ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৫ম পত্র সাজেশন ২০২৩ | Economic 5th Paper Final Suggestions Degree Final Exam

ডিগ্ৰি তৃতীয় বর্ষ অর্থনীতি পঞ্চম পত্রের সাজেশন ২০২৩: ডিগ্ৰি তৃতীয় বর্ষের অর্থনীতি পঞ্চম পত্রের সিলেবাস ও সাজেশন শেয়ার করলাম । অর্থনীতি বুজে বুজে পড়লে অবশ্যই ভালো লাগবে পড়তে অনেক Demandable subject অর্থনীতি।

Course Title …. অর্থনীতির জন্য প্রাথমিক গনিত ।

ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৫ম পত্র সাজেশন ২০২৩

বীজগনিতের প্রাথমিক প্রক্রিয়া ।

  • বীজগানিতিক শব্দভাণ্ডার।
  • গুঞ্জন এবং বহিঃপ্রকাশের সঙ্গে নাম্বার বিভাজন।
  • সংযোজন এবং বীজগানিতিক পদের বিয়োজন।

ফাংশন ,ভেরিয়েবেল , এবং গ্ৰাফ।

একটি ফাংশনের ধারনা,স্পষ্ট এবং অন্তর্নিহিত ফাংশন।

ফাংশনের গ্ৰাফিক্যাল উপস্থাপনা ।

কার্তেসীয় স্থানাঙ্ক এবং বিন্দুর অবস্থান।

লিনিয়ার ফাংশন এবং দ্বিগাত ফাংশন।

সরলরেখার সমীকরন।

ক্যালকুলাস পরিচিতি।

সিদ্ধান্তমূলক সাধারণ নিয়ম,আংশিক অন্তরীকরন,অন্তরীকরনের সহজ এপ্লিকেশন।

ম্যাট্রিক্স বীজগনিত ।

ভেক্টর এবং ম্যাট্রিক্সের ধারনা,ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের রূপান্তর।

অর্থনীতি পঞ্চম পত্রের সাজেশন ২০২৩

ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

১…..প্রজনন ক্ষমতা কি ?

উত্তর : সন্তান ধারন অথবা সন্তান জন্মদানের জৈবিক সার্মথ্যই প্রজনন ক্ষমতা।

২….. বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়?

উত্তর: বাংলাদেশে প্রথম ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

৩……. মরনশীলতা কি?

উত্তর : জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা উপাংশ হিসাবে মৃত্যুকে মরনশীলতা বলে।

৪….. জনসংখ্যা অভিক্ষেপ কি?

উত্তর: ভবিষ্যৎতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যা গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারনা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে।

৫….. জনসংখ্যা পিরামিড কি?

উত্তর: স্ত্রী পুরুষভেদে বিভিন্ন বয়স গ্ৰুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে।

৬…….জনবিজ্ঞান ?

উত্তর: জনবিজ্ঞান বলতে এমন শাস্ত্র বুঝায় যা জনসংখ্যার আকার বন্টন এবং পরিবর্তনের পাশাপাশি এদের আর্থ-সামাজিক , নৈতিক, এবং এমনকি ধর্মীয় , সাংস্কৃতিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে।

৭…. জনসংখ্যা অর্থনীতি কি?

উত্তর: অর্থনীতির যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তাকে জনসংখ্যা অর্থনীতি বলে।

৮….দুইটি জনমিতিক চালকের নাম লিখ?

উত্তর: জন্মহার ও মৃত্যু হার।

৯….. জনসংখ্যা ঘনত্বের সূত্রটি লিখ?

উত্তর: জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা / মোট আয়তন।

১০…… জনসংখ্যা কাঠামো কি?

উত্তর: জনসংখ্যা কাঠামো বলতে মোট জনসংখ্যার মধ্যে নারী পুরুষ এর সংখ্যা এবং পাশাপাশি জনসংখ্যার বিভিন্ন বয়ঃদলের বর্তমান জনসংখ্যাকে বুঝানো হয়।

১১…. নীট পুনপ্রজনন হার কি?

উত্তর : কোন দেশের জন্মহার এবং মৃত্যুহার যদি সমান হয় এমন অবস্থায় জনসংখ্যার নিট পুনঃ প্রজনন হয়।

১২….. মৃত্যু কত প্রকার ও কি কি?

উত্তর: মৃত্যু দুই প্রকার যথা : স্বাভাবিক মৃত্যু ও অস্বাভাবিক মৃত্যু।

১৩: …. জন্মোত্তর শিশু মৃত্যুহারের সূত্রটি লিখ?

উত্তর : PNMIK= D4 – 51W× 1000/B.

১৪…….জীবন সারনির সংজ্ঞা দাও?

উত্তর : নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট বয়স ব্যবধানে হিসাবকৃত বয়ঃনির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে জনসংখ্যার প্রত্যাশিত জীবনকাল যে তালিকার মাধ্যমে নির্দেশ করা হয় তাকে জীবন সারনি বলে।

১৫…রাজততরঙ্গি কি?

১৬: কোহট কি?

ডিগ্রি ৩য় বর্ষ সাজেশন:

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন 

ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 

খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

  • বয়স কাঠামোর উপাদান সমূহ আলোচনা কর?
  • জনবিজ্ঞান কি ? জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ?
  • আদমশুমারি নমশুমারি বা নমুনা জরিপ কাকে বলে?
  • জনউর্বতার আর্থ-সামাজিক নির্ধারকসমূহ আলোচনা কর?
  • অতিরিক্ত জনসংখ্যা কিভাবে পরিবেশকে দূষিত করে?
  • পূর্ণাঙ্গ জীবনহানি ও সংক্ষিপ্ত জীবনহানির পার্থক্য আলোচনা কর?
  • বয়স লিঙ্গ পিরামিডের সংজ্ঞা দাও?
  • প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতা বলতে কি বুঝ?
  • মরনশীলতা বলতে কি বুঝ?
  • স্থানান্তর ভ্রমন কি ? স্থানান্তরের বিভিন্ন ধরন লিখ?
  • শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝ?
  • বয়স ও লিঙ্গ সংযুক্তি কি?
  • জনসংখ্যা পরিকল্পনা বলতে কি বুঝ?

গ বিভাগের রচনামূলক প্রশ্ন:

পরিবার পরিকল্পনা বলতে কি বুঝ? বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাধাসমূহ আলোচনা কর?

জনবিজ্ঞানের সংজ্ঞা দাও? জনবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর?

জীবনসারনি বলতে কি বুঝ? জীবনসারনির প্রস্তত প্রনালী আলোচনা কর?

  • বাংলাদেশে গ্ৰাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তরের কারন ও ফলাফল আলোচনা কর?
  • বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারনসমূহ আলোচনা কর?
  • জনসংখ্যা ঘনত্বের সংজ্ঞা দাও? বাংলাদেশে জনসংখ্যা ঘনত্ব বেশি হ ওয়ার কারনসূহ আলোচনা কর?
  • প্রজনন ক্ষমতা ও প্রজননশীলতা কি ? প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার পার্থক্য আলোচনা কর?
  • আন্তর্জাতিক স্থানান্তর কি? আন্তর্জাতিক স্থানান্তরের কারন ও ফলাফল আলোচনা কর?
  • জনসংখ্যা অভিক্ষেপন কি ? জনসংখ্যা অভিক্ষেপের প্রকারভেদ সমূহ আলোচনা কর?
  • জনসংখ্যা বৃদ্ধি কি ? ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির কারনসমূহ আলোচনা কর?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমাদের সাথে থেকে এই সকল বিষয়ের সাজেশন পেতে এবং গাইড পেতে সর্বদা শেয়ার করবেন এবং নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে আমাদের সাথেই থাকুন ।আমরা চেষ্টা করছি সবগুলো বিষয়ে্য এবং সব শ্রেনীর সিলেবাস সহ সাজেশন আপনাদের দিতে।

Also Read Degree 3rd Year Suggestions

ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

Degree 3rd Year English Suggestion ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button