প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আপনাদের জন্য আজ আমি শেয়ার করলাম ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন, আমাদের ব্লগে ইতোমধ্যে প্রথম বর্ষের সবগুলো বিষয়ের সাজেশন শেয়ার করা হয়েছে আমরা প্রতিটি year এর সাজেশন আপনাদের জন্য শেয়ার করলাম।
ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৩য় পত্র সাজেশন: Degree 2nd year history 3rd Paper Suggestion
বাংলার ইতিহাস ( ১২০৪-১৭৬৫)
১. মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসসমূহ:
২. বখতিয়ার খিলজি এবং বাংলার স্বাধীন সুলতানের উদ্ভব।
- বখতিয়ার খিলজির বাংলা আক্রমন ।
- সেন বংশের পতন।
- শামসুদ্দীন ইলিয়াস শাহ এবং স্বাধীন সুলতানদের শাসন।
বাংলার গুরুত্বপূর্ণ সুলতানগন ।
ক, আলাউদ্দিন হোসেন শাহ,বিজয় ও রাজ্য এবং শিল্প ও সাহিত্যের উন্নয়ন, নতুন ধর্ম মতের সম্প্রসারন, আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব।
খ, নুসরাত শাহ।
সুলতানি আমলের ধর্ম ও সংস্কৃতি ।
মুঘল আক্রমন।
বার ভুঁইয়াদের সাথে মুঘলদের দ্বন্ধ এবং ঢাকায় রাজধানী স্থাপন।
মীর জুমলা এবং শায়েস্তা খান।
দেওয়ান ও সুবেদার মুর্শিদ কুলি খান।
ক,রাজস্ব ব্যবস্থা …..১৭০০-১৭২৭।
খ,নওয়াব আলীবর্দী খান ও নওয়াব সিরাজউদ্দৌলা।
গ, মারাঠাদের সাথে দ্বন্ধ।
আলীবর্দী খানের প্রশাসনিক ব্যবস্থা।
নওয়াব সিরাজউদ্দৌলা ও অভ্যন্তরীন ষড়যন্ত্র।
পলাশি যুদ্ধ ও যুদ্ধের প্রভাব।
যুদ্ধের কারন।
যুদ্ধের প্রকৃতি ও অঙ্গ কূপ হত্যার প্রচার।
সিরাজউদ্দোলার পরাজয় ও প্রভাব।
ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন।
- ডিগ্ৰি ২য় বর্ষ সমাজকর্ম ৩য় পত্র সাজেশন
- ডিগ্রি ২য় বর্ষ ভূগোল ও পরিবেশ সাজেশন
- দর্শন তৃতীয় পত্রের সাজেশন ডিগ্রি ২য় বর্ষ
ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর , দিওয়ানি এবং বক্সারের যুদ্ধ।
প্রিয় ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই সিলেবাস অনুযায়ী পড়লে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং ইতিহাস অনেক সহজ বিষয় এগুলোর সাজেশন না হলেও এই বিষয়গুলো বিস্তারিত পড়লে ভালো এবং ইতিহাস অর্থাৎ ঘটনা ভিত্তিক তাই প্রতিদিন একটি topics করে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এছাড়া আমাদের সাথেই থাকুন বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে।