সব সিমের নাম্বার দেখার কোড: আমরা বর্তমানে সকলেই এখন কম বেশ মোবাইল ব্যবহার করি। একটি মোবাইল তখনই ব্যবহারযোগ্য হয় যখন তার মধ্যে একটি সিম সংযোগ করা হয়। কারণ সিম ছাড়া আমরা মোবাইল দিয়ে কারো সাথে কানেক্ট হতে পারব না তাছাড়া সিমের ইন্টারনেট এর দ্বারা আরো নানা রকমের কাজ করে থাকি।
আপনার সিমের নাম্বার যদি মুখস্ত না থাকে বা কোনো একটি সিমের নাম্বার কিছুতেই মনে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপনার সিমের নাম্বারটা বের করতে হলে একটি নিয়ম জানতে হবে তাই আজকের আর্টিকেলটি সেই সকলদের জন্যই যারা কোনোভাবেই নাম্বার মনে রাখতে পারেন না বা যেকারো সিমের নাম্বার সহজে বের করতে চান মাত্র ৩০ সেকেন্ডে।
আজ আমরা সকল সিমের নাম্বার কীভাবে বের করতে হয় বা কোন কোড দিয়ে সকল সিমের নাম্বার বের করব তা নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। আশা করি আমাদের আজকের আর্টিকেলটা আপনার প্রয়োজনে আসবে।
বাংলাদেশে পাঁচটি সিম চালু আছে তার মধ্যে হচ্ছেঃ-
- গ্রামীনফোন
- রবি
- এয়ারটেল
- বাংলালিংক
- টেলিটক
গ্রামীনফোন সিমের নাম্বার দেখার নিয়ম এবং কোড | Grameenphone SIM number viewing rules and codes
বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামীনফোনের ইউজার। আপনিও যদি গ্রামিনফোনের ইউজার হয়ে থাকেন এবং আপনার সিমের নাম্বার বের করতে চান তাহলে প্রথমে ফোনের ডায়াল অপশনে গিয়ে *২# ডায়াল করে Sent করুন আপনার সিমে কিছুক্ষণের মধ্যের আপনার সিমের নাম্বারটি মোবাইল স্কিনে চলে আসবে।
গ্রামীনফোন নাম্বার চেক বা কোড নাম্বার | Gp number check or code number ( *2#) জিপি সিমের নাম্বার জানতে উক্ত কোডটি ডায়াল করুন সিমে।
রবি সিমের নাম্বার দেখার নিয়ম এবং কোড | Robi SIM number viewing rules and codes
আপনি যদি রবি ইউজার হয়ে থাকেন আপনার সিমের নাম্বারটি মনে নেই আপনি ভাবছেন কীভাবে আপনার সিমের নাম্বার চেক করবেন তাহলে শুরুতেই আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *২# অথবা *১৪০২৪# ম করে রবি সিমে Sent করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার সিমের নাম্বারটি দেখতে পারবেন।
রবি নাম্বার চেক বা কোড নাম্বার | Robi number check or code number ( *2# Or *14024# ) রবি সিমের নাম্বার জানতে উক্ত কোডটি ডায়াল করুন সিমে।
এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম এবং কোড | Airtel SIM number viewing rules and codes
অনেকেই জানতে আগ্রহী যে এয়ারটেল নাম্বার কীভাবে দেখে। আপনার এয়ারটেল সিমের নাম্বারটি বের করতে প্রথমেই আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে যান এবং পরে সেখানে *২# ডায়াল করে এয়ারটেল সিমে Sent করুন কিছুক্ষণের মধ্যেই আপনার সিম নাম্বারটি দেখতে পারবেন।
এয়ারটেল নাম্বার চেক বা কোড নাম্বার | Airtel number check or code number ( *2#) এয়ারটেল সিমের নাম্বার জানতে উক্ত কোডটি ডায়াল করুন সিমে।
বাংলালিংক সিমের নাম্বার দেখার নিয়ম এবং কোড | Banglalink SIM number viewing rules and codes
বাংলালিং নাম্বার জানতে আপনি আপনার ফোনটি হাতে নিয়ে ডায়াল অপশনে গিয়ে *৫১১# অথবা *৬৬৬# বাংলালিং সিমে Sent করে জেনে নিন আপনার বাংলালিং সিমের নাম্বারটি।
বাংলালিং নাম্বার চেক বা কোড নাম্বার | Banglalink number check or code number ( *511# Or *666# ) বাংলালিং সিমের নাম্বার জানতে উক্ত কোডটি ডায়াল করুন সিমে।
টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম এবং কোড | Teletalk SIM number viewing rules and codes
আপনার টেলিটক সিমের নাম্বারটি ভুলে গেছেন বা মনে করতে পারছেন না? কোনো সমস্যা না আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *৫৫১# উক্ত কোডটি Sent করুন অথবা P লিখে ম্যাসেজ করুন।
টেলিটক নাম্বার চেক বা কোড নাম্বার | Teletalk number check or code number
( *551# Or type p and massage ) টেলিটক সিমের নাম্বার জানতে উক্ত কোডটি ডায়াল করুন সিমে।
আশা করি যারা সিম নাম্বার জানতে অসুবিধা বোধ করতেন তাদের এই আর্টিকেলটি পড়ার পর আর অসুবিধা হবেনা। আপনারাদের সুবিধার্থে আমাদের আর্টিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন এবং কেমন লাগল কমেন্ট করতে ভুলবেন না।
How to check your Mobile Number in 2023: GP, Robi, Teletalk, Airtel, Banglalink Mobile Number Check