অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন ২০২৩ | Bangla Stories 2 suggestion 2023

মাহফুজুর রহমান
অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন ২০২৩ | Bangla Stories 2 suggestion 2023

প্রিয় শিক্ষার্থীবৃন্দদের জন্য আজকের আর্টিকেলের আলোচনার বিষয় অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন & Bangla Stories 2 suggestion 2023। এর মাধ্যমে একজন চতুর্থ বর্ষের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবে। আর সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পেতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।‌

একটি সাজেশন বই শিক্ষার্থীদের জীবনে সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‌হ্যাঁ তবে অবশ্যই শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তক বই পড়ে নিতে হবে।‌ কোন শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবেন না। মূলত শিক্ষার্থীদের জীবনে সাজেশন তাদের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিতে সহযোগিতা করে এবং মেধা শক্তিকে জাগিয়ে তুলে। সুতরাং আপনি যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে আগ্রহ করেন তাহলে অবশ্যই আমাদের এই সাজেশন ঠিক করে নিতে পারেন। ‌

সাজেশন বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে। ‌ সুতরাং পরীক্ষার পরবে একবার হলেও সাজেশনটি পড়ে নিতে পারেন।

অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন ২০২৩ | Bangla Stories 2 suggestion 2023

ক বিভাগ

  • কীত্তনখোলা নাটকে সোনাই কোন রোগের আক্রান্ত হয়েছিল?
  • সেলিম আলদীন কোন থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন?
  • মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয় এই উক্তিটি কার?
  • কীত্তনখোলা নাটকের রবিদাস কে দেবতা বলতো কে?
  • ব্রিটিশ সরকার কত সালে কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ বিল পাস করেন?
  • সেলিম আল দীনের প্রকৃত নাম কি?
  • সোনাইয়ের পরিচয় দিন।
  • কীত্তনখোলা নাটকের যাত্রা দলের মালিকের নাম কি ছিল?
  • নাট্যকার সেলিম কত সালে মৃত্যুবরণ করেন?
  • নুরুলদিনের সারা জীবন নাটকের মণ্ডল কে ছিলেন?
  • নুরুলদিনের স্ত্রীর নাম কি ছিল?
  • গুড ল্যান্ড কে?
  • নুরুলদিনের কত সালে কৃষক আন্দোলনের জন্য ডাক দিয়েছিলেন?
  • নুরুলদিনের সারা জীবনে নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম লিখুন।
  • তুমি সড়ুং পথে যাত্রী কে কাকে বলেছে?
  • চিঠি নাটকে ছাত্রদের মধ্যে দুইটি দলের সৃষ্টি হয়েছিল তা কোন বিষয় নিয়ে ঘটেছিল?
  • মিনা মিনহাজের খাতা গুলো কেন চুরি করেছিল?
  • নবান্ন নাটকটি কত সালে প্রকাশ করা হয়?
  • চন্দর হার দত্তের কাছে কি বিক্রি করেছিল?
  • কুঞ্জর এর স্ত্রীর নাম কি ছিল?
  • নবান্ন এটি কোন শ্রেণীর নাটক?
  • কোন পটভূমিতে নবান্ন নাটকটি রচনা করা হয়?
  • রুমা সম্পর্কে বদরুল হাসানের অভিযোগ কি ছিল?
  • দোহাই তোমার তোমরা একটু কথা বন্ধ করো এই উক্তিটি কার?
  • চিঠি নাটকে ছাত্রছাত্রীদের আলোচনার সভাপতি কে করে?
  • আমি ইচ্ছে করে দেইনি নিয়ে এলো কে কাকে বলেছে?
  • চিঠি নাটকে বদরুল হাসানের পেশাগত পরিচয় কি?
  • চিঠি কোন ধরনের নাটক?
  • মুনীর চৌধুরীর চিঠি নাটক কত সালে প্রকাশ করা হয়?

খ বিভাগ

খ বিভাগের প্রশ্নগুলো সাধারণত জটিল টাইপের হয়ে থাকে। ‌ এগুলো অতি সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়া যাবে না আবার বর্ণনা করে উত্তর দিতে গেলে সমস্যা। ‌ এটি এগুলো মিডিয়াম আকারে উত্তর দিতে হয়। ‌ এ প্রশ্নগুলো যদি পরীক্ষায় কমন পড়ে তাহলে একজন শিক্ষার্থীর অনেক নম্বরে এগিয়ে যায় ‌। তাই এখনি দেখে নিন অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন।

  • কীত্তনখোলা নাটকের বনশ্রী বালা কেন আত্মহত্যা করেছিলেন?
  • কথা হইতাছে সুন্দর সুন্দরে ভেদ নাই, ভেদটি সুন্দরে বান্দরে। এ উক্তিটি কে এবং কেন করেছিল?
  • কীত্তন খোলা নাটকে সোনাই কোন রোগে আক্রান্ত হয়েছিল?
  • সেলিম আল দীন কোন থিয়েটারের সদস্য ছিলেন?
  • মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয় এ উক্তিটি কার ছিল?
  • সোনাই এর পরিচয় দিন?
  • সেলিম আল দ্বীনের প্রকৃত নাম কি ছিল?
  • মহাদেশ কামরূপ কামখ্যরের যে বর্ণনা দিয়েছেন তা বর্ণনা করুন।
  • কীত্তনখোলা নাটক সংলাপ ব্যবহারের বিশেষত্ব লিখুন।
  • কীর্তন খোলা নাটক অবলম্বনে কত্রী আলোচনা করুন।
  • নুরুল দিনের সারাজীবন নাটকের লাল কোরাসের প্রতীকী বর্ণনা করুন।
  • সোহরাব কোন থানায় ডায়েরি করেছিল তার সংক্ষেপে লিখুন?
  • চিঠি এসেছে আগামী দিনের ছাত্র শক্তির বিজয়বার্তা বহন করে। ‌ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করুন।
  • চিঠি নাটকের প্রক্টর এর চরিত্র স্বরূপ উন্মোচন করুন।
  • নীলপিরানের তলে দেখো হামার মানুষ হয়। ‌উক্তিটি বিশ্লেষণ করুন।
  • মিনার হারিয়ে যাওয়া খাতা সোরহাব কিভাবে পেয়েছিল?
  • চিঠি নাটক অনুসারে মিনার চরিত্র পরিচয় দিন।
  • বাংলার ম্যারাডোনা কাকে বলা হয়?
  • নবান্ন নাটকের প্রধান সমান্দার চরিত্রটি বিশ্লেষণ করুন।
  • নবান্ন নাটকের নাগরিক দুর্নীতির পরিচয় দিন।

গ বিভাগ অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন

  • কীত্তনখোলা নাটকে সোনাই এর পরিচয় ব্যাখ্যা করুন।
  • নবান্ন নাটকের পটোভূমির বিবরণ দিন।
  • নবান্ন নাটকের রাষ্ট্রযন্ত্রের যে ব্যর্থতা রয়েছে তার চিত্রাঙ্কন করুন।
  • নবান্ন নাটকের রাজনৈতিক দায়বদ্ধতার যে পরিচয় পাওয়া গেছে তা মূল্যায়ন করুন।
  • বিজন ভট্টাচার্যের নাটকটিকে কেন গণনাটক বলা হয় তা বুঝে লিখুন।
  • বিজন ভট্টাচার্যের নবান্ন নাটককে সমাজ বাস্তবতার সাথে তুলনা করুন ।
  • চিঠি নাটকের চরিত্রের চিত্রাঙ্কন করুন।
  • চিঠি নাটকের শিল্প সার্থকতা বিচার করুন।
  • মনির চৌধুরী নাটকের ব্যর্থতা এবং সফলতা তুলে ধরুন।
  • পেশাদারী মঞ্চের বাইরে সমাজের প্রতি দায়িত্বশীল শিল্প সমৃদ্ধ অত্যন্ত তাৎপর্য চিহ্নিত একটি নাটক নবান্ন। কথাটি ব্যাখ্যা করুন।
  • চিঠি নাটকের সোহরাব এর জীবন চেতনায় উদ্দীপ্ত চরিত্র বর্ণনা করুন। ( অনার্স ৪র্থ বর্ষ বাংলা গল্প ২ সাজেশন 95% )
  • কাব্য নাটক হিসাবে নুরুল দীনের সারা জীবনের সার্থকতা বিচার করুন।
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।