Bangladesh University of Business and technology বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে পড়াশোনায় সর্বাধিক শীর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) যা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের (UGC) অনুমোদন প্রাপ্ত উন্নতমানের বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত তথ্য: Bangladesh University of Business and Technology
বিইউবিটি এর প্রতিষ্ঠাকাল (BUBT)
প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস প্রাইভেট ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবং এঠি পরিচালিত হয় বাংলাদেশের ঢাকা কমার্স কলেজ কলেজের ট্রাস্টি বোর্ডের মাধ্যমে।
পাঠদান পদ্ধতি:
নর্থ আমেরিকার ইউনিভার্সিটি গুলোর পাঠদান পদ্ধতি অনুসরন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজ। বাংলাদেশর এই প্রথম ইউনিভার্সিটি যা সম্পূর্ণ পড়ালেখায় তাদের পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।
কোর্স এবং প্রোগ্রামসমূহ:
- প্রথম অনুষদ মানবিক এবং কলা এই অনুষদে রয়েছে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং English Language (ELT) স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ।
- আইন অনুষদে রয়েছে এল এলবি এবং এল এল এম ডিগ্রি নিয়ে পড়ার সুযোগ।
অনুষদ প্রকৌশল ও ফলিত বিজ্ঞান: এই অনুষদে রয়েছে:
- ১.কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
- ২. কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল
- ৩. তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল
- ৪. টেক্সটাইল প্রকৌশল এবং
- ৫. পুরকৌশলে স্নাতক
- ৬. এবং এ ছাড়াও এই অনুষদে রয়েছে গণিতে স্নাতকোত্তর করা যায়।
ব্যবসা এবং সামাজিক বিজ্ঞান বিভাগ:
- মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্টট
- পরিবেশ ও উন্নয়ন অর্থনীতি
- বিবিএ
- এমবিএ
- ইএমবিএ
- অর্থনীতি
- অর্থনীতিতে স্নাতক ডিগ্রি করার সূযোগ রয়েছে
বিইউবিটিতে ন্যূনতম যোগ্যতা:
- SSC এবং সমমান HCS এবং সমমানের হলে এই উভয় পরিক্ষায় GPA 2.5 হতে হবে তাহলে আপনি ভর্তির জন্য আবেদন যোগ্য।
- আর যদি এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় GPA 2.0 হলে ভর্তির জন্য বিবেচিত হবেন কিন্তু আপনার উভয় পরিক্ষায় পয়েন্ট মিলে GPA 6.00 হতে হবে।
- English medium এর ক্ষেত্রে O লেভেলে পাঁচটি বিষয়ে আর A লেভেলে দুটি বিষয়সহ শিক্ষার্থীর কমপক্ষে B গ্রেড বা GPA 4.00 এবং যেকোনো তিনটি বিষয়ে C গ্রেড বা GPA 3.5 পেয়ে পাস হতে হবে।
- কারিগরি শিক্ষা বোর্ডর ক্ষেত্রে প্রকৌশলে পাস শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে যোগ্যতার ভর্তি দেওয়া হবে।
ভর্তিপ্রক্রিয়া BUBT:
Bangladesh University of Business and technology এর মধ্যে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বাছাই করে ভর্তি দেওয়া হয়। এবং ইউনিভার্সিটির সকল নিয়ম মেনে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে বিইউবিটিতে। এখন বর্তমানে ভর্তি চলিতেছে আপনি অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন এবং সকল প্রকার ফি অনলাইনে জমা দেওয়ার ও সুযোগ সুবিধা রয়েছে।
অবস্থান ও ঠিকানা:
বি.ইউ.বি.টি ইউনিভার্সিটির অবস্থান হল বাংলাদেশের রাজধানী ঢাকার কমার্স কলেজ রোড মিরপুর ২, ঢাকা-১২১৬।
Bangladesh University of Business and Technology (BUBT)
- Phone: 8057581-2, 9015397, Fax:8057583
- Mobile number: 01190658100. 01819430430.
- Email: info@bubt.edu.bd , info.bubt@ymail.com
- University website: www.bubt.edu.bd
Bangladesh University of Business and technology scholarship
স্কলারশিপ দেওয়া হয় থাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে গরীব এবং মেদাবী শিক্ষার্থীদেরকে ৫% টিউশন ফি মওকুফ করা হয়।
১ম সেমিস্টারে টিউশন ফিস ২৫% মওকুফ এবং এস এসসি ও এইচএসসি জিপিএ নম্বরের উপর বিবেচনা করে ১০০% tuition waiver দেওয়া হয়।
এবং প্রতি সেমিস্টারের ফলাফল ভালো হলে টিউশন ফি কমিয়ে দেওয়া হয়।
স্কলারশীপের বিশেষ ব্যবস্থা
বিইউবিটি গরিব এবং মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা এবং টিউশন ফি থেকে বিশেষ ছাড়। আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে 25% থেকে 100% স্কলারশিপ।
লাইব্রেরী সুবিধা
বিইউবিটি ছাএ ছাএীদের মেদা বিকাশের জন্য লাইব্রেরীর ব্যবস্থা। আপনি চাইলে মেম্বারশিপ নিয়ে লাইব্রেরী থেকে বই বাসায় বা হোস্টেলে নিয়ে পড়তে পারবেন। এবং লাইব্রেরীর মধ্যে সকল বিষয়ের দেশি বিদেশি বুক।
Bangladesh University List and Ranking