ইতিমধ্যে আমরা ঢাকায় এবং বরিশাল বিভাগের রমজানের সময়সূচি দিয়েছি। আজকে ময়মনসিংহ বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ নিয়ে হাজির হয়েছে আমরা। যারা ময়মনসিংহ বিভাগে বসবাস করেন তারা এই সেহেরী এবং ইফতারের সময়সূচি অনুসারে রোজা রাখতে পারবেন। একটা কথা মনে রাখবেন সব সময় প্রতিটি বিভাগ এবং জেলা অনুসারে ইফতার ও সেহরির টাইম ভিন্ন হয়ে থাকে। তাই আপনি যে অঞ্চলে থাকুন না কেন সেই অঞ্চল অনুসারে নিয়ম মেনে চলতে হবে।
তাই ময়মনসিং বিভাগে বাসিন্দারা ব্যক্তিরা যেমন জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, শেরপুর জেলাসহ এর নিয়ম মেনে চলতে পারেন। সঠিক সময়ে সেহরি এবং ইফতার না করলে রোজা হয় না। সুতরাং রমজানের এই সময়সূচি গুলো অবশ্যই মেনে চলতে হবে। মুসলিমদের এই পবিত্র রমজানের জন্য আমাদের এই আজকের আর্টিকেলটি।
ময়মনসিংহ বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩
রমজানে ইফতার এবং সেহরির দোয়া
যখন আমরা রোজা রাখার নিয়ত করি তখন সেহরি খাওয়ার সময় একটি দোয়া পড়তে হয়। আবার যখন ইফতার করি তার পূর্বে একটি দোয়া পড়তে হয়। যদি এই দোয়াগুলো পড়া হয় তাহলে রমজানের সওয়াব আরও বেশি করে পাওয়া যায়। নিচে ইফতার ও সেহরির দোয়া দেওয়া হলো।
ইফতারের দোয়া- ‘বিসমিল্লাহি – “আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু”
সেহরির দোয়া-“‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।”
ঢাকা বিভাগ সহ অন্যান্য জেলার ইফতার ও সেহরির সময় জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন। প্রয়োজন অনুসারে বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে রমজানের বিভিন্ন দোয়া এবং সময়সূচী এর আপডেট জানতে পারবেন খুব সহজেই। আজকে artical এর মাধ্যমে আমরা ময়মনসিংহ বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ জানতে পেরেছি।
বরিশাল বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ | Barisal Ramadan calendar 2023
ঢাকা জেলার আজকের ইফতার ও সেহেরির সময়সূচী ২০২৩ | Dhaka Jela Ramadan Calender