ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩

সাহেদা জান্নাত
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩

ঢাবি পরীক্ষার তারিখ : প্রিয় পাঠক নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো সুস্থ ও সুন্দর থাকাটাই আমারা চাই।আজ আমি শেয়ার করলাম ঢাবি পরীক্ষার তারিখ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩

ঢাবি পরীক্ষার তারিখ দিয়েছে । অলরেডি মে তে ঢাবি পরীক্ষার তারিখ দিয়েছে ।২০২৩ এর প্রথম মাস জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে।২০২৩ এর ফেব্রুয়ারি মাস আসছে ।মাঝে পুরো এক মাস পবিত্র রমজান এবং ঈদ ।তাহলে সময় পাচ্ছেন কতদিন ? একটু হিসাব করলেই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন । এই সময়ে please right preparation আপনাকে ঢাবি পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারবেন।

ঢাবি পরীক্ষার তারিখ :

ঢাবি পরীক্ষার তারিখ যেহেতু দেয়া হয়েছে তাই আপনারা যারাই ঢাবি পরীক্ষা দিবেন এই এক মাসের মধ্যেই সঠিক প্রস্তুতি নিতে পারেন । অবহেলা না করে কোন কোন বিষয়ে পড়তে হবে সিলেবাসে অনুযায়ী পড়লেই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন।ঢাবি পরীক্ষার তারিখ দিয়েছে তাই সঠিক প্রস্তুতি নিতে পারেন এবং সঠিক প্রস্তুতি আপনাকে নিয়ে যাবে সঠিক গন্তব্যে।

সুপারিশ কৃত ভর্তি পরীক্ষার তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় :

ইউনিট ……….. সম্ভাব্য তারিখ।

Cha চারুকলা ………২৯ এপ্রিল ২০২৩।

B ইউনিট মানবিক … ….. ৬ মে ২০২৩।

A ইউনিট বিজ্ঞান……… ১২ মে ২০২৩।

C ইউনিট বানিজ্য ………১৩ মে ২০২৩।

Dhaka University Admission 4 Units Information 2023

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে ৪ টি ইউনিট:

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট থাকবে আর এই চারটি ইউনিট হলো ক…..…খ…..গ……. এবং চ।

ইউনিট অনুযায়ী আসন সংখ্যা সম্ভাব্য।

ক ,ইউনিট ….ক ইউনিটে মোট আসন সংখ্যা……১১৫১ টি বিভাগ পরিবর্তন…. ৭০ টি।

খ , ইউনিটে মোট আসন সংখ্যা …. ৩০১৯ টি , বিভাগ পরিবর্তন …… ১১৫৮ টি।

গ, ইউনিটে মোট আসন সংখ্যা ….. ১০৩৫ টি , বিভাগ পরিবর্তন …. ১০৫ টি।

চ, ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০ টি।

পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি।

  • ভর্তি পরীক্ষার মোট নম্বর …..১২০
  • ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের
  • এসএসসি+ এইচএসসি ….১০ + ১০ = ২০

এছাড়াও ঢাবি ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় ইতিমধ্যে আমরা শেয়ার করেছি এবং আপনারা ও বেশী করে শেয়ার করবেন।ঢাবি পরীক্ষার জন্য যেহেতু তারিখ প্রায় ই এসেছে তাই অবহেলা না করে নিজেকে পুরোপুরি প্রস্তুত করুন নিজের জন্য সঠিক পথের সন্ধান নেওয়ার সময় এখন ই আমরা ও সবাই কামনা করি সবার মনে আশা যেন পূরন হোক।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।