মুসলিম ভাইবোনদের জন্য রমজান উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশাহী বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি। রমজান হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র এবং বরকতময় মাস। এই মাসে সকল মুসলমান রোজা পালন করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। আল্লাহতালা এ মাসকে বরকতময় করে দিয়েছেন। যারা একটি রমজান পায় তারা কোনা পাপের জন্য একটি মহা সুযোগ পায়।
তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজানের সময় আল্লাহ তায়ালার কাছ থেকে গুনাহ মাফ করে নেয়ার সুযোগ গ্রহণ করা। এছাড়াও রমজানের ভেতরে রয়েছে শবে কদরের রাত। এ রাত হচ্ছে ভাগ্য রজনীর রাত। শবে কদরের রাতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার গুনাহ মাফ করেন এবং তার উপর রহমত বর্ষণ করেন। এজন্য প্রত্যেক মুসলমান রমজানের ২০ রোজার পর বিজোড় রাতে গুলোতে বেশি বেশি ইবাদত করে। কারণ যে শবে কদরের রাত পেল সে গুনাহ মাফের জন্য আরেকটি সুযোগ পেল।
যতটা সম্ভব এ রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত। এখন বান্দা সারাদিন রোজা রেখে আল্লাহ তায়ালার কাছে দোয়া করে তখন তার দোয়া দ্রুত কবুল হতে পারে। মুসলমান হিসেবে আমরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ঠিক তেমনভাবে ৩০ রোজা রাখব।
রাজশাহী বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩
No | Date | Day | Seheri | Iftar |
1 | 24 March | Friday | 04:45 | 06:20 |
2 | 25 March | Saturday | 04:44 | 06:21 |
3 | 26 March | Sunday | 04:42 | 06:21 |
4 | 27 March | Monday | 04:41 | 06:22 |
5 | 28 March | Tuesday | 04:40 | 06:22 |
6 | 29 March | Wednesday | 04:39 | 06:23 |
7 | 30 March | Thusday | 04:39 | 06:23 |
8 | 31 March | Friday | 04:36 | 06:24 |
9 | 01 April | Saturday | 04:35 | 06:24 |
10 | 02 April | Sunday | 04:34 | 06:25 |
11 | 03 April | Monday | 04:33 | 06:25 |
12 | 04 April | Tuesday | 04:32 | 06:25 |
13 | 05 April | Wednesday | 04:30 | 06:26 |
14 | 06 April | Thusday | 04:30 | 06:26 |
15 | 07 April | Friday | 04:29 | 06:27 |
16 | 08 April | Saturday | 04:28 | 06:27 |
17 | 09 April | Sunday | 04:27 | 06:27 |
18 | 10 April | Monday | 04:26 | 06:28 |
19 | 11 April | Tuesday | 04:25 | 06:28 |
20 | 12 April | Wednesday | 04:24 | 06:29 |
21 | 13 April | Thusday | 04::23 | 06:29 |
22 | 14 April | Friday | 04:21 | 06:29 |
23 | 15 April | Saturday | 04:20 | 06:30 |
24 | 16 April | Sunday | 04:19 | 06:30 |
25 | 17April | Monday | 04:18 | 06:30 |
26 | 18 April | Tuesday | 04:17 | 06:31 |
27 | 19April | Wednesday | 04:16 | 06:31 |
28 | 20 April | Thusday | 04:15 | 06:32 |
29 | 21 April | Friday | 04:14 | 06:32 |
30 | 22 April | Saturday | 04:13 | 06:33 |
উপরে আমরা জানলাম রাজশাহী বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি সম্পর্কে। এ সময়সূচি জানার জন্য আমাদের অবশ্যই কর্তব্য। সূর্য উদয় এবং সূর্য অস্ত এলাকা ভেদে কিছু সময়ের তারতম্য ঘটে। এর জন্য ইফতার ও সেহেরী ওই এলাকার নির্দিষ্ট সময়সূচি অনুসারে করতে হয়। তা না হলে রোজা বিশুদ্ধ হবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব নিজের এলাকা অনুসারে সঠিক সময়ে সেহরি এবং ইফতার খেতে। আমাদের আশেপাশে যারা এ বিষয়টি জানেনা তাদেরকে সব সময় জানার চেষ্টা করাবো। যাতে করে সবাই একসাথে ঈমান নিয়ে রমজান পালন করতে পারি।
ইফতার ও সেহরির দোয়া নিচে দেওয়া হল
প্রত্যেক মুসলমান হিসাবে প্রত্যেক কাজ শুরু করার আগে নির্দিষ্ট দোয়া গুলো পড়ে নেওয়া উচিত। কিভাবে ইফতার এবং সেহরির পূর্বেও নির্দিষ্ট দোয়া করতে হয়।
ইফতারের দোয়া- ‘বিসমিল্লাহি – “আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু”
সেহরির দোয়া-“‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।” ( রাজশাহী বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি )
রমজানে রোজা রাখার পাশাপাশি সকল পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কারণ এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে রোজা ভেঙ্গে যায়। আমরা সব সময় চেষ্টা করব রোজা যাতে না নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা। প্রতিটি রোজায় চেষ্টা করবেন গরিব দুঃখীদের ইফতার করানো। তাদের প্রতিটি ইফতারের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে আরও বেশি পুরস্কৃত হবেন। তাই পরকালের সওয়াবের জন্য অবশ্যই এ মাসে বেশি বেশি ইবাদাত বন্দেগী করবেন। প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই। কোন মুসলমান ভাই যেন রোজায় কষ্ট না করে সেদিকে খেয়াল রাখবেন।
রাজশাহী বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ ব্যতীত আরও অন্যান্য বিভাগের সময়সূচি সম্পর্কে জানতে নিচের লিংকগুলো অনুসরণ করুন। .
বরিশাল বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ | Barisal Ramadan calendar 2023
ময়মনসিংহ বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ | Mymensingh Ramadan calendar 2023