আশা ব্যাংক লোন। আজ আমরা আশা ব্যাংক লোন নিয়ে আলোচনা করব। গ্রামের লোকদের কাছে আশা ব্যাংক খুব পরিচিত।
আশা ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়?
আশা ব্যাংক প্রতিষ্ঠা হয় ১৯৭৮ সালে।
আশা ব্যাংকে কর্মচারী বা স্টাফ কত জন?
আশা ব্যাংকের কর্মচারী বা স্টাফ হলেন 21422 জন।
আশা ব্যাংকের পরিচয়।
আশা ব্যাংক হলো ক্ষুদ্রঋণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান। যা জনগণকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে।
আশা ব্যাংকের প্রতিষ্টাতা কে?
আশা ব্যাংকের প্রতিষ্টাতা হলেন মো: সফিকুল হক চৌধুরী। তিনি আশা ব্যাংকের প্রতিষ্টাতা।
আশা ব্যাংকের সদরদপ্তর।
আশা টাওয়ার,
২৩/৩ বীর উত্তম এ.এন.এম. নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা-১২০৭
আশা ব্যাংক লোন
আমরা অনেকে আশা ব্যাংক থেকে লোন নিতে চায়
আশা ব্যাংক তিন ধরণের লোন দেয় । যথা:
আশা ব্যাংক লোনের প্রকারভেদ।
আশা লোন বাংলাদেশের লোন ব্যাবস্হার মধ্যে অন্যতম। আশা ব্যাংক লোন সম্পর্কে আলোচনার পূর্বে চলুন জেনে নেই, আশা ব্যাংকের লোন প্রকারভেদ সম্পর্কে। আশা ব্যাংক কী কী লোন দেয়? আশা ব্যাংক তিন প্রকারের লোন দেয়।
- আশা প্রাথমিক লোন
- আশা বিশেষ লোন
- আশা MSME লোন
আশা ব্যাংক লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে ?
- প্রথমে আবেদন ফরম নিয়মানুযায়ী পূরণ করতে হবে।
- ফরম পূরণ করার স্বাক্ষরসহ জমা দিতে হবে।
- আপনাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
- NID কার্ডের ফটো কপি লাগবে।
- আপনি যে অফিস কাজ করেন, সে আফিসের
- আপনার আইডি কার্ডের কপি লাগবে।
- স্যালারি সার্টিফিকেট দেখাতে হবে।
- বিদ্যুৎ বিল বা যে কোনো বিলের কপি লাগবে।
- আয়করের ফিরতি কপির অনুলিপি।
- ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর ফটো কপি।
- বিগত একমাসের ব্যাংক স্টেটমেন্ট।
আশা ব্যাংক প্রাথমিক লোন
আমরা প্রথমে আশা ব্যাংকের প্রাথমিক লোন নিয়ে কথা বলব ।
- আপনি একবছরে ৫ হাজার থেকে ৯৯ হাজার টাকা ঋণ নিতে পারবেন।
- সুদের হার বা ইন্টারেস্ট রেট আপনাকে 24% আপনাকে দিতে হবে ।
- IGA-এর পধরণের উপর ভিত্তি করে 4, 6 বা 12 মাসের জন্য আপনাকে লোন দিবে।
আশা ব্যাংক বিশেষ লোন।
আশা ব্যাংক বিশেষ লোন বা ঋণ দিয়ে তাকে। আশা ব্যাংকের বিশেষ লোন কাদেরকে দেয়। চলুন সেটা দেখে নেওয়া যাক।
বিশেষ লোন যাদেরকে দেওয়া হয়।
Asa bank আশা ব্যাংকের বিশেষ ঋণ যাদেরকে দেওয়া তা নিচে তুলে ধরলাম।
- অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক ক্ষুদ্র/মাইক্রো
- এন্টারপ্রাইজ বা উদ্যোক্তা
- ব্যবসায়ীরা উৎপাদক।
- ব্যবসায়িক কার্যকলাপ।
- কর্মসংস্থান সৃষ্টির প্রচার।
বিশেষ লোনের ঋণের শর্ত।
Asa bank আশা ব্যাংক বিশেষ লোনের কিছু শর্ত রয়েছ।
- ঋণের ধরনের উপর ভিত্তি করে ১২,১৮, ২৪ বা ৩০ মাসের জন্য আপনাকে লোন দিবে।
- ইন্টারেস্ট রেট বা সুদের হার হল ২৪% আপনাকে দিতে হবে।
আশা ব্যাংক MSME লোন।
আশা ব্যাংক Asa bank MSME লোন যাদের দেওয়া হয়।
- ক্ষুদ্র,
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে।
- ASA দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নের জন্য বিভিন্ন পন্থা গ্রহণ করেছে। ফলস্বরূপ, ASA-এর সহায়তা গ্রহণ করে ।
ঋণের শর্ত।
- ৬,৯, ১২, ১৮, ২৪, ৩০,৩৬ মাসে লোনের উপর ভিত্তি করে আশা ব্যাংক আপনাকে লোন দিবে।
- ইন্টারেস্ট রেট বা সুদের হার ২২%।
Asa bank আশা ব্যাংকের কিস্তি।
আশা ব্যাংকের লোন কিস্তিতে পূরণ করতে হয়। প্রতি সপ্তাহে লোনের প্রকৃতির উপর নির্ভর করে লোন দিতে হয়। আশা ব্যাংকের মোট ৪৫/৪৬ টি কিস্তি হয়ে থাকে। আশা ব্যাংকের সুদের হার তুলনামূলক একটু বেশি।
এখানে আমার কোন একাউন্ট নেই আমি কি লোন পেতে পারি