ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি তৃতীয় পত্র সাজেশন ২০২৩ | Economics Suggestion Degree 2nd Year 2023

ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন: ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন । ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি তৃতীয় পত্র সাজেশন, Economics Suggestion Degree 2nd Year

Course Title: Macro Economics ( সামষ্টিক অর্থনীতি)

  • অধ্যায় ১: সামষ্টিক অর্থনীতির মৌলিক ধারনাসূহ :
  • এই পাঠ থেকে বিষয়গুলো হচ্ছে ,আয় ,ভোগ,সঞ্চয় , বিনিয়োগ , নিয়োগ এবং উৎপাদন।
  • অধ্যায় ২: জাতীয় আয় হিসাব ,..
  • … আর্থিক এবং প্রকৃত জাতীয় আয়,জাতীয় আয় পরিমাপ পদ্ধতি,জাতীয় আয় গননার সমস্যা,জাতীয় আয় পরিমাপের উপযোগিতা।
  • অধ্যায় ৩: আয় নির্ধারণ তত্ত্ব….
  • . সামষ্টিক অর্থনীতির ক্লাসিক্যাল ধারনা ,শ্রমের চাহিদা ও যোগান, ভারসাম্য আয় ও নিয়োগ নির্ধারন,সে এর বিধি ,কেইনসীয় তত্ত্ব।
  • অধ্যায় ৪: বিনিয়োগ: ….
  • . বিনিয়োগের ধারনা , বিনিয়োগের প্রান্তিক দক্ষতা ও মূলধনের প্রান্তিক দক্ষতা।।
  • অধ্যায় ৫:…
  • . মুদ্রাস্ফীতি…. মুদ্রাস্ফীতির প্রকারভেদ,কারন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন , চাহিদা এবং খরচ, বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সংজ্ঞা এবং এর প্রকৃতি, মুদ্রাস্ফীতির ব্যবধান এবং মুদ্রাস্ফীতির ব্যবধানের পরিমাপ।
  • অধ্যায় ৬…
  • ..ভোগ এবং সঞ্চয় অপেক্ষা …. ভোগ এবং সঞ্চয় অপেক্ষকের ধারনা ,MPC,APC,MPS,APS. কোইন্সিয় ভোগ অপেক্ষকের স্বল্প ও দীর্ঘকালীন ধারনা।
  • অধ্যায় ৭: .
  • … অর্থ লেনদেনের পরিমাণ তত্ত্ব;….. ফিশারের বিনিময় সমীকরণ,ক্যামব্রীজ সমীকরণ, এবং ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্ব।
  • অধ্যায় ৮:
  • গুনক এবং ত্বরণ তত্ত্ব: গুনক এর ধারনা,দুখাতবিশিষ্ট অর্থনীতিতে গুনকের কার্যক্রম,গুনকের অপচয়,মিতব্যয়িতার অসামঞ্জস্য,ত্বরন ও ত্বরনের বৈশিষ্ট্য,ত্বরণ ও ত্বরণ তত্ত্ব বিশ্লেষণ।
  • অধ্যায় ৯:
  • ব্যাংক ব্যবস্থা: বানিজ্যিক এবং কেন্দ্রিয় ব্যাংক, বানিজ্যক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টি এবং এর সীমাবদ্ধতা।
  • অধ্যায় ১০:
  • আর্থিক মুদ্রা ও রাজস্ব নীতি … আর্থিক ও রাজস্ব নীতির ধারনা,আর্থিক ও রাজস্ব নীতির উদ্দেশ্য, অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও রাজস্ব নীতির ভূমিকা,ক্রাউডিং আউট এর প্রভাব।

ডিগ্রি ২য় বর্ষ সাজেশন:

ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 

ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৩য় পত্র সাজেশন

ডিগ্ৰি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ফাইনাল সাজেশন

ডিগ্রি ২য় বর্ষ সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজকল্যান সাজেশন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের অর্থনীতি সিলেবাস এবং এর পঠিত বিষয়গুলো এই বিষয়গুলো সিলেবাসে আকারে পড়বেন অর্থনীতি আপনাদেরকে মুখস্থ করে পড়লে চলবে না অবশ্যই খেয়াল রাখবেন অর্থনীতি বুজে বুজে পড়তে হবে অনেক topics আছে গনিতের মতন এই গুলো topics একেবারে ধীরে ধীরে বুজে বুজে পড়তে হবে । আমাদের সাথেই থাকুন সকল বিষয়ের সাজেশন পেতে।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button