দর্শন তৃতীয় পত্রের সাজেশন ডিগ্রি ২য় বর্ষ | Degree 2nd Year Philosophy Suggestion 2023

সাহেদা জান্নাত
Degree 2nd Year Philosophy Suggestion 2023

দর্শন তৃতীয় পত্রের সাজেশন ডিগ্রি ২য় বর্ষ : প্রিয় ডিগ্ৰী ছাত্র-ছাত্রী বিশেষ করে যারা ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।আশা করি মনোযোগ সহকারে পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পড়বে।তবৈ একটি বিষয় সাজেশন হলো করার পাশাপাশি বিষয়ভিত্তিক বইগুলো মনোযোগ সহকারে পড়বেন। সাথে সাথে সাজেশন ও হলো করবেন।

ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের দর্শন তৃতীয় পত্রের সাজেশন:

বিষয়ের শিরোনাম : মুসলিম দর্শন ।

ক বিভাগ:

প্রিয় ডিগ্ৰী ছাত্র-ছাত্রী আমি আপনাদের জন্য ক বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম ।

১… মুসলিম দর্শনের উৎসগুলো কি কি?

  • উত্তর… মুসলিম দর্শনের উৎস দুটি যথা;১.. অভ্যন্তরীন উৎস ।২ বাহ্যিক উৎস।

২.. মুসলিম দর্শনের অভ্যন্তরীন উৎস কি কি?

  • উ : কুরআন, হাদীস,ইজমা,কিয়াস,ইজদাহ।

৩, মুসলিম দর্শনের বাহ্যিক উৎস কি কি?

  • উ: প্রাক ইসলামী চিন্তাধারা,খ্রিষ্টয় চিন্তাধারা,গ্ৰীক ও পারসিক চিন্তাধারা।

৪, দুজন মুসলিম দর্শনের নাম?

  • উ: ইবনে সিনা ও আল ফারাবি।

৫, ‘ কাশফ ‘ শব্দের অর্থ কী?

  • উ: কাশফ শব্দের অর্থ স্বজ্ঞা।

৬, মুসলিম দর্শনের দুটি বৈদেশিক প্রভাবের নাম কি?

  • উ: ১..গ্ৰিক চিন্তাধারা প্রভাব ২… পারসিক চিন্তাধারার প্রভাব।

৭, মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কি কি?

  • আপত্তি তিনটি যথা, ইসলাম তলোয়ারের ধর্ম, মুসলমানদের আনুধ্যানিক ক্ষমতার অভাব, ইসলাম স্বাধীন চিন্তার বিকাশের পরিপন্থি।

৮, পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে’ আরবীয় দর্শন ‘নামটি পাওয়া যায় ,কে বলেছেন?

  • বলেছেন উইলিয়াম জেমস।

৯, এই যদি হয় ইসলাম তবে আমাদের প্রতিটি চিন্তাশীল ব্যাক্তিই হচ্ছে মুসলিম – মন্তব্য টি কে করেছেন?

  • প্রখ্যাত জার্মান কবি গ্যাটে।

১০, ইসলামে শরীয়াতে ফরজ কয়টি?

  • ইসলামে শরীয়তে ফরজ ১৩০ টি।

১১,আল্লাহর দূত কে ?

উ:…. জিবরাঈল আ:।

১২,জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্টাতা কে?

  • উ. জাহাম বিন সাফওয়ান।

১৩, ইসলামের চারটি মাজহাব কি কি?

  • উ,হানাফি মাযহাব,শাফায়ী মাযহাব,মালেকি মাযহাব,হাম্বলী মাযহাব।

১৪, কাদারিয়া শব্দের অর্থ কী?

  • কাদারিয়া শব্দটি কদর শব্দ এসেছে ,কদর শব্দের অর্থ হচ্ছে শক্তি।

১৫, জবর শব্দটির অর্থ কী?

  • বাধ্যতা ,নিয়তি,অদৃষ্ট।

১৫, মুরজিয়া ও সিফাতিয়া কোন ধরনের সম্প্রদায়?

  • ধর্ম তাত্ত্বিক সম্প্রদায়।

১৬,মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্টাতা কে?

  • ওয়াসিল বিন আতা।

১৭, মুতাজিলা সম্প্রদায়ের মূল নীতিগুলো কি কি?

১৮, মুতাজিলা সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবীদ কে?

  • আল জোবাইর।

১৯, আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্টাতা কে?

  • উ: হাসান আল আশারি।

২০,ইখওয়ানুস সাফা শব্দের অর্থ কী?

  • পবিত্র ভাতৃত্ত্ব।

২১, একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবীদের নাম লিখ?

  • আল আশারি।

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন

প্রিয় ডিগ্ৰী ছাত্র-ছাত্রী আমি কয়েকটা প্রশ্নের উত্তর সহ সাজেশন শেয়ার করলাম এবার আরো কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ সবগুলো খেয়াল করে পড়বেন।

২২, সুফি শব্দের অর্থ কী?

২৩ , খারেজী শব্দের অর্থ কী?

২৪, শরীয়তের মূল ভিত্তি কি কি ?

২৫, ফানা অর্থ কি?

২৬, বাকা অর্থ কী?

২৭, সাম্য অর্থ কী?

২৮, আল হোসাইন বিল মনসুর হাল্লাজ কে?

২৯, প্রথম আরবীয় মুসলিম দার্শনিক কে?

৩০,আল হোসাইন বিন মনসুর হাল্লাজ কে?

৩১, প্রথম আরবীয় মুসলিম দার্শনিক কে?

৩২, তাহাফাতুল ফালাসিফা গ্ৰন্থের রচয়িতা কে?

৩৩, আল কিন্দির মতে বুদ্ধিবৃত্তির স্থর কয়টি?

৩৪, আল ফারাবি কি উপাধিতে ভূষিত হন?

৩৫, ইবনে সিনার সর্বাধিক প্রসিদ্ধ দুটি গ্ৰন্থের নাম লিখ?

৩৬, ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম লিখ?

৩৭ ,ইবনে সিনার মতে রাষ্ট্র কত প্রকার ও কি কি?

ডিগ্রি ২য় বর্ষ সমাজবিজ্ঞান ৩য় পত্র সাজেশন |

এছাড়াও খ বিভাগের জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আমাদের ব্লগে যারা বিভিন্ন চাকুরীর জন্য নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমনকি

  • মুসলিম দর্শন বলতে কি বুঝ?
  • ইসলাম কি? মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা কর?
  • কাদারিয়া সম্প্রদায় কাদের বলা হয়?
  • ইচ্ছার স্বাধীনতা বলতে কি বুঝ?
  • ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া সম্প্রদায়ের মতামত আলোচনা কর?
  • মুতাজিলা কারা ,মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ আলোচনা কর?
  • আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়া মতবাদ আলোচনা কর?
  • ফানা ও বাঁকা সম্পর্কে সুফি মতবাদ ব্যাখা কর?
  • যুক্তিবিদ্যায় ইবনে সিনা রং মতবাদ আলোচনা কর?
  • মুসলিম দর্শনে আর গাজ্জ্বালির আত্মা সম্পর্কে মতভাদ আলোচনা কর?
  • আল গাজ্জ্বালকে হাজ্জ্বাতুল ইসলাম বলা হয় কেন?

রচনামূলক প্রশ্নাবলী দর্শন তৃতীয় পত্র ডিগ্ৰী দ্বিতীয় বর্ষ।

  • মুসলিম দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা কর?
  • মুসলিম দর্শনের উৎসগুলো আলোচনা কর?
  • ইসলামে বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল কেন তা ব্যাখা কর?
  • আল্লাহর গুণাবলী ও কুরআনের নিত্যতা সম্পর্কে মতাজিলাদের মত ব্যাখা কর?
  • সুফিবাদ বলতে কি বুঝ? সুফি পথ পরিক্রমার বিভিন্ন স্থর আলোচনা কর?
  • সমালোচনা সহ আশারিয়ার পরমানুতত্ত্ব আলোচনা কর?
  • আল কিন্দি কারা ,আল কিন্দির অধিবিদ্যা ব্যাখা কর?
  • আল ফারাবির যু্ক্তিবিদ্যা আলোচনা কর?
  • মুসলিম দর্শনে আর গাজ্জ্বালির অবদান ব্যাখা কর?

এই ছিল মুসলিম দর্শনের ক বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো মনোযোগ সহকারে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন।আমি কয়েকটা প্রশ্নের উত্তর শেয়ার করেছি কয়েকটি আপনারা বই থেকে খুঁজে খুঁজে বের করে পড়বেন দেখবেন কষ্ট করে পড়লে পড়াটা অবশ্যই কাজে আসবে ।

ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।