ডিগ্রি ২য় বর্ষ ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২৩ |  Degree 2nd Year Geography and Environment Paper Suggestion

ডিগ্রি ২য় বর্ষ ভূগোল ও পরিবেশ সাজেশন, কোর্স টাইটেল , জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শেয়ার করলাম ভূগোল ও সাংস্কৃতিক পরিবেশ এর সাজেশন ।অর্থাৎ এই subject এর বিষয়বস্তু গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম । আপনারা যেকোন সময় আমাদের এই সাজেশন গুলো পেতে পারেন।

ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ :

  • কোর্স কোড. ‌‌‌123201.
  • তৃতীয় পত্র‌।
  • Course Title… জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল।

Introduction to population Geography, জনসংখ্যা ও ভূগোলের ভূমিকা:

সংজ্ঞা,পরিধি, জনসংখ্যা ভূগোল উন্নয়ন, জনসংখ্যা ও জনতত্ত্ব।

Source of population data জনসংখ্যা উপাত্তের উৎস:

  • আদমশুমারি ।
  • সাধারন জরিপ।
  • নিয়ন্ত্রন।

Also Read: ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩ | Degree 2nd year Bangla Suggestion 2023
Also Read: ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন | Degree 2nd year Political Science Suggestion 2023

Population Distribution , জনসংখ্যার বন্টন :

  • জনসংখ্যার বন্টন।
  • জনসংখ্যা বন্টনকে প্রভাবিত করার্ কারন সমূহ।

Population Composition জনসংখ্যার গঠন।

  • জৈবিক :আকার ,বয়স, লিঙ্গ।
  • সামাজিক: বৈবাহিক অবস্থা,ভাষা,ধর্ম , শিক্ষা।

Population Dynamics , জনসংখ্যা গতিশীলতা।

  • উর্বরতা।
  • মরনশীলতা।
  • স্থানান্তর ,গমন ও এর নির্ধারকসমূহ।

Introduction to cultural Geography, সাংস্কৃতিক ভূগোল পরিচিত।

সংজ্ঞা পরিধি ও প্রকৃতি।

Evolution of human races and mankind, মানবজাতি ও মানব প্রজাতির বিবর্তন।

Also Read: ডিগ্রি ২য় বর্ষ সমাজবিজ্ঞান ৩য় পত্র সাজেশন | Degree 2nd Year Sociology 3rd Paper Suggestion 2023


Also Read: দর্শন তৃতীয় পত্রের সাজেশন ডিগ্রি ২য় বর্ষ | Degree 2nd Year Philosophy Suggestion 2023

Processes of culture change: সাংস্কৃতিক পরিবর্তনের ধারা :

আবিষ্কার , উদ্ভাবন,ব্যাপণ ও সমন্বয়করণ, একত্রীকরণ ও সংস্কৃতিক অভিযোজন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ এর নতুন সিলেবাস তা থেকে আপনি সাজেশন আকারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিতে পারেন এবং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এবং আমাদের সাথেই থাকুন সাথে থেকেই সব বিষয়ের সাজেশন এবং বিভিন্ন নতুন নতুন আপডেট শেয়ার করতে পারেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button