চাকরির খবর | স্নাতক পাসে যেসব সাপ্তাহিক চাকরির খবর প্রকাশ হয়েছে।

স্নাতক পাস করে তে সব চাকরির খবর আপনাদের জন্য রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি সাপ্তাহিক চাকরির খবর আপনাদের কাছে শেয়ার করব। আপনি চাইলে এই চাকরির খবর কমপ্লিট পড়ে আবেদন করতে পারবেন।
1. স্নাতক পাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চাকরি।
৫ জুলাই থেকে শুরু হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিয়োগ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই খাতের মোট ৪ টি পদের ১৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আপনি যদি আগ্রহী হন তাহলে অনলাইনে আবেদন করতে হবে। এবং বাংলাদেশ খাদ্যে কর্তৃপক্ষে আবেদন শেষ হবে আগামী ১২ আগস্ট। নিচে সংক্ষিপ্ত ভাবে এই চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।
1. স্নাতক পাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চাকরি।
বাংলাদেশ খাদ্যে কর্তৃপক্ষে চাকরির পদের নাম এবং পদসংখ্যা।
১, Personal assistant পদের নাম। এবং পদের সংখ্যা ১ বেতন ১০,২০০-২৪৬৮০ টাকা পর্যন্ত।
যোগ্যতা। স্নাতক বা এই সমমানের পাস থাকতে হবে। সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলা এবং ইংরেজি টাইপিং জানতে হবে।
২, পদ ডেটা এন্ট্রি অপারেটর এই পদে বেতন স্কেল হল ৯.৩০০-২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরির খবর অবশ্যই এই প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে এবং সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিং জানতে হবে।
৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ। এই পদের সংখ্যা ৫। চাকরির খবর। এই চাকরিতে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা পর্যন্ত। অবশ্যই এই চাকরি পেতে হলে আপনার এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে টাইপ জানতে হবে।
৪, নমুনা সংগ্রহকারী পদে এই পদে সংখ্যা ৬। এই চাকরিতে বেতন কাঠামো হল ৯,৩০০-২৩,৪৯০, এই প্রার্থীকে Science বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে টাইপ করা জানতে হবে।
আবেদনের জন্য কত বয়স প্রয়োজন?
এই চাকরি করার জন্য প্রার্থীকে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। প্রতিবন্ধী মুক্তিযুদ্ধা সন্তান হলে ১৮-৩২ বছর পর্যন্ত বয়স বৃদ্ধি হবে।
আবেদন যেভাবে করবেন।
আবেদন করার জন্য নিচের দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন এবং অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শেষ তারিখ ১২ আগস্ট । আবেদন লিংক
আবেদন ফিস।
আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে ১২২ টাকা টিলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে পরিক্ষার জন্য। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন।
2. পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আওতাধীন বোর্ড বাংলাদেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ আওতাধীন সমিতিতে জনবল নিয়োগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৯৬ জন প্রার্থীকে ২ টি সহকারী ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আপনার যদি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ হওয়ার ইচ্ছা থাকে তাহলে নিচের পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর সকল তথ্য ভালোভাবে দেখেন এবং আপনার আবেদন প্রক্রিয়া শুরু করেন। এ সপ্তাহের চাকরির খবর।
Job title: Assistant General Manager
পদের সংখ্যা: ২৩টি।
Educational Qualifications:
- Electrical.
- Electrical and electronics engineering.
- Electrical electronics and communication engineering.
- Computer science.
- Computer science and engineering
- Information engineering BSC Degree.
Monthly salary: প্রবেশকালীন ৪১,৮০০ টাকা।
এই চকরিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে আপনি যদি অন পরিবেশনের শেষে নিয়মিত হন তাহলে তাহলে আপনার বেতন কাঠামো হবে ৪৩,৫০০ টাকা।
আইটি ডিপার্টমেন্টে: সহকারী জেনারেল ম্যানেজার
পদ সংখ্যা: ৭৩টি।
Educational Qualifications:
- Computer science.
- Computer science and engineering.
- Information engineering.
- Applied physics and electronics honars degree.
Salary: প্রবেশনকালীন বেতন হবে ৪১,৮০০ টাকা।
আর এই চাকরির সুযোগ সুবিধা হবে: প্রবেশন শেষে আপনি যদি নিয়মিত হন তাহলে আপনার বেতন হবে ৪৩,৫০০ টাকা’।
Online applying proces:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এই চাকরির জন্য আবেদন করতেহলে নিচের ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন শুরু ২২ জুন এবং শেষ ৮ জুলাই। ক্লিক অথবা নিচের সাইটে ভিজিট করুন www.brebhr.teletalk.com.bd
3. চাকরির খবর: মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ে।
সরকারী চাকরির খবর। সম্প্রতি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে প্রার্থী নিয়োগ দিবে। তাদের ৩ টি পদে ৩৯ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে তা নিচে দেওয়া হল।
প্রোগ্রামার পদের সংখ্যা: ১
আবেদন করার জন্য যোগ্যতা : বাংলাদেশের যেকোনো সরকারী স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে computer science/CSE /ICT বিষয়ে স্নাতক পাস হতে হবে। এবং উপরের এই বিষয়ের উপর ৫ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। মাসিক বেতন: ৫৬,৫২৫ টাকা।
সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা: ১
চাকরির জন্য যোগ্যতা: বাংলাদেশের স্বীকৃত যেকোন ইউনিভার্সিটি থেকে Computer Science or CSE/ ICT বিষয়ে স্নাতক পাস হতে হবে। এবং এই বিষয়ের উপর পুরো চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: ৩৫,৬০০ টাকা।
আবেদনের শেষ তারিখ ১১ জুলাই। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য নিচের ওয়েবসাইটে ভিজিট করুন।
Click/ www.erecruitment.bcc.gov.bd/
4. স্নাতক পাসে হাইটেক পার্কে চাকরি।
আজকের চাকরির খবর।বাংলাদেশের হাইটেক পার্কে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা যদি এই চাকরির জন্য আগ্রহী হন তাহলে অনার্স যদি শেষ হয়ে থাকে তাহলে এই জবটি আপনি করতে পারবেন।
বাংলাদেশ হাইটেক পার্কে চাকরির জন্য আগ্রহীরা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই পর্যন্ত।
চাকরির পদের নাম: অফিস সহকারী
পদের সংখ্যা: ২ টি।
Job qualifications: আবেদন যোগ্যতা।
আপনার কমপক্ষে স্নাতক পাস হতে হবে। সাথে সাথে বাংলা এবং ইংরেজি টাইপ জানতে হবে। এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা।
অফিস সহকারী পদে বেতন কাঠামো হল ৯৩০০-২২৪৯০ টাকা পর্যন্ত। এবং সরকারি রীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
আবেদন যেভাবে করবেন।
প্রার্থীকে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন অনলাইনে করতে পারবেন এক্ষেত্রে আপনি বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন নিচে সাইটের লিংক দেওয়া হল। Click /
www.recruitment.bcc.gov.bd/Home/
Hey there! I’ve been reading your site for a long time now and finally got the
bravery to go ahead and give you a shout out from Huffman Texas!
Just wanted to tell you keep up the excellent work!
Thank you so much for visiting my site. I will describe you about my work please DM ME on Instagram page @mahfujbd.com