জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন | অনার্স ভর্তি আবেদন ২০২৩

মাহফুজুর রহমান

এবারের অনার্স ভর্তি ২০২৩ ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে আপনারা যারা অনার্স এর জন্য অনলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।

অনার্স ভর্তি আবেদন শুরু ফেব্রুয়ারি থেকে।

আবেদনের তারিখ প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দিবো।
আবেদন ফি : ২৫০ টাকা
আবেদনের লিংক: www.nu.edu.bd” বিস্তারিত পড়ুন….

অনার্স অনলাইন আবেদন করতে পারবেন আগামী মাসের আগস্টের ০৯ জুন পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার প্রয়োজন হবে কি?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজের HSC এবং SSC ও সমমানের ফলফলের ভিত্তিতে অনার্স ভর্তি নেওয়া হবে। এবং ভর্তি পরীক্ষা দিতে হবে না।

অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ০৯ জুনের ভিতরে আবেদন ফিস মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

নিজেই মোবাইলে অনার্স ভর্তি আবেদন করুন

নিজে মোবাইলের মাধ্যমে আবেদন করতে ভিজিট করুন

অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু।

ভর্তির কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর ক্লাস শুরু হবে আমরা অনার্স ক্লাস শুরু হওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দিব।

অনার্স অনলাইন আবেদন শেষ তারিখ ০৯ জুন ২০২৩

স্নাতক ১ম বর্ষের সাবজেক্ট এবং অন্যান্য সব কিছু জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

অনার্স ভর্তি আবেদন সালের এইচবএস সি পরিক্ষার রিজাল্ট পাবলিশ হয়ে এই কিছু আগে। এখন হয়ত আপনারা ভাবছেন। অনার্সে ভর্তি হবেন। সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ভর্তি বিঙ্গপ্তি মে মাসের শেষের দিকে  বা জুনের প্রথম দিকে প্রকাশিত হবে।দেশজুড়ে প্রাথমিক পর্যায়ে আবেদন শুরু হয়েছে ২২ মে থেকে  তাহলে চলুন জেনে নেই কিভাবে কি করবেন।আমরা গত বছরের আলোকে ভর্তির প্রক্রিয়া আপনাদের খেদমতে তুলে ধরছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন।

NU Honours Admission 2023

অনার্স ভর্তি আবেদন ২০২৩ আবেদনও ক্লাশের সময়.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের আবেন শুরু হবে ৮ জুন থেকে।আবেদনের শেষ তারিখ ২২ জুন।আর ক্লাশ শুরু হবে ২৮ জুলাই ২০২৩

ভর্তি যুদ্ধ ?

জতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরিক্ষা হবে অথবা আদৌ পরিক্ষা হবে কি না তা নিয়ে বিরাট সংশয় রয়েছে।ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে সিদ্ধান্ত নেয় তারা ভর্তি পরিক্ষা নিবে। কিন্তু পরবর্তিতে তারা এ সিদ্ধান্তে স্হীর বা অটল থাকতে পারে নি।তারা পরিক্ষা নেওয়ার বিষয়টি বাতিল করে নেয়।

অনার্সে ভর্তি হবার যোগ্যতা।

১,বাংলাদেশ স্বীকৃত  যেকোনো শিক্ষা প্রতিষ্টান থেকে মানবিক শাখায় SSC ২০১৭/১৮ সালের সমমানের পরিক্ষায় কমপক্ষে  ২.৫০ পয়েন্ট এবং ২০১৯/২০ সালের HSC  সমমানের ৪র্থ বিষয় সহ GPA ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থী এই সালের অনার্স পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।

২,বাংলাদেশ স্বীকৃত  যেকোনো শিক্ষা প্রতিষ্টান থেকে Science ও Commerce থেকে ssc ২০১৮/১৯ সালের সমমানের পরিক্ষায় কমপক্ষে  ৩.০০ পয়েন্ট এবং ২০২০/২১ সালের HSC  সমমানের ৪র্থ বিষয় সহ GPA ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থী সালের অনার্স পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।

৩, কারিগরি শিক্ষার্থীর জন্য আবেদনের ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে।(ক)HSC  ভোকেশনাল( খ)HSC বিজনেস ম্যানেজমেন্ট। (গ)ডিপ্লোমা ইন কমার্স কোর্স থেকে উত্তীর্ণ  শিক্ষার্থী ২ নং শর্ত অনুযায়ী বা শর্ত সাপেক্ষ আবেদন করতে পারবে।

৪, আবেদনকারী HSC বা সমমানের পঠিত বিষয় পওয়ার জন্য  শর্ত রয়েছে। ২০০ নম্বরের বিষয়ে কমপক্ষে  জিপএ ৩.০০ পয়েন্ট পেতে হবে।

৫,বিদেশি  কোন শিক্ষার্থী অর্থ্যাৎ ভিনদেশী সার্টিফিকেটধারী কেউ যদি আবেদন করতে চাই, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ স্বীকৃত কোন বোর্ডের HSC এর সমন্বয় রক্ষা করে আবেদন করতে হবে।

ভর্তি কার্যক্রম

১, প্রথমে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আবেদন করতে হবে।যদি তিনি পরিক্ষায় নির্বাচিত হন তাহলে অনার্সের চূড়ান্ত ফরম ফিলাপ করতে পারবেন।

২, ভর্তি পরিক্ষা যদি না হয়, সেক্ষেত্রে SSC ও HSC এর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে।

৩, একই প্রতিষ্টানে যদি একই বিষয়ে একাধিক শিক্ষার্থীর নম্বর যদি সামান  হয়, তাহলে অভিনব প্রদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।সেক্ষেত্রে চতুর্থ বিসয়সহ এসএসসি ৪০% ও এইচএসসি তে ৬০% এর ভিত্তিতে নেওয়া হবে। অথবা মোট নম্বরের এসএসসি তে ৪০% আর এইচএসসিতে ৬০% এর ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে।

৪, তারপরও যদি একাধিক শিক্ষার্থীর প্রপ্তনম্বর সমান বা একই হয় তাহলে কি করা হবে? সেক্ষেত্রে বয়স কে প্রধান্য দেওয়া হবে।যিনি বয়সে ছোট থাকো আগ্রাধিকার দেওয়া হবে।

ভোটার আইডি কার্ড চেক করুন অনলাইনে

ফি ও কলেজ।

আপনার যদি এই শর্ত মোতাবেক আবেদন করতে চান, তাহলে আপনাকে আবেদন ফি পে করতে হবে। আবেদন ফি মাত্র ২৫০   টাকা। তবে কেউ যদি আবেদনে কোন ভুল করে ক্যানসেল করেন। পুনঃআবেদনে কোন চার্জ করা হবে না।আর আবেদন পূর্ণ হলে আর ক্যানসেল করা যাবে না।শিক্ষার্থী কেবল একটি মাত্র কলেজে আবেদন করতে পারেন।তাই বুঝেশুনে কলেজ চয়েজ করুন।

অনলাইলে আবেদনের নিয়মাবলি।

অনার্সে অনলাইলে আবেদন করার সময় নিম্নে বর্ণিত জিনিসপত্র সাথে রাখুন।

১, SSC ও HSC সমমান পরিক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর সাথে রাখবেন।

২, পাসপোর্ট সাইজ এক কপি রঙ্গিন চবি  লাগবে।

৩,আপনার ইমেইল এড্রেস ও মোবাইল নম্বর।

আপনার নিকটস্থ যেকোনো অনলাইন আবেদন স্টেডু থেকে করতে পারবেন।তারা এ সেবার জন্য আছে।

আবেদন করার পর যা করণীয়

প্রাথমিকভাবে আবেদন করার পর তেমন কিছু করা লাগে না।তবে আবেদন করার পর যদি কোন এসএমএস না আসে,তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো – অনলাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে,আপনার আবেদন জমা হয়েছে কি না?

আবেদন করার কয়েকদিন পর সংশ্লিষ্ট কলেজ আপনাকে এসএমএস এর মাধ্যনে জানিয়ে দিবে।তবে আবেদন নিশ্চিত ছাড়া কোন শিক্ষার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিষয়।

মেধাতালিকায় যিনি উপরে থাকবেন তিনি ভর্তি হতে পারবেন। এছাড়াও আরো কয়েকটি ধাপে  ফলাফল দেওয়া হবে।

১,১ম মেরিটের ফলাফল

২,১ম মাইগ্রেশন ও ২য় মেরিটের তালিকা

৩, ২য় মাইগ্রেশন ও কোটা মেধাতালিকা।

২০২০/২১ সালের অনার্সে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে।

১,অনলাইনে আবেদনকৃত ফরমের ২ টি কপি।একটি স্টুডেন্ড কপি আপরটি কলেজ কপি।

২,৪ কপি পাসপোর্ট সাইজ চবি লাগবে। পিছনে অবশ্যই নাম লিখে দিতে হবে।

৩,SSC ও HSC সমমান পরিক্ষার  নম্বরপত্র।

৪,SSC ও HSC সমমানের পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।

৫,কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন তাদের ক্ষেত্তে প্রযোজ্য।

বিবিধ

১. কোন প্রার্থীর তথ্য যদি ভুল থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করার ক্ষমতা রাখে।

২. ভর্তি কার্যক্রমের যেকোনো ধারা বা নিয়মাবলি সংশোধন, সংযোজন সংরক্ষণের দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের।

৩. একই শিক্ষাবর্ষে দুইবার ভর্তি হলে তা বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ রাখে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ

অনার্স ভর্তি ২০২২
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি
অনার্স ভর্তি ২০২২
অনার্স ভর্তি ২০২৩

আরো বিস্তারিত তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করু

ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে।

http://app1.nu.edu.bd/

http://www.nu.ac.bd/admissions

নিচের লিঙ্কে ভিজিট করে নিজেই আবেদন করুন অনলাইনে।

অনার্স অনলাইন ভর্তি আবেদন?

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?

অনার্স ভর্তি ২০২৩ মানবিক শাখায় ভর্তি‌ হওয়ার জন্য SSC এবং HSC উভয়টি মিলে যথাক্রমে GPA 2.50 পয়েন্ট হবে।

অনার্স ভর্তি ২০২৩ বিজ্ঞান ও ব্যবসায় শাখায় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?

অনার্স ভর্তি ২০২৩ বিজ্ঞান ও ব্যবসায় শাখায় ভর্তি হতে SSC তে আপনার GPA 3.00 থাকতে হবে এবং HSC তে আপনার GPA 2.50 অবশ্যই থাকতে হবে।

সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে?

সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে তার উওর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তাহল মানবিক শাখায় ভর্তি‌ হওয়ার জন্য GPA, 4.00. বিজ্ঞান শাখায় অনার্সে ভর্তি হওয়ার জন্য GPA, 5.00. এবং ব্যবসায় শাখায় GPA.4.00. লাগবে আর এই তথ্য bd education website থেকে নেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে?Open publish panel

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।