ডিগ্রি ৩য় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন ২০২৩ | Degree 3rd Year Philosophy Suggestion 2023

সাহেদা জান্নাত
ডিগ্রি ৩য় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন

ডিগ্ৰি তৃতীয় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন: দর্শন পঞ্চম পত্রের সাজেশন ২০২৩ আজ আমরা শেয়ার করলাম কেননা অনেকেই আছেন যারা ডিগ্ৰি তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রী নিয়মিত ক্লাস করেনি বিভিন্ন কারনে তাই আমরাও আছি সর্বদা আমাদের প্রানপ্রিয় ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সাজেশন বিভিন্ন নতুন নতুন আপডেট নিয়ে।

Course Title … Bangladesh Philosophy.

ডিগ্রি ৩য় বর্ষ দর্শন পঞ্চম পত্রের সাজেশন ২০২৩:

  • বাংলাদেশ দর্শনের উৎপত্তি ,প্রকৃতি ,পরিধি, এবং বৈশিষ্ট্য।
  • বাংলাদেশ দর্শনে সূফিবাদের প্রভাব ,বৈষ্ণব ও বাউল বাদ ।
  • বাংলাদেশ দর্শনের ১৯ ও ২০ শতকের প্রবনতা ধরন ।

বাংলাদেশ দর্শনে নিম্নোক্ত চিন্তাবিদদের অবদান:

রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম , মোহাম্মদ বরকত উল্লাহ ,আবুল হোসাইন,কাজী আব্দুল ওয়াদুদ,ড. জি. সি . দেব , বেগম রোকেয়া।

দর্শন পঞ্চম পত্রের সাজেশন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ:

কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : ১৯১৩ সালে।

কাজী আব্দুল ওয়াদুদ কে ছিলেন?

উত্তর : লেখক চিন্তাবিদ।

কাজী নজরুল ইসলামের দুটি গ্ৰহ্নের নাম লেখ?

উত্তর : অগ্নিবীনা ও বিশের বাঁশি।

কোন গ্ৰহ্নে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পায়?

উত্তর: মানুষের ধর্ম গ্ৰহ্ন।

পারস্য প্রতিভা কে লিখেন?

উত্তর : মোহাম্মদ বরকতুল্লাহ।

সুফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উত্তর: আহলুস সাফফা থেকে।

কে সতীদাহ প্রথা রহিত করেছিলেন?

উত্তর : লর্ড বেন্টিংঙ্ক ১৮২৯ সালে।

আত্মীয় সভা কত সালে গঠিত হয় ?

উত্তর : ১৮১৫ সালে।

ঊনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?

উত্তর : রাজা রাম মোহন রায়।

সৈয়দ আমির আলীর বিখ্যাত গ্ৰহ্নের নাম কি?

উত্তর “The Spirint of Islam”.

ডিগ্রি ৩য় বর্ষ সাজেশন:

ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৫ম পত্র সাজেশন

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন 

ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 

ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?

উত্তর : ১৯২০ সালে।

নব্য মানবতাবাদের প্রবক্তা কে?

উত্তর : মানবেন্দ্রনাথ রায়।

আরজ আলী মাতব্বরের বিখ্যাত গ্ৰহ্নের নাম ?

উত্তর : সত্যের সন্ধানে।

নব্য মানবতাবাদের প্রবক্তা কে?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

কেশবচন্দ্র সেনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?

উত্তর: ব্রাক্ষ্মানন্দ্র।

ব্রাক্ষ্ম সমাজ আন্দোলনের প্রবক্তা কে?

উত্তর:রাজা রাম মোহন রায়।

বাংলায় নবজাগরণের ঊম্মেষ ঘটে কোন সনে?

উত্তর:ঊনিশ শতকে।

বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?

উত্তর : চারটি।

বেগম রোকেয়া কোন আন্দোলনের পথিকৃৎ?

উত্তর;: মুসলিম নারী মুক্তি আন্দোলনের ‌‌।

সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছিলেন?

উত্তর: ড. গৌবিন্দ চন্দ্র দেব।

মুসলিম শিক্ষার অন্তরায় কি ছিল ?

মোহাম্মদ বরকতুল্লাহর মতে স্বজ্ঞা কি?

উত্তর : অতিন্দ্রীয় অনুভব।

খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ( সংক্ষিপ্ত)।

  • কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়?
  • বাংলাদেশ দর্শন কি সমন্বয়ীধর্মী?
  • মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন?
  • সমন্বয়ী ভাববাদ কি?
  • বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?
  • বৈষ্ণব দর্শন কি? ” ফানা”ও “বাঁকা” কি পার্থক্য লিখ?
  • রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন?
  • বাঙালি দর্শনের উৎসসমূহ আলোচনা কর?
  • রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা কর?
  • ইয়ং বেঙ্গল বলতে কাকে বুঝানো হয়েছে?
  • সুফি ও বাউলের দর্শনের মধ্যে পার্থক্য দেখাও?

গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ।

  • সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতি গুলো আলোচনা কর?
  • বাংলাদেশ দর্শন কাকে বলে ? বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর?
  • বাউল কারা ? বাউলতত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর?
  • মানবতাবাদী কবি হিসাবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখা ও মূল্যায়ন কর?
  • বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান মূল্যায়ন কর?
  • কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর?
  • মোহাম্মদ বরকতুল্লাহর কে ছিলেন? তাঁর দর্শন আলোচনা কর?
  • নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার অবদান আলোচনা কর?
  • বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব কি? বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর?
  • ফরায়েজী আন্দোলন কি? ফরায়েজী আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে এই সিলেবাস ও সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং সকল বিষয়ের গাইড বই ও সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন চেষ্টা করবো আপনাদের জন্য যাই শেয়ার করবো সবই আপনাদের জন্য উপকৃত হবে ।

Also Read Degree 3rd Year Suggestions

ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

Degree 3rd Year English Suggestion ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন 

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।