কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বর্তমান যুগ বিজ্ঞানের যুগ তথ্য প্রযুক্তির যুগ । অসাধ্যকে সাধন করতে এখন আর বেশি করে সাধনা করতে হয়না । আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম । বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা , প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তথা যেকোন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিচে বর্ণনা করলাম আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই পোস্টটির মাধ্যমে।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :
কম্পিউটার আবিষ্কার করেন ….. হাওয়ার্ড আইকন ।
- কম্পিউটার একটি ….……হিসাব কারী যন্ত্র ।
- ব্লগ হচ্ছে ………. অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।
- ইউটিউব হলো ……. ভিডিও শেয়ারিং সাইট।
- বাংলাদেশে প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম ….. আইটিকম ।
- টুইটার ও ফেসবুক হলো ……. সামাজিক যোগাযোগ সাইট।
- ল্যাপটপ হলো ……. ছোট কম্পিউটার।
- পামপট হলো ও ……. ছোট কম্পিউটার।
- আ্যবকাস …. এক প্রকার গননা যন্ত্র।
- আধুনিক কম্পিউটারের জনক বলা হয়…….. ভন নিউম্যান কে ।
- বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় …….১৯৯৬ সালে ।
- প্রথম কম্পিউটার প্রোগ্ৰামার …… Ada augasta .
- কম্পিউটার একটি ……… হিসাব কারী যন্ত্র।
- মনিটরের কাজ হলো ……. লেখা ও ছবি দেখানো ।
- কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে ….. বাইনারি ।
- বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি কারী CIH ভাইরাস কম্পিউটার আক্রমণ করে …….. ২৬ এপ্রিল ১৯৯৯ সালে ।
প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগষ্ট মাসে তাই সময়গুলো বৃথা নষ্ট না করে পড়ুন সাধারণ জ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে।
- কম্পিউটার এর জনক …… চার্লস ব্যাবেজ ।
- মাইক্রোকম্পিউটারের জনক….. হেনরি এডওয়ার্ড রবার্ট।
- প্রথম ইলেকট্রনিক কম্পিউটার…… মার্ক_ ১ (Mark -1,)
- কম্পিউটারের ব্রেইন হলো ….. মাইক্রোপ্রসেসর।
- সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ……. লেজার প্রিন্টার ।
- কম্পিউটার ভাইরাস হলো …… একটি ক্ষতিকারক প্রোগ্ৰাম ।
- কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্টান ……. মাইক্রোসফট।
- ওরাকল হলো …… ডাটাবেজ প্রোগ্রাম।
- বাংলা লেখার সফটওয়্যার ………. অভ্র/ বিজয় ।
- কম্পিউটারের ম্যাকানিকেল ডিভাইসকে বলা হয় …….. হার্ডওয়্যার
- কম্পিউটারের প্রিন্টার হলো …. আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের হাডওয়্যার মধ্যে থাকে ……. তিনটি অংশ ।
Computer এর স্মৃতি বা মেমোরি এবং স্টোরেজ ডিভাইস:
কম্পিউটারে প্রোগ্রামে এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় …… মেমোরি
Memory Until is a part of – CPU .
- মেমোরি ভাগ করা হয়েছে ……. দুই ভাগে ।
- প্রধান মেমোরি কাজ করে …….CPU সহযোগে ।
- কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি কে বলে ….Rom .
- কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তিকে বলে ……….,RAM .
- 1 বাইট = ৮ বিট ।
- ১ কালোবাইট = ১০২৪ বাইট ।
- ১ মেগাবাইট যে= ১০২৪×1024 বাইট ।
- হার্ডডিষ্ক মাপার একক হলো …. গিগাবাইট।
কম্পিউটার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আমাদের ব্লগে । এছাড়াও শিক্ষা বিষয়ক সকল নতুন নতুন আপডেট পেতে পাশে থাকুন । প্রতিটি নিয়োগ পরীক্ষায় কিন্তু Computer সম্পর্কে প্রশ্ন করে । আমি বিগত পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর শেয়ার করলাম এবং ঘুরে ফিরে এই সব প্রশ্ন সমূহ প্রতিটি পরীক্ষায় আসে ।
সাধারণ জ্ঞান
বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর