ডিগ্ৰি তৃতীয় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন: দর্শন পঞ্চম পত্রের সাজেশন ২০২৩ আজ আমরা শেয়ার করলাম কেননা অনেকেই আছেন যারা ডিগ্ৰি তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রী নিয়মিত ক্লাস করেনি বিভিন্ন কারনে তাই আমরাও আছি সর্বদা আমাদের প্রানপ্রিয় ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সাজেশন বিভিন্ন নতুন নতুন আপডেট নিয়ে।
Course Title … Bangladesh Philosophy.
ডিগ্রি ৩য় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন ২০২৩:
- বাংলাদেশ দর্শনের উৎপত্তি ,প্রকৃতি ,পরিধি, এবং বৈশিষ্ট্য।
- বাংলাদেশ দর্শনে সূফিবাদের প্রভাব ,বৈষ্ণব ও বাউল বাদ ।
- বাংলাদেশ দর্শনের ১৯ ও ২০ শতকের প্রবনতা ধরন ।
বাংলাদেশ দর্শনে নিম্নোক্ত চিন্তাবিদদের অবদান:
রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম , মোহাম্মদ বরকত উল্লাহ ,আবুল হোসাইন,কাজী আব্দুল ওয়াদুদ,ড. জি. সি . দেব , বেগম রোকেয়া।
দর্শন পঞ্চম পত্রের সাজেশন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ:
কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯১৩ সালে।
কাজী আব্দুল ওয়াদুদ কে ছিলেন?
উত্তর : লেখক চিন্তাবিদ।
কাজী নজরুল ইসলামের দুটি গ্ৰহ্নের নাম লেখ?
উত্তর : অগ্নিবীনা ও বিশের বাঁশি।
কোন গ্ৰহ্নে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পায়?
উত্তর: মানুষের ধর্ম গ্ৰহ্ন।
পারস্য প্রতিভা কে লিখেন?
উত্তর : মোহাম্মদ বরকতুল্লাহ।
সুফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: আহলুস সাফফা থেকে।
কে সতীদাহ প্রথা রহিত করেছিলেন?
উত্তর : লর্ড বেন্টিংঙ্ক ১৮২৯ সালে।
আত্মীয় সভা কত সালে গঠিত হয় ?
উত্তর : ১৮১৫ সালে।
ঊনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?
উত্তর : রাজা রাম মোহন রায়।
সৈয়দ আমির আলীর বিখ্যাত গ্ৰহ্নের নাম কি?
উত্তর “The Spirint of Islam”.
ডিগ্রি ৩য় বর্ষ সাজেশন:
ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৫ম পত্র সাজেশন
ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন
ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৯২০ সালে।
নব্য মানবতাবাদের প্রবক্তা কে?
উত্তর : মানবেন্দ্রনাথ রায়।
আরজ আলী মাতব্বরের বিখ্যাত গ্ৰহ্নের নাম ?
উত্তর : সত্যের সন্ধানে।
নব্য মানবতাবাদের প্রবক্তা কে?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়।
কেশবচন্দ্র সেনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?
উত্তর: ব্রাক্ষ্মানন্দ্র।
ব্রাক্ষ্ম সমাজ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর:রাজা রাম মোহন রায়।
বাংলায় নবজাগরণের ঊম্মেষ ঘটে কোন সনে?
উত্তর:ঊনিশ শতকে।
বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?
উত্তর : চারটি।
বেগম রোকেয়া কোন আন্দোলনের পথিকৃৎ?
উত্তর;: মুসলিম নারী মুক্তি আন্দোলনের ।
সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছিলেন?
উত্তর: ড. গৌবিন্দ চন্দ্র দেব।
মুসলিম শিক্ষার অন্তরায় কি ছিল ?
মোহাম্মদ বরকতুল্লাহর মতে স্বজ্ঞা কি?
উত্তর : অতিন্দ্রীয় অনুভব।
খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ( সংক্ষিপ্ত)।
- কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়?
- বাংলাদেশ দর্শন কি সমন্বয়ীধর্মী?
- মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন?
- সমন্বয়ী ভাববাদ কি?
- বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?
- বৈষ্ণব দর্শন কি? ” ফানা”ও “বাঁকা” কি পার্থক্য লিখ?
- রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন?
- বাঙালি দর্শনের উৎসসমূহ আলোচনা কর?
- রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা কর?
- ইয়ং বেঙ্গল বলতে কাকে বুঝানো হয়েছে?
- সুফি ও বাউলের দর্শনের মধ্যে পার্থক্য দেখাও?
গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ।
- সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতি গুলো আলোচনা কর?
- বাংলাদেশ দর্শন কাকে বলে ? বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর?
- বাউল কারা ? বাউলতত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর?
- মানবতাবাদী কবি হিসাবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখা ও মূল্যায়ন কর?
- বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান মূল্যায়ন কর?
- কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর?
- মোহাম্মদ বরকতুল্লাহর কে ছিলেন? তাঁর দর্শন আলোচনা কর?
- নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার অবদান আলোচনা কর?
- বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব কি? বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর?
- ফরায়েজী আন্দোলন কি? ফরায়েজী আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে এই সিলেবাস ও সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং সকল বিষয়ের গাইড বই ও সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন চেষ্টা করবো আপনাদের জন্য যাই শেয়ার করবো সবই আপনাদের জন্য উপকৃত হবে ।
Also Read Degree 3rd Year Suggestions
ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন
Degree 3rd Year English Suggestion ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন