ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন | Degree 2nd year Political Science Suggestion 2023

সাহেদা জান্নাত
ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন

রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন ডিগ্ৰী দ্বিতীয় বর্ষ: প্রিয় শিক্ষার্থী যারা ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন চান তাঁদের জন্য আমার এই পোস্ট টি ।ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন।

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন 2023

প্রথমে আমি সিলেবাস টি একটু শেয়ার করলাম ।

রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র , বাংলাদেশের সরকার ও রাজনীতি ।

  • অধ্যায় ১… রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন।
  • অধ্যায় ২……. বাংলাদেশের অভ্যুদয়।
  • অধ্যায় ৩ ….. বাংলাদেশের সংবিধান।
  • অধ্যায় ৪ …. অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ।

এবার আমি বাংলাদেশের সরকার ও রাজনীতি বিষয়ের সাজেশন টি শেয়ার করলাম : প্রিয় শিক্ষার্থী সাজেশন শেয়ার করার পূর্বে আমার একটি অনুরোধ আপনারা কেবল সাজেশন নির্ভর করে পড়বেন না যেকোন বিষয়ের উপর ভালোকরে পড়ে অর্থাৎ প্রতিটি বিষয়ের পাঠ্যবই গুলো ভালোকরে পড়বেন দেখবেন যেকোন প্রশ্ন আপনাদের সড়জ লাগবে।

রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন।কত বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

  • দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ? উ… মোহাম্মদ আলী জিন্নাহ।
  • মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কতজন ছিলেন? উ….৩ জন।
  • লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? উ….একে ফজলুল হক।
  • কখন মুসলিম লীগের জন্ম হয় ? উ…৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
  • বাংলাদেশ সংবিধান কতবার সংশোধিত হয়েছে? উ…..১৬ বার।
  • কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উ….১৯৫৬ সালে।
  • মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন ? উ…. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উ….১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি।
  • ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন লাভ করে? উ….১৬৭ টি।
  • সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয়? উ… ৩০ শে ডিসেম্বর ১৯০৬ সালে।
  • আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? উ…. ১৩৫ জন।
  • পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল ছিলেন? উ… মোহাম্মদ আলী জিন্নাহ।
  • অবিভক্ত ভারতের মূখ্য মন্ত্রী কে ছিলেন? উ…হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উপরের কয়েকটি প্রশ্নের উত্তর সহ শেয়ার করলাম এবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হলো।

সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন।

  • মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
  • কত সালে বঙ্গভঙ্গ করা হয়?
  • বেঙ্গল প্যাক্ট কখন সাক্ষরিত হয়?
  • দ্বিজাতিতত্ত্বের মূল কথা কি?
  • রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
  • ছয় দফার প্রথম দফা ছিল?
  • আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
  • বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
  • তমদ্দুন মজলিশ কবে গঠিত হয়?
  • বাংলাদেশের সংবিধানের শেষ সংশোধনী কততম?
  • ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ করেন?
  • সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয়?
  • জিন্নাহর দ্বিজাতিতত্ত্বটি ব্যাখা কর?
  • ক্যাবিনট মিশন পরিকল্পনা কি?
  • বঙ্গভঙের ফলাফল লিখ?
  • মুসলিম গঠনের উদ্দেশ্যে লিখ?
  • ভাষা আন্দোলনের কারন সমূহ আলোচনা কর?
  • অপারেশন সার্চ লাইট কি?
  • ১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা কর?

রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়বেন অবশ্যই পরীক্ষায় কমন পড়বে।

গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী।

  • ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারন ও ফলাফল আলোচনা কর?
  • বঙ্গভঙের পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর আলোচনা কর?
  • ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর?
  • ১৯৭২ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা কর?
  • বাংলাদেশর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর?
  • বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর?
  • ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন আইনের কার্যকারিতা আলোচনা কর?
  • জেনারেল এরশাদের পতনের কারন সমূহ আলোচনা কর?
  • লাহোর প্রস্তাবের কারন সমূহ উল্লেখপূর্বক তুমি কি মনে কর লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ সুগম করেছিল আলোচনা কর?
  • ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা কর?
  • ১৯০৯ সালের মরলি মিন্টো সংস্কারের আইনসমূহ ব্যাখা কর?
  • ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা কর?
  • ১৯৬৯ সালের গনঅভ্যূথানের কারন ও ফলাফল আলোচনা কর?
  • ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর?
  • উন্নয়নশীল দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারনসমূহ ব্যাখা কর?
  • বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা কর?
  • যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা কর?
  • বাংলাদেশ সংবিধানের দ্ধাদশ‌ সংশোধনীর ধারাসমূহ আলোচনা কর?
  • আগরতলা ষড়যন্ত্র মামলার কারন ও ফলাফল আলোচনা কর?
  • ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ের কারন সমূহ আলোচনা কর?
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ও নারীদের অবদান আলোচনা কর?
  • বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা কর?
  • বাকশাল কি ? বাকশাল গঠনের মূল কারন কি আলোচনা কর?
  • মুজিব সরকারের সংকট গুলো আলোচনা কর?

এই সাজেশন এর পাশাপাশি আপনারা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সবগুলো অধ্যায় ভালোভাবে পড়বে এবং পড়ে পড়ে শিখার পর ছোট প্রশ্নগুলো শিখার চেষ্টা করবেন দেখবেন শেখা অনেক সহজ হয়ে যাবে আমাদের এই ব্লগে বিভিন্ন বিষয়ের সাজেশন এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য সাধারন জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াদি ও শেয়ার করা হয়েছে আপনারা ও বেশী করে শেয়ার করবেন।

ডিগ্রি ১ম বর্ষ সাজেশন

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।