ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ২০২৩ | Degree 3rd Year Islamic Stadies 5th Paper Suggestion

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্ৰি তৃতীয় বর্ষের সাজেশন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেতে আমাদের সাথেই থাকুন এবং ফ্রিতে ডাউনলোড করুন সকল বিষয়ের সাজেশন এবং গাইড।

ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সাজেশন ২০২৩: ডিগ্ৰি তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য ইসলামিক স্টাডিজ সিলেবাস সহ সাজেশন শেয়ার করা হলো আপনাদের উপকারে ইনশাআল্লাহ আসবে।

Table of Contents

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন

Course Title: ইসলামে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা।

ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সিলেবাস।

  • ইসলাম এবং সমসাময়িক সমাজের সংজ্ঞা,প্রকৃতি এবং বৈশিষ্ট্য সমূহ, সামাজিক সংকটে ইসলাম কর্তৃক সমাধান, প্রতিবেশীর অধিকার ও কর্তব্য,অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা,আল মুয়াখাত ,আল আদল ,আল ইহসান,খিদমাহ আল – খালক, ইসলামের আলোকে দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতনতা।
  • ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা , বৈশিষ্ট্য: ইসলামী রাষ্ট্র প্রধানের গুনাবলী , দায়িত্বশীলতা,কর্তব্যসমূহ,সরকারের অঙসমূহ,কার্যনির্বাহী বিভাগ,আইনসভা ও বিচারবিভাগ,।
  • অধিবাসী ও নাগরিক: তাদের অধিকার , দায়িত্ব,গনতন্ত্র ও মজলিশ – ই সূরা ,ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি,ইসলামি রাষ্ট্র ও অন্যান্য রাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা।

ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সাজেশন ২০২৩:

ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ :

হিলফুল ফুযুল এর লক্ষ্য কি ছিল?

উত্তর : হিলফুল ফুযুলের লক্ষ্য ছিল আরবের বিভিন্ন গোত্রের মধ্যে সংগঠিত অন্তর্দয় নিরসন করে শান্তি প্রতিষ্ঠা করা।

প্রশ্ন: আমুল ফিল এর অর্থ কি?

উত্তর : আমুল ফিল এর অর্থ হস্তীর বছর।

প্রশ্ন: মুসলিম জাতির পিতা কে ?

উত্তর: মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আ. ।

ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন

ইসলাম প্রচারের প্রধান প্রানকেন্দ্র কি?

উত্তর : ইসলাম প্রচারের প্রধান প্রানকেন্দ্র মক্কা শরীফ।

মহানবী স. কত বছর ইসলাম প্রচার করেন?

উত্তর : মহানবী স. ২৩ বছর ইসলাম প্রচার করেন।

জিহাদ শব্দের অর্থ কী?

উত্তর: জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা ,সাধনা করা ,সংগ্ৰাম করা ইত্যাদি।

মরুভূমির জাহাজ কাকে বলা হয়?

উত্তর : মরুভূমির জাহাজ বলা হয় উটকে।

ইহসান কত প্রকার?

উত্তর : ইহসান দুই প্রকার।

ইনসাফ শব্দের অর্থ কী?

উত্তর: ইনসাফ শব্দের অর্থ ন্যায়বিচার সুবিচার ইত্যাদি‌।

আল মুয়িখাত শব্দের অর্থ কী?

আল মুয়িখাত শব্দের অর্থ পারস্পরিক হ্নদ্যতা সৌহার্দ্য, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বন্ধন ইত্যাদি।

আখলাক শব্দের অর্থ কী,?

উত্তর : আখলাক শব্দের অর্থ স্বভাব , চরিত্র, বৈশিষ্ট্য।

খলিফাতুল্লাহ শব্দের অর্থ কী?

উত্তর : খলিফাতুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রতিনিধি।

  • খিদমতে খালক শব্দের অর্থ কী?
  • উত্তর : খিদমতে খালক অর্থ আল্লাহর সৃষ্টির সেবা করা।
  • জিজিয়া শব্দের অর্থ কী?
  • উত্তর : জিজিয়া শব্দের অর্থ হচ্ছে অমুসলিমদের নিরাপত্তা জনিত নির্দিষ্ট করে?

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে:

ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কি?

উত্তর : ইসলামী রাষ্ট্রের। উপদেষ্টা পরিষদের নাম মজলিশে শূরা।

মজলিশে শূরা কাকে বলে?

উত্তর : জনগনের সুযোগ সুবিধা বৃদ্ধি ও স্বচ্ছ ভাবে শাসন কার্য পরিচালনার জন্য দ্বিতীয় খলিফা ওমর রাঃ যে উচ্চক্ষমতাসম্পন্ন পরামর্শ পরিষদ গঠন করেন তাই মজলিশে শূরা।

ইজতিহাদ অর্থ কী?

উত্তর : ইজতিহাদ ও গবেষণা , অনুসন্ধান প্রচেষ্টা ইত্যাদি।

আহলুম জিম্মাহ কারা?

উত্তর : আহলুম জিম্মাহ মুসলিম নয় কিন্তু ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে নিয়েছে।

ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি?

উত্তর : ইসলামী রাষ্ট্রের উপাদান চারটি।

সার্বভৌমত্ব অর্থ কী?

উত্তর : সার্বভৌমত্ব অর্থ সবকিছুর উপর নিরঙ্কুশ অধিকার।

খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

  • আরবকে জাজিরাতুল আরব বলার কারন সংক্ষেপে আলোচনা কর?
  • ইসলামী সমাজ কি?.
  • ইসলামী সমাজের আত্মীয় স্বজনের চারটি অধিকার আলোচনা কর?
  • ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝ?
  • ইসলামী রাষ্টে রাষ্ট্র প্রধানের আইনগত গুনাবলী আলোচনা কর?
  • শাসন বিভাগ বলতে কি বুঝ?
  • ইসলামী রাষ্ট্রে বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর?
  • নাগরিক বলতে কি বুঝ?
  • ইসলামী আইনের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা কর?
  • ইসলা মী রাষ্ট্রের মূল উপাদান কয়টি?কারযা
  • ইসলামী রাষ্ট্রের সাথে পূজিবাদী রাষ্ট্রের চারটি পার্থক্য লিখ?

গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ইসলামী স্টাডিজ পঞ্চম পত্রের।

  • ইসলামী রাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য লিখ?
  • ইসলামী সমাজ ব্যবস্থায় কিভাবে মানব মর্যাদা দেওয়া হয়েছে?
  • ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় ইসলামী সমাজ ব্যবস্থার ভূমিকা আলোচনা কর?
  • ইসলামী সমাজ জীবনে মসজিদের ভূমিকা আলোচনা কর?
  • আদল বলতে কি বুঝ? সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আদরের ভূমিকা আলোচনা কর?
  • ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিবেশীর ভূমিকা আলোচনা কর?
  • মজলিশে শূরা কি? মজলিশে শূরার সদস্য দের বিচার বিভাগ কাকে বলে?
  • কুরআন হাদীসের আলোকে বিচার বিভাগ এর কার্যাবলী আলোচনা কর?
  • ইসলামী রাষ্ট্র কাকে বলে ? ইসলামী রাষ্ট্রে বিচার বিভাগের উৎস সমূহ আলোচনা কর,?
  • নাগরিক বলতে কি বুঝ ? ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন সুনাগরিক এর গুনাবলী আলোচনা কর?
  • ইসলামী রাষ্ট্রে পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা কর?
  • ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্র ব্যবস্থার তুলনামূলক আলোচনা কর,

Degree 3rd Year Political Science Suggestion 2023 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্ৰি তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের সিলেবাস ও সাজেশন আপনাদের জন্য ই আমাদের এই আয়োজন যদি কাজে লাগে তবেই আমরা উপকৃত কেননা আপনারাই দেশ ও জাতির ভবিষ্যৎ এবং আপনাদের জন্য সব আয়োজন বেশি করে শেয়ার করবেন এবং সাথেই থাকবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button