সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন পর্ব- ১

সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন: বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি পর্ব -১ এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কামনা করি চাকরি প্রত্যাশী সবার যেন চাকরি হয়। বাংলা ভাষা ও সাহিত্য এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোষ্ট রয়েছে সবার জন্য।

বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • অনুসর্গের অন্য নাম …………কর্মপ্রবচনীয় ।
  • ‘অশিষ্ট ‘ শব্দের সমার্থক শব্দ .. ‌‌‌‌‌……অভদ্র।
  • ‘ হিসাব ‘ শব্দটি এসেছে …….আরবি থেকে।
  • ব্যাকরণে সমাস আলোচনা করা হয় …….শব্দতত্ত্বে ।
  • কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা …..৩ টি যথা : নবযুগ , ধূমকেতু , লাঙ্গল।
  • বিমান শব্দটি ……….তৎসম ।
  • Co-opted এর পরিভাষা – সহযোজিত ।
  • লৌকিক ছন্দ বলতে বুঝায়……..স্বরবৃত্ত ছন্দ।
  • ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ‘ উক্তিটির রচয়িতা……সুধীন্দ্রনাথ দত্ত ।
  • বাংলা লিপির উৎস ……ব্রাক্ষ্মীলিপি।
  • বাংলা ব্যাকরণে পুরুষ ……. ৩ প্রকার ।

” যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলে পাইতো পারো অমূল্য রতন ” এই উক্তিটির মাধ্যমে বুঝা যায় যে যেকোন ছোট খাটো পোষ্ট অবহেলা না করে পড়বেন দেখবেন এই সব ছোট ছোট পোষ্ট গুলো থেকে অনেক প্রশ্ন থাকবে আপনারা যে চাকরির জন্য পরীক্ষা দেন সেসব প্রশ্নে ।

  • ‘ হিসাব ‘শব্দটি কোন ভাষা থেকে এসেছে …. আরবি ।
  • আইশুভক্ষনে জন্য যার …ক্ষণজন্মা।
  • ‘ বিমান ‘ কোন ভাষার শব্দ ……তৎসম ।
  • ” আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ” উক্তিটি কোন কাব্যগ্রন্থের …..অন্নদাঙ্গল।
  • বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকেন্দ্রিক প্রথম উপন্যাস কোনটি …..রাইফেল রোটি আওরাত।
  • কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি ছিল …..কবিকঙণ।
  • ‘তত্ত্ববোধনী’ পত্রিকার প্রকাশকাল কোনটি …..১৮৪৩ ।
  • বাংলা সাহিত্যের কোন নির্দশনটি মধ্যযুগের নয় …ডাকার্ণব।
  • শূন্যপূরাণ কাব্যের রচয়িতা ……রামাই পন্ডিত।
  • ‘আমার যাওয়া হবেনা ‘বাক্যটিতে রয়েছে …… ভাববাচ্যের কর্ম।
  • ব্রেইল ভাষা ব্যবহার করে ….. দৃষ্টি প্রতিবন্ধীরা ।
  • ‘ ওষধি ‘ শব্দের অর্থ … একবার বলা গাছ ।
  • ভালো করে খেয়ে নাও ….. এখানে ‘করে ‘ শব্দটি ক্রিয়াজাত অনুসর্গ।
  • ক্লান্তি আমার ক্ষমা করে প্রভু ….গানটির রচয়িতা …… রবীন্দ্রনাথ ঠাকুর ।

Also Read: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান …… শিল্প :

বিসিকের শিল্প নগরীর সংখ্যা ……৭৯ ।

বিসিআইসির অধীনে শিল্পকারখানার সংখ্যা …..১০ ।

ইপিজেডের সংখ্যা …..৮ ।

বিসিআইসির অধীনে চিনিকলের সংখ্যা …….৭৯ ।

বাস্তবায়নাধীন ইপিজেড – ৩ টি ( গাইবান্ধা, যশোর ,ও পটুয়াখালীর পায়রা )

কম্পিউটার বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

  • Back up প্রোগ্রাম বলতে বলতে কি বুঝায় …আগের প্রগ্ৰামে ফিরে যাওয়া।
  • কম্পিউটারের মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে …..Read.
  • টুইটারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কবে ……..2006 এর জুলাই এ ।
  • কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে ……সিলিকন ।
  • বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি ……Archie .
  • FI ফাংশন -কী এর ব্যবহার কোনটি …… Help.
  • সর্বপ্রথম ওয়েব ব্রাউজার কোনটি ……….World Wide Web .
  • ফেসবুকের কর্পোরেট নাম ‘ মেটা ‘ কোন ভাষার শব্দ …..গ্ৰিক ।

সাধারণ জ্ঞান এর এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সব ছোট ছোট পোষ্ট থেকে সকল চাকরি পরীক্ষার জন্য খুবই উপকারী । বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইত্যাদি সকল চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আমাদের সাথেই থাকুন । আগামী আগষ্ট মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষায় অংশ গ্ৰহনকারী সকল candidate এর জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ জ্ঞান

বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button