সাধারণ জ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্নোউত্তর

সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেকোন নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকে তাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রচুর সাধারণ জ্ঞান জানতে হবে মনে রাখতে হবে । মুষ্টিমেয় কতগুলো সাধারণ জ্ঞান পড়লে কিন্তু হবে না বিসিএস সহ শুরু করে প্রতিটি নিয়োগ পরীক্ষার জন্য অনেক বেশি সাধারণ জ্ঞান জানতে হবে ‌।

সাধারণ জ্ঞান বিগত পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

প্রশ্ন ………….……………..……………………উত্তর

  • যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন …. রবার্ট কচ।
  • জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ..… লিভার ।
  • কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ….. লিথিয়াম ।
  • ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় …… গলা ।
  • নিচের কোনটি মৌল নয় আবার যৌগ ও নয় ……. বায়ু।
  • কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় ….প্যারোফিন
  • একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে ….কালো ।
  • বিশ্বের সর্বাধিক সংখ্যক দ্বীপ দ্বারা গঠিত রাষ্ট্র কোনটি …… ইন্দোনেশিয়ায়।
  • বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য……১৩৬ তম ।
  • বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি .. ‌‌‌‌ মেঘনা।
  • বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয় …..১৯৯২ ।
  • বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি ………. তিতাস ।

সাধারণ জ্ঞান must important যেকোন নিয়োগ পরীক্ষার জন্য ।সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অবহেলা না করে হাঁটতে বসতে আপনি preparation নিতে পারেন এই পোষ্ট টি থেকে এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষা , মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা , বিসিএস পরীক্ষা সহ সকল নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান দরকার ।

১৯৭১ সালের ২৫ শে মার্চ কি বার ছিল ?

উত্তর : বৃহস্পতিবার।

গ্ৰিন হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর : চীন ।

বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্টিত হয় ?

উত্তর :ত্রয়োদশ শতাব্দীতে।

সবচেয়ে ভারী পটাশিয়াম পাওয়া যায় ?

উত্তর : ডাবে ।

  • দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র…… ল্যাকটোমিটার।
  • ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে …..পেশীর শক্তিবর্ধনে ।
  • সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর … ২ বছর ।
  • মোডমের মাধ্যমে কম্পিউটারের সাথে ……. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় ।
  • সমুদ্রষ্টে বায়ুর স্বাভাবিক চাপ …. ৭৬ সে মি
  • ‘হার্ড ডিস্ক ‘ মাপার একক হল …… কিলোবাইট।
  • ফেয়ার ফ্যাক্স কি ….. গোয়েন্দা সংস্থা।
  • বিশ্বে সবচূ বেশি ধাতু কোনটি ….. লোহা ।
  • East London কোথায় অবস্থিত…… দ . আফ্রিকা ।
  • ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন……. লর্ড মাউন্ট ব্যাডেন।
  • ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয় ……. লন টেনিস।
  • বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি ….. প্রাকৃতিক গ্যাস।
  • বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা ….. প্রধানমন্ত্রী।
  • কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়…… ব্লাক বেঙ্গল।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বিষয়াদি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলী

একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের গাইড

সুপ্রিয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কামনা করি সবার যেন ভালো একটা চাকরি হয় । এছাড়াও চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই অনেক সংগ্ৰাম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে বেশি করে পড়তে হবে জানতে হবে । আমাদের সাথেই থাকুন এবং পড়ুন অতি সহজেই ।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button