্সটি করার পর আপনি নিজের প্যাকেজিং ডিজাইন করতে পারবেন।

#) আপনার নিজের জ্ঞান হাতে-কলমে কাজে লাগাতে পারবেন। ফটোশপ ইলাস্ট্রেটর বিভিন্ন টুলস সম্পর্কে ধারনা পাবেন।

#) ইউনিক উপায় লোগো বানানোর জন্য যা যা দরকার সেটা শিখতে পারবেন।

#) একদিন গ্রাফিক ডিজাইনের একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কি ধরনের ভূমিকা রয়েছে সেটা জানতে পারবেন।

#) রিসার্চ করে কিভাবে একটা মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে এটি ডিজাইন করতে পারবেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

#) কিভাবে একটি ইউনিক ডিজাইন করতে হয় আপনার দক্ষতা সৃজনশীলতা দিয়ে সে সম্পর্কে ধারণা পাবেন।

Join now for Free graphic design course

এরকম আরো অনেক ফ্রী কোর্সের সন্ধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এ।

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স উইথ ফটোশপ | Intro to Graphic Design with Photoshop

ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স | World of Free Graphic Design Course

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button